সমুদ্রের ফেনার সম পাপ মোচন
লিখেছেন লিখেছেন পবিত্র ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৩১:০৬ দুপুর
আবুমূসা আশআরী (রাঃ) বলেনঃ নবী (সাঃ) বলেছেনঃ যে আল্লাহর যিকির করে এবং যে আল্লাহর যিকির করে না, তাদের দৃষ্টান্ত হল, "জীবিত ও মৃত ব্যক্তির ন্যায়"। (বুখারী)
আবুহুরায়রা (রাঃ) বলেনঃ নবী কারীম (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি প্রত্যেক নামাযের পর ৩৩ বার سُبْحَانَ اللهِ ‘সুবহানাল্লাহ’ ৩৩ বার الْحَمْدُ لِلَّهِ ‘আলহামদু লিল্লাহ’ ৩৩ বার اللهُ أَكْبَر ‘আল্লাহু আকবার’ বলবে এবং শত পূর্ণ করার জন্য একবার বলবে-
لاَإِلهَ إِلاَّاللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَي كُلِّ شَيْئٍ قَدِيْرٍ
(‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকা লাহু, লাহুল মুকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আ’লা কুল্লি শাইয়িন ক্বাদীর’)। তার পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে, যদিও তা হয় সমুদ্রের ফেনার ন্যায়। (মেশকাত)
কাআব ইবনে উজরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ নামাযের পর এমন কিছু যিকর আছে, যা পাঠকারী কখনো বঞ্চিত হবেনা। ৩৩ বার ‘সুব্হানাল্লাহ’, ৩৩ বার ‘আল্হাম্দুলিল্লাহ’ ও ৩৪ বার ‘আল্লাহু আকবর’। (মুসলিম)
বিষয়: বিবিধ
১৬৫৯ বার পঠিত, ৫২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চুরি করেছেন জেনে খুশী হলাম!!
আর বড়দের কি অনুমতি লাগে আপু!?
মন্তব্য করতে লগইন করুন