হে আল্লাহ আমি হাজির লাব্বায়িক লাব্বায়িক ,আল্লাহুম্মা লাব্বায়িক
লিখেছেন লিখেছেন মিরু ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:০৯:১০ রাত
দমে দম কদমে কদম
কাঁধে কাঁধ
হাতে হাত ।
দমে দম ,
কদমে কদম।
তাকবীর হবে ,
তাকবীর হবে , তাকবী-----------র
আল্লাহু আকবর আল্লাহু আকবর,
আল্লাহু আকবর আল্লাহু আকবর।
শান্তি শান্তি ,
শান্তি চাই,
কোরআন ,শুধু পরতে নয়,
কোরআ্ন, মোরা মানতে চাই।
ওরে সাবধান
শুন হুংকার
ওরে নাস্তিক,
ওরে ভন্ড,
ওই বাজছে
ওই আসছে
তাকবী-----র তাকবীরে
কাঁপছে কাঁপছে কাঁপছে
নাস্তিক সব কাঁপছে
বল বল,
ভয় নেয়,
ক্ষয় নেই,
চলবে চলবে চলবেই।
মিথ্যারা হুশিয়ার
ওই শুন- -তাকবী---র হুংকার
গর্জে গর্জে উঠে বার বার।
বিষয়: সাহিত্য
১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন