Rose Roseপ্রিয় শিক্ষক Rose Rose (প্রিয় নুরু স্যারের স্মরণে)

লিখেছেন লিখেছেন আবু আশফাক ০১ জুন, ২০১৫, ১১:১১:৪০ সকাল

প্রথম যেদিন নতুন করে স্কুলেতে যাই

স্যারের হাতেই কাপড় পড়া স্যারের হাতেই খাই।

স্যার আমাকে রাস্তা থেকে তুলে নিলেন কোলে

মায়ের কাছে গিয়ে আবার হাত বুলালেন চুলে।

বললেন এবার সোনা মনিকে পাঠশালাতে চাই

মা বললেন খায়নি খানা জামাও পড়ে নাই।

নিজের হাতে স্যার আমাকে খাওয়ালেন তুলে ভাত

জামা কাপড় পড়াতেও ছিল সেই মোলায়েত হাত।

এমন করেই প্রথম পাঠের স্যারটি ছিলেন নুরু

স্কুলেতে যাওয়া আমার এমনভাবেই শুরু।

বাড়ি থেকে যাওয়ার পথে দেখলেই হলো শিশু

নুরু স্যারের কাণ্ড এমন ধরতেন তাহার পিছু।

নিজের হাতে মুখ ধুইয়ে কোলে তুলে নিতেন

কখনও বা ঘাড়ে পিঠে শিশুদের নিয়ে যেতেন।

মিষ্টি সুরে অ আ ক খ পাঠ করাতেন তিনি

পাগলা নামে আশে-পাশে পরিচিত ছিলেন যিনি।

ছিলেন তিনি শিক্ষা পাগল শিষ্যরা সব জানি

প্রিয় ছিলেন সবার কাছে এটাও মোরা মানি।

শিক্ষা পাগল এমন স্যারকে আছি যে আজ ভুলে

করলে স্মরণ আজও তাকে বুকটি ওঠে ফুলে।

বিষয়: বিবিধ

৩৯২৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323820
০১ জুন ২০১৫ সকাল ১১:২৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up
০১ জুন ২০১৫ সকাল ১১:৩৬
265226
আবু আশফাক লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ।
323821
০১ জুন ২০১৫ সকাল ১১:৩০
ফাতিমা মারিয়াম লিখেছেন : এরকম পগলা নুরু স্যারের আজ বড় প্রয়োজন।
০১ জুন ২০১৫ সকাল ১১:৩৯
265230
আবু আশফাক লিখেছেন : আস সালামু আলাইকুম, আপা। কেমন আছেন?
এখন গ্রামের স্কুলের স্যারদের দেখি ঘুম প্র্যাকটিস করতে। কিন্তু আমারদের স্যারদের দেখেছি কত যত্ন নিয়ে আমাদের পড়াতেন। আর আমাদের নুরু স্যার তো ছিলেন এমন যে, রাস্তায় স্কুল টাইমে কোনো শিশু খেলতে পারতো না। যে অবস্থায় আছে তিনি কোলে তুলে স্কুলে নিয়ে আসতেন।
০১ জুন ২০১৫ সকাল ১১:৪২
265231
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই ভালো তো!!!

শুধু স্কুল কেন? এখনতো সংসদ অধিবেশন চলাকালে ঘুমানোর রেওয়াজ শুরু হয়েছে।
আসলে এখন জাতি হিসেবেই আমরা একটি ঘুমন্ত জাতিতে পরিনত হচ্ছিStraight Face
323825
০১ জুন ২০১৫ সকাল ১১:৫৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু।
০১ জুন ২০১৫ দুপুর ০৩:২৪
265270
আবু আশফাক লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রাহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমার স্যারের জন্য দুআ চাই।
323852
০১ জুন ২০১৫ দুপুর ০৩:০০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় স্যারকে নিয়ে চমৎকার লিখেছেন। ধন্যবাদ
০১ জুন ২০১৫ দুপুর ০৩:২৫
265271
আবু আশফাক লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রাহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমার স্যারের জন্য দুআ চাই।
323857
০১ জুন ২০১৫ দুপুর ০৩:১৩
আফরা লিখেছেন : খুব সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া ।
০১ জুন ২০১৫ দুপুর ০৩:২৫
265272
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ আফরা মনি। কেমন আছো?
০১ জুন ২০১৫ দুপুর ০৩:৪৩
265281
আফরা লিখেছেন : আলহামদুল্লিলাহ ! ভাইয়া আমি ভাল আছি । অনেক ধন্যবাদ ।
323866
০১ জুন ২০১৫ বিকাল ০৪:৩২
আওণ রাহ'বার লিখেছেন : আমি ক্লাসে স্যারের টেবিলের নিচে লুকিয়ে থাকতাম লুকোচুরি খেলতাম।
ইশশশ স্যারের কথা মনে পড়ে......
০১ জুন ২০১৫ বিকাল ০৫:৪১
265329
আবু আশফাক লিখেছেন : লুকোচুরি! তাও আবার স্যারের টেবিলের নিচে??????
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
265346
আওণ রাহ'বার লিখেছেন : হা স্যার খুব আদর করতেন আমাকে।
323877
০১ জুন ২০১৫ বিকাল ০৫:৪৩
০২ জুন ২০১৫ সকাল ০৯:৫৬
265647
আবু আশফাক লিখেছেন : @};RoseRoseRoseRoseRose
323886
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ জুন ২০১৫ সকাল ০৯:৫৭
265648
আবু আশফাক লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রাহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমার স্যারের জন্য দুআ চাই।
324169
০২ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ‍প্রিয় শিক্ষক নুরু,ছিলেন মহাগুরু,
বেতটি নিলে বুক তখন কাঁপতো দুরু দুরু।
স্যার কি শুধু আদরই করতেন
আপনি কি ভাই ভয় না পেতেন?
-অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুবই উপভোগ করেছি আপনার লেখাটি।
০৪ জুন ২০১৫ সকাল ১১:২৭
266352
আবু আশফাক লিখেছেন : আমার স্যারকে দেখে বুক কখনই দুরু দুরু কাঁপতো না। আমার মনে পড়ে না যে তিনি কখনও কাউকে মেরেছেন। হাতে বেত থাকতো ঠিকই, কিন্তু সেটা শুধু ভয় দেখানোর জন্যই।
ধন্যবাদ আপনাকেও।
১০
324248
০৩ জুন ২০১৫ রাত ১২:৫০
বৃত্তের বাইরে লিখেছেন : আসসালামু আলাইকুম। কেমন আছেন শ্রদ্ধেয় ভাইয়া? ভালো লাগলো আপনার প্রিয় শিক্ষককে নিয়ে ছন্দময় কবিতা
০৪ জুন ২০১৫ সকাল ১১:২৮
266355
আবু আশফাক লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রাহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি।

আমার স্যারের জন্য দুআ চাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File