প্রবাসী ছেলেদের মাইয়া বিয়া না দিয়া, মাইয়াদের কি ফ্রিজে ঢুকাইয়া রাখুম? ভিতরে ঢুকেন ছবি দেইখা কথা কহেন!
লিখেছেন লিখেছেন বেআক্কেল ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:০৫:১৯ দুপুর
এই ব্যাটারে দেখেন, সে তো দেশী মানুষ, এক সাথে দুইটা বউ লইয়া সংসার করছে, হেরে চিনেনা কোন বে আক্কেলে! সব দোষ শুধু প্রবাসীদের..।
কয় দিন ধরে ব্লগ পাড়াই কি হইতাছে বুঝবার পারছিনা। সবাই শৃগালের মত এক রা। প্রবাসী ছেলেদের মেয়ে বিয়ে দিতে নাই। তবে কোন গুনী জন বলছে না প্রবাসী ছেলেদের কি করা উচিত। বহু বিদগ্ধ ব্লগার, উল্টো বাবা মাকে পরামর্শ দিচ্ছেন, প্রবাসী ছেলেদের কি কি প্রশ্ন করা হইবে, যাতে করে প্রবাসী ছেলেটি বিয়ের নাম না নিয়েই আবার প্রবাসে চলে যায়। এখনও অনেক ভাগ্য ভাল যে, প্রবাসী ছোকরাদের ডাক্তারী পরীক্ষা করার জন্য কাপড় চোপর খোলার পরামর্শ এখনও কেউ দেয়নি?
যাক বাবা, আমার কথা হইল যে সব পোলা পাইন দেশে আছে তাদের বেলায় কি কি প্রশ্ন করিতে হইবে, সেই ব্যাপারে কুন কথা নাই। দেশে যত খুন খারাবী হইতাছে তা তো দেশের পোলা পাইনেরা করছে। বাংলাদেশের বহুত বড় ব্যক্তি তাসলীম নাসরিন তো দেশের পোলাই বিয়ে করেছিল! হুমায়ুন আহমেদ তো দেশের মাইয়াই বিয়ে করছিল। তারা তো কেউ প্রবাসী ছিল না। তারা কোন কান্ড না কইরা বাকী রাখছিল! আসল কথা হইল যে বেড়া ভাঙ্গার মানুষ সে বেড়া ভাঙ্গবেই।
দেশী নাদুস নুদুস ছেলেকে মাইয়া বিয়া দিয়া কি মুসিবতে পড়ছে এই বাবা একটু ভাল কইরা তাকাইয়া দেখেন। সেই বাবা কি একবারও বলছে যে, প্রবাসীকে মাইয়া বিয়া দিও না। ছবি দেখেন আপনারাই বলেন
আমার বলার কিছু ছিল না,
শুধু চেয়ে চেয়ে দেখলাম............আমি যাই আপনারা থাকেন।
বিষয়: বিবিধ
৪৪৬৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সময় মতো সবটিরই বিয়ে হয়ে যাবে।
ছেলে বিয়ে করেই মাস দুয়েকের মধ্যে চলে যাবে আবার প্রবাসে - তখন মেয়ের শারিরীক ও মানসিক চাহিদা কিভাবে মেটাবে এই তো সমস্যা ?
সমস্যা মনে করলেই সমস্যা । ছেলে বিদেশে চলে যাচ্ছে ঠিকই , কিন্তু তার টাকা পাঠানো তো আর বন্ধ থাকছে না !
আর শারিরীক চাহিদা ? আজকালের মেয়েরা কি এতই বোকা যে তাদের একটাও প্রেমিক থাকবে না ? যে প্রেমিককে হয়ত চাল চুলোহীন বলে বাবা মা তার সাথে তাদের মেয়েকে বিয়ে দেন নি , কিনতু বাবা মায়ের চাপে পড়ে প্রবাসীকে বিয়ে করলেও মন পড়ে থাকে সেই চাল চুলোহীনের প্রতি ।
বিয়ে করে প্রবাসী যখন মাস দুয়েক পরে বাইরে চলে যায় তখন সে তার প্রেমিককে নিয়ে আসে তার ফিল্ডে ব্যাট চালাতে । বছর ঘুরতে না ঘুরতে যখন আরেকজনের আগমনের সংকেত আসে তখন আপনজন কেউ বুঝতে পারে না যে রান আরেকজন করেছে ।
বেচারা বিদেশ থেকে এসেও মনে করে যে রান তার ব্যাট হতেই এসেছে । কারণ সে মনে করে যে ২ মাসের জন্য এসে সে ভালই ব্যাট করেছে । বাকী দশ মাস এই রানেই চলবে ।
কিন্তু বউই জানে রান কার কাছ থেকে এসেছে ।
কিন্তু এ ব্যাপারে সে চুপচাপ থাকে ।
প্রবাসে স্বামী থাকলেও সেখান থেকে টাকা পাঠানোয় তার আর্থিক সমস্যা তেমন হয়ই না ; আর প্রেমিক তো আছেই তাকে এই নিঃসঙ্গ মুহূর্তে সময় দেবার জন্য , তাকে স্যাটিসফাই করার জন্য ।
মেয়েদের প্রবাসীকে বিয়ে করা তুলনামূলকভাবে লাভজনক । তবে সমস্যা হবে তখন যখন স্বামী তাকে প্রবাসে নিয়ে যেতে চাইবে ।
মন্তব্য করতে লগইন করুন