একটি রোম্যান্টিক কবিতা
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০১ জুন, ২০১৫, ১০:৩০:২৫ সকাল
অনেক বছর আগে পত্রিকায়(ইনকিলাব অথবা নয়া দিগন্ত) এই কবিতাটি পড়েছিলাম। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল। কিন্তু কবিতাটির দু একটি লাইন ছাড়া পুরোটাই ভুলে গিয়েছিলাম। ২/৩ বছর আগে আবার হঠাৎ করে ব্লগে কোন একটি লেখায় কবিতার কয়েকটি লাইন পেয়ে যাই। এবার কবির নামও ভালো করে জানলাম।
কয়েক মাস আগে কিছুটা মজা করার জন্যই ফেসবুকের একটা গ্রুপে কয়েকটা লাইন শেয়ার করি। জানতে চাইলাম যে বাকী লাইনগুলি অন্য কেউ দিতে পারবে কি না? সাথে সাথে আমি নিজেও খুঁজতে থাকি। অল্প সময়ের মধ্যেই পেয়ে গেলাম।
কবি গোলাম মোহাম্মাদ সম্পর্কে খুব বেশি কিছু জানিনা। তিনি অনেক ইসলামিক গানের রচয়িতা। দুই একটা লেখা থেকে যা জেনেছি তিনি চরম আর্থিক কষ্টে শেষ দিনগুলি কাটিয়েছেন। চিকিৎসা করার মত আর্থিক সঙ্গতি তাঁর ছিলনা। এক প্রকার বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয়। মহান আল্লাহর কাছে তার নাজাত কামনা করছি।
আমার কাছে মনে হয় আমার পড়া সব চাইতে রোম্যান্টিক কবিতা এটি। কবিতাটি সবার জন্য শেয়ার করলাম।
প্রথম সূর্যোদয়
-গোলাম মোহাম্মদ
********************
পৃথিবীতে এলো মানুষের আদি পিতা,
পৃথিবীতে এলো প্রথম যুগল জন।
নয়া পৃথিবীর মাটিতে নতুন পা
নতুন বৃক্ষ, নতুন পুষ্প-বন।
.
সে কেমন ছিল প্রথম সূর্যোদয়?
প্রথম মানব-মানবীর পরিচয়!
প্রথম বাতাস শোনাল কিসের গান?
পাখির কণ্ঠে কিসের খুশির বান!
.
কেমন সে ছিল প্রথম আনার ফুল?
প্রথম পোশাক কুঞ্চিত কালো চুল?
বন-মর্মর নদীর নতুন কূল!
ধু-ধু প্রান্তর ঘরহীন সঙ্কুল।
.
পুরোটা পৃথিবী দুজন মানুষ মোটে,
কি কথা প্রথম বেজে উঠেছিলো ঠোঁটে?
কেমন কেটেছে ফুলেল প্রথম দিন?
কি খাবার খেয়ে? কিংবা খাবার হীন!
.
ছিল কি চন্দ্র আসমানে সারারাত?
রজনীগন্ধা ছিল কি বাগান ভরে?
রাতজাগা পাখি কোন গান করেছিলো?
সারারাত জেগে অনুনয় করে করে।
.
প্রথম মানুষ পূত পবিত্র জন
পৃথিবীর ডালে প্রথম গোলাপ ফোটা
নতুন পায়ের পড়লো প্রথম ছাপ
সেই থেকে শুরু চলার সঞ্চরণ।
বিষয়: বিবিধ
২১১১ বার পঠিত, ৫৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রজনীগন্ধা ছিল কি বাগান ভরে
আহ হোয়াট এ কবিতা। আমি রোমান্টিক বনে গেলাম
শেয়ারের জন্য ধন্যবাদ গুরুজী ।
__দারুণ!
উনি আমার অনেক প্রিয় একজন কবি।
বাংলাদেশের ইসলামী সংস্কৃতি একজন অগ্রসৈনিক । বাংলাদেশে প্রচলিত ইসলামী সঙ্গীতের যে নতুন ধারা তা কবি গোলাম মুহাম্মদের সৃষ্টি। প্রচলিত ইসলামী সঙ্গীতের প্রায় ৩০% উনার লেখা।
উনার লেখা আমার প্রিয় দুইয়েটি ইসলামী সঙ্গীত, যা এইমুহরতে মনে পড়ছেঃ
* হিজল বনে পালিয়ে গেছে পাখি-----
*তারা গুলো আজ যেন নিভে গেছে সব---
* চল চল চল মুজাহিদ, পথ যে এখনও বাকী--
* সেই সংগ্রামী মানুষের সারিতে,আমাকেও রাখিও রহমান,
উনার সম্পর্কে একটা পোস্ট লিখেন ভাইছা। অনেকেই উনার ব্যাপারে জানতে পারবে।
চারটা গানই আমি শুনেছি এবং আমার সংগ্রহে আছে। ২নং আর ৩ নং টা যে উনার লেখা তাই জানতামনা। চার নংটার ব্যাপারে আমি কনফিউজড ছিলাম। ধন্যবাদ ভাইছা।
সম্ভব হলে উনার গানের একটা লিস্ট দিয়েন।
• রোজ বিহানে একটি পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সে পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকতে----।
• হলদে ডানার সেই পাখিটি, এখন ডাকে না। মনের কোনের রঙ্গিন ছবি এখন তো আর আঁকে না—
• আল্লাহ আমার রব সেই, রবই আমার সব।
• ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছুটে দূর অজানায় ?
• রোজ বিহানে একটি পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সে পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকতে----।
• হলদে ডানার সেই পাখিটি, এখন ডাকে না। মনের কোনের রঙ্গিন ছবি এখন তো আর আঁকে না—
• আল্লাহ আমার রব সেই, রবই আমার সব।
• ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছুটে দূর অজানায় ?
কবি গোলাম মোহাম্মদের নাম অনেকেই আমরা জানি না। আমাদের উচিৎ এই প্রতিভাসম্পন্ন কবির কথা ছড়িয়ে দেয়া। আপনি উনার সম্পর্কে লিখে ফেলুন। অপেক্ষায় থাকলাম ভাইছা
আসলেই রোমান্টিক!
শুকরিয়া আপু!
মন্তব্য করতে লগইন করুন