করোনাভাইরাস : থানকুনি ও চাকতিলা পাতার গুজব!
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৮ মার্চ, ২০২০, ১১:০০:৫২ সকাল
ফজরের সময় গ্রাম থেকে ভাবী সাহেবার ফোন-
:: তোমরাতো কিছু বললে না?
:: কি বলবো?
:: যারা ঢাকায় থাকে তারা সবাই বাড়ির লোকদের বলেছে চাকতিলার পাতা (এক ধরণের লতা) খেতে।
:: কেন?
:: চাকতিলার পাতা খেলে নাকি করোনাভাইরাসে ধরবে না!
:: তার চেয়ে ইন্ডিয়ানদের পদ্ধতি গ্রহণ করেন!
:: সেটা আবার কি?
:: গরুর মুত! ইন্ডিয়ানরা করোনা থেকে বাঁচতে নাকি গরুর মুত পান করছে!
ধুর!
গতরাতে থানকুনি পাতা আর চাকতিলার পাতা গুজবে দেশের গ্রামাঞ্চলগুলো নির্ঘুম রাত কাটিয়েছে।
একজন প্রসিদ্ধ পীর সাহেব স্বপ্ন দেখেছেন এমন গুজবের ওপর ভিত্তি করে তথ্য রটে, থানকুনি পাতা খেলে করোনাভাইরাস আর সংক্রমিত হবে না। মিলবে মুক্তি।
সেই গুজবে সাড়া দিয়ে রাতের আঁধারে থানকুনি পাতা সংগ্রহে নামেন গ্রামাঞ্চলের লোকেরা।
অনেকে ইতিমধ্যে চিবিয়ে খেয়েছেন সে পাতা। তারা বলছেন, পীরকে স্বপ্নে বলে দেয়া এই থানকুনি পাতাই করোনাভাইরাসের উত্তম প্রতিষেধক।
কখন যে কোন গুজব ছড়িয়ে পড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই।
সতর্ক থাকুন, এধরনের গুজব এড়িয়ে চলুন।
বি. দ্র : ছবিতে চাকতিলার পাতা। অন্য এলাকায় কি নাম, সেটা জানা নেই।
বিষয়: বিবিধ
৯৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন