সুহানি ঘুমাতে চায়

লিখেছেন লিখেছেন মিরু ২৮ জানুয়ারি, ২০১৩, ০৮:২৯:৫৭ রাত

সুহানি ঘুমাতে চায় ,কত ঘুম তার চোখে

কত কা ...ল জমে আছে ।

সুহানির রাত নেই,

দিন নেই,ভয়ংকর সতের বছর।

কাঁচা হলদি রং ,

ধনুক বাঁকা কাজল দিঘি নয়ণ,

ঠোটের কোনে জমকাল তিল,ভ্য়ংকর সতের বছর,

সুহানির ছাহেবি কদর।

অবসর নেই ,ব্যাস্ত সময়।

সুহানি ঘুমাতে চায় ,কত ঘুম তার চোখে ,

কত কাল জমে আছে।

সকালের বরাদ্দ্য যেটুকু সময়,

জাগ্রত মানুষের কো্লাহলে, সস্তির নেই

সুহানি ঘুমাতে চায়,

দু চোখে ঘুম আর ঘুম ।

সুহানি জানতে চায়,

কাঁদতে চায়,

হাসতে চায়,

ভালবাসতে চায়।

সুহানিও মানুষ ছিলো,

সে হাসতো, কাঁদতো

প্রান উজার করে ভালবাসতো,

সে এখন অর্ধেক মানুষ ,

অর্ধেক নাড়ী,

লালাসার বাজার,

অর্ধেক নাড়ী ছিরে ছুরে এখন মাগী,

সহানি বাঁচতে চায়,

মানুষ হতে চায়,

সুহানি ,

সুহানি,

সুহানি একজন মানুষ,

একজন নাগরিক,

সুহানি বাচতে চায়।

বিষয়: বিবিধ

২০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File