আমি একজন ধর্ষক বলছি
লিখেছেন লিখেছেন মিরু ২৬ জানুয়ারি, ২০১৩, ০৯:৩৩:৫১ রাত
আমি একজন ধর্ষক বলছি, ভয় পেলন ? আমি একজন ধর্ষক
হিসেবে মোটেও আনুতপ্ত ও সংকোচিত নই।আমাদের এই ধর্ষক বাহিনীতে কে নেই বলুন? কবি ,সাহিত্যিক?শিক্ষক ,ডক্তার,ইঞ্জিনিয়ার,পুলিশ,আইনজীবি ,বিচারক
বিশ্ববিদ্যালয়ের ধর্ষক সেঞ্চুরিয়ান, বিশ্বখ্যাত মিডিয়া বিবিসির
উপস্থাপক ,পরিচালক, অভিনেতা,ড্রাইভার,হেল্পার,কিশোর,
যুবক ,বৃদ্ধ আর সহজেই বলছি সমাজের সব শ্রেনীতে আমদের
সরব উপস্থিতি,আমদের এ আবস্থায় পৌছাতে অনেক কাঠখর পুরাতে হয়েছে, কিন্তু সব চেয়ে অবাক লাগে ধর্ষক নিজেই যখন
ধর্ষনের বিচার চেয়ে দর্শক সেজে বসে ধর্ষনের কারন দর্শায়।
আমাদের চলচিত্র ,আমাদের সমাজ ,আমাদের মিডিয়া, আমাদের আই্ন,আমাদের ্ধর্মিয় জ্ঞ্যানের দৈন্যতা আমদের
প্রতিনিয়ত চ রম ধর্ষক করে তুলছে।
আর এরাই আমদের কাছে প্রশ্ন করে ,কেন আমরা ধর্ষক?
তো্মাদের জন্য তো্মরা আমদের বাধ্য করেছো, হে সমাজ তুমি
আমায় এমন সমাজ দাওনি যেখানে নাড়িকে মানুষ মনে করা হয়, চলচিত্র আমায় করেছে লম্পট,মিডিয়া আমায় করেছে সাহসি,আইন হয়েছে আমার জামিন, অপরাধের উৎসাহ,ধর্ম আমার হাতিয়ার,বেশি সমস্যা হলে বিয়েতে সমাধান।্(চলবে)
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন