হৃদয়ের শূন্য আবেগ।
লিখেছেন লিখেছেন নতুন মস ৩০ জুলাই, ২০১৩, ০৪:২৬:৫৯ বিকাল
দেহ যন্ত্রের
কাজ চাই...
সরল সহজ কাজ
যা আমাকে ব্যস্ত রাখবে।
মন মন্ত্রের
পাঠ চাই
যে পাঠ্য আমার নৈতিকতাকে আর সংকীর্ণতা
বুঝতে সহায়তা করবে।
জীবন ছন্দ-সুরে
সাজাতে চাই।
সুর আর ছন্দ
প্রতিটি মুহুর্ত্ব তৈরি করা চাই।
নিজেকে নিজ বিবেক দ্বারা গড়াতে চাই
স্বাধীন ডানা মেলা
পাখির মত
উড়তে থাকা
বিশাল আকাশ জুড়ে।
ভালবাসারা কোন
জড় উপাদানে বন্দি
উপভোগ্য বস্তু নয়
ভালবাসারা হৃদয়ের অনুভূতিতে বাধা
শূন্য আবেগ।
নতুন মস
বিষয়: বিবিধ
১১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন