আমি বিনা টাকায় কারাগার দর্শন করেছি; আপনি যেতে পারেন, মাত্র ১০০ টাকা

লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৩ নভেম্বর, ২০১৬, ১২:২৬:১৯ দুপুর

১০০ টাকার টিকিটের বিনিময় ২২৮ বছরের স্মৃতি বিজড়িত পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার দর্শনের সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত সকাল ৯ থেকে বিকাল ৫ পর্যন্ত যে কেউ টিকিটের বিনিময়ে প্রবেশ করতে পারবেন।



২০১৫ সালের ২২ জানুয়ারি হঠাৎ দুজন সরকারি মেহমান অফিসে এসে বললেন আপনি কি অমক? হাঁ বলতেই বললেন, নিচে স্যারের সাথে একটু কথা বলে আসুন।

চললাম, নিচে নামতেই দেখি ডজন দেড়েক মেহমান আমাকে স্বাগত জানাতে দাড়িয়ে আছেন। একটু পর একটি মোটর সাইকেলে দুজনে মধ্যে বসিয়ে আগে পিছে আরো দুটি করে মোট ৫টি মোটরসাইকেলের সমবিহারে চললাম সরকারি ছোট মেহমান খানায়।

একরাত থাকার পর মহানগর দায়রা জজের কৃপায় ২২৮ বছরের স্মৃতি বিজড়িত পুরনো কেন্দ্রীয় কারাগার দর্শনের সুযোগ পেলাম বিনা টাকায়।

সে যাই হোক, ১০০ টাকায় কারাগার দর্শনের খবর বাসায় বলতেই দুই পুত্র নেচে উঠছে তাদের বাবা কোথায় ছিলেন তা দেখতে।

ভাবছি এবার কি টাকা দিয়ে পরিদর্শন করবো?

বিষয়: বিবিধ

৩২৮৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379410
০৩ নভেম্বর ২০১৬ দুপুর ০১:২২
রাইয়ান লিখেছেন : বিনা টাকায় না হয় মোটর শোভাযাত্রা সহযোগে গিয়ে জামাই আদরে ছিলেন , কিন্তু বের হতে দর্শনী কত লেগেছিল তা তো বললেননা ! Tongue
০৩ নভেম্বর ২০১৬ দুপুর ০১:২৭
314139
আবু আশফাক লিখেছেন : সব কি আর বলতে হয়?
379411
০৩ নভেম্বর ২০১৬ দুপুর ০১:৫৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি একদিন, আমি আদৃত হয়েছি ঢাকা, কাশেমপুর মিলিয়ে টানা ছয় মাস।
সেই ভয়ানক দিনগুলো আবারও মনে পড়ে যায়।
১৫ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:৫১
315697
আবু আশফাক লিখেছেন : একদিন নয়, তিন মাস। আসলেই ভয়ানক সেই দিনগুলো।
379414
০৩ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : টাকা দিয়ে আর পরিদর্শন এর কি দরকার!!!
এক মোটরসাইকেলে তিনজন চড়েছিলেন। ভাগ্যভাল আপনার বিরুদ্ধে ট্রাফিক আইন এর আরেকটা মামলা দেওয়া হয়নি।
১৫ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:৫২
315698
আবু আশফাক লিখেছেন : বাকি দুইজন ট্রাফিকদের বস কিনা!!
379416
০৩ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:০৫
জাকারিয়া কবির লিখেছেন : রাজাকারদের পক্ষে একটা পোস্ট দেন, তাহলে এবারেও বিনা টিকিটে ঘুরে আসতে পারবেন।
১৫ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:৫৩
315699
আবু আশফাক লিখেছেন : ঠিকই বলেছেন।
379421
০৩ নভেম্বর ২০১৬ রাত ১১:০৬
আফরা লিখেছেন : মামার বাড়ি যেতে আবার পয়সা লাগে নাকি মাত্র একদিনেই চলে আসলেন ভাইয়া আদর করে নাই মনে হয় !!
১৫ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:৫৪
315700
আবু আশফাক লিখেছেন : আফরা, একদিন থানায়। বাকি ৩ মাস একদম জামাই আদরে!!
379428
০৪ নভেম্বর ২০১৬ রাত ০১:০৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ অনেক ধন্যবাদ
১৫ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:৫৫
315701
আবু আশফাক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
379435
০৪ নভেম্বর ২০১৬ সকাল ০৫:৩৮
স্বপন২ লিখেছেন : অনেক দিন পর লেখা। ভালো লাগলো ।
১৫ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:৫৫
315702
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ
379447
০৪ নভেম্বর ২০১৬ দুপুর ০১:৪২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।


আপনি অনেক ভাগ্যবান বলতে হয়।



বিনা পয়সায়…।।
১৫ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:৫৬
315703
আবু আশফাক লিখেছেন : জ্বী। মাত্র তিন মাসেই ছাড়া পেয়েছিলাম।
381879
১৫ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০২:৪৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম,
মুহতারাম জামাই আদরে মোটরসাইকেলে শশুর বাড়িতে গেলেন, কিন্তু কি পরিমান গচ্ছা আর কতমাস লাগছে আপনার শারীরিক সুস্থতা ফিরে আসতে তা তো বললেন না!
আমি যতদূর জানি, ঐ শশুর বাড়ীতে কোন মানুষ থাকেনা, সেখানে মানুষ রুপী কিছু নেকড়ে থাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File