রং মেখে ঢং সেজে শুয়েছিল রাস্তায়

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৩ এপ্রিল, ২০১৭, ০৬:১৭:১৪ সন্ধ্যা

রং মেখে ঢং সেজে শুয়েছিল রাস্তায়

জনতার বাহবা পেয়েছিল সস্তায়।



কথা মোর মিছে নয় দেখ নারে আসিয়া

কেমনেতো পাশে পাশে আছে তারা বসিয়া।

খুন আর রক্তের ধারা যারা বলেছো

মিথ্যা যে ছিল তা প্রমাণ পেয়েছো?

ইসলাম বান্ধব আর নয় কোনো দল

আছি শুধু আমরাই বলো না যে এটা ছল!

তেঁতুলের কথা যদি বলে যাও আবারও

পাশে ছিল সেদিনও সাথে ছিল খাবারও।

কই তবে দেখিনি তো লালা ঝরে পড়তে

নাকি বলো গিলেছিল স্বার্থটা গড়তে?

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382647
১৩ এপ্রিল ২০১৭ রাত ০৯:৫৮
হতভাগা লিখেছেন : আমাদের হাসুবু খুব পাকা খিলাড়ী

শফি তো কোন ছার পারে নাই হিলারী
১৬ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৭:৪৭
316215
আবু আশফাক লিখেছেন : পাকা বলে পাকা?
382676
১৪ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৬:৫৬
সন্ধাতারা লিখেছেন : সালাম। সঠিক সময়ে সত্য উঠে আসবে ইনশাআল্লাহ্‌।
১৬ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৭:৪৮
316216
আবু আশফাক লিখেছেন : ইনশাআল্লাহ্‌।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File