প্রশান্তির দুখ...
লিখেছেন লিখেছেন নতুন মস ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৫০:২৮ দুপুর
দুর আলাপনি
কিছুক্ষণ,
খোলা প্রান্তর...
মায়ায় জড়ানো
খোলা ডোর...
তোমরা ছুটছো
ঐ সীমানা পেরিয়ে
হাজার ক্রোশ দুরে
চিরস্থায়ী বাসস্থানের সন্ধানে....
আসমান থেকে কে ওরা হাতছানি দিয়ে ইশারায় ডাকে
তোমাদের...
রক্তে ভেজা
তোমাদের শার্ট!!!
কিছুক্ষণ,
তোমরা ছিলে
এই পৃথিবেতে
আধাবেলা....
হৃদয়কে ছড়িয়ে
মায়ায় জড়িয়ে
বন্ধন গড়িয়ে
ফিরে যাচ্ছ তোমরা
জানি ফিরবেনা
সুখের স্বর্গ ছেড়ে
আর আসবে না...
তবু খুঁজি
রক্তাক্ত শরীরের
লুকিয়ে থাকা
তোমাদের ঈমানী আত্না
গুলোর ছোয়ায়...
জাগ্রত হতে চাই
আমরাও।
কিছুক্ষণ,
তোমাদের মায়ের ভেজা
চোখ
আঁচলে লুকানো মুখ???
তোমরা হৃদয়ে রেখে যাও
প্রশান্তি দুখ...
ভালবাসারা ডানা মেলে জড়িয়ে ধরে তোমাদের
সন্মানিত আত্নাদের।
কিছুক্ষণ পর,
তোমরা জান্নাতে হাটবে
ভুলবে কি আমাদের?
আচ্ছা সত্যি তোমরা অদৃশ্য...
নয়ত,
আমাদের
ভালাবাসায় আলো নাই প্রদীপ নিভু নিভু....
পৃথিবীর বুকে
তোমাদের স্বরণে
তবুও
হাজারও হৃদয় কাঁদে অঝোরে নিরবে।
#শহীদ বেলাল হোসেন (মিরপুর)
#নতুন_মস
সূর্য বাড়ি
"গতবছরের লেখা"
বিষয়: বিবিধ
১০২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আমার ইচ্ছে হয় একবার শহীদ হই, আবার পৃথিবীতে ফিরে আসি, আবার শহীদ হই - আবারও পৃথিবীতে ফিরে আসি, আবার শহীদ হই!
মন্তব্য করতে লগইন করুন