“সচেতনতা জিন্দাবাদ”

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ৩০ জুলাই, ২০১৩, ০৪:৫৮:০১ বিকাল

“সচেতনতা জিন্দাবাদ”

মৌচাক হতে ৬নং বাসে করে সেদিন যাচ্ছিলাম ফার্মগেট এ। দুপুরের দিকে বলে বাস বেশ ফাঁকা। পিছনের সিটে আমরা বেশ কজনের সঙ্গে, মগবাজারে ফ্রুটিকার প্লাস্টিক ক্যান হাতে উঠলেন এক চুলবুল পাণ্ডে। তিনি খেয়ে বোতল টি বাইরে ফেলবেন, এমন সময় পাশে বসা এক ভাই বলে উঠল... ব্রাদার ক্যানের ছিপিটা/ ঢাকনাটা খুলে বাইরে ফেলুন। চুলবুল পাণ্ডে তা মেনে নিয়ে জানালা দিয়ে রাস্তার ধারে ফেলে দিলেন ফ্রুটিকার খালি ক্যান ও ঢাকনা।

>>>>সেই ভাইটি ঢাকনা খুলে বোতলটি বাইরে ফেলার কারণ হিসেবে যে ব্যাখ্যা দিলেন তা এরকমঃ বোতল বা ক্যান গুলি আমরা রাস্তায় ফেলে দিচ্ছি , পরবর্তী কোন বাস বা অন্য কোন যান বাহনের চাকা সেই খালি ক্যানের উপর দিয়ে গেলে এর ঢাকনা টি অনেকটা পুলিশের রাবার বুলেটের মত বিপরীত দিকে ছুটে যায়। এতে যে কেও আহত হতে পারে।<<<<<<<< ( এই রকম হয় আমিও তা জানতাম না, সেদিন হতে আমিও রাস্তায় আর খালি ক্যান ফেলিনা, আপনারাও শুরু করুন)

আমরা অনেকে গরমের দিনে বাসে বসে নানা ধরনের পানিয় পান করি এবং এগুলির খালি ক্যান অবলীলায় রাস্তায় ফেলি। দয়া করে তা না করে বাসে ছিটের নিচে বা রাস্তার আইল্যান্ডে ফেলুন। আর রাস্তায় ফেললে ঢাকনা খুলে তারপর ফেলুন।

কেন যেখানে সেখানে ফেলব ? আমরা নিজেদের শিক্ষিত বলি অথচ ময়লা ফেলার ক্ষেত্রে আমরা আমাদের শিক্ষাকে কেন যে কাজে লাগায় না। হল যায়গাটা নোংরা, তবে আপনি আপনার বিস্কুটের ,চকলেটের.......... মোড়ক...... কলা...................খোসা.......... খালি................................. ক্যান.................................... ইত্যাদি গুলি যেখানে সেখানে না ফেলে আশেপাশের ডাসবিনে ফেলুন। আরে ভাই আপনি আপনারটা করুন না , দেখবেন আপনার দেখে অন্যজন তা করছে। শেষে ফ্রুটিকার স্লোগানটি দিয়ে শেষ করছিঃ

“সময় থাকতে পিওর হন

সাপোট দিবে জনগণ।”

গোলাম মাওলা, ভাবুক, নওগাঁ https://www.facebook.com/golammaula.akas/posts/556880044379925

বিষয়: বিবিধ

১২৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File