কূটনীতির আড়ালে গুপ্তচরবৃত্তির অভিযোগে চিহ্নিত ভারতীয় ৮ কূটনীতিক
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৩ নভেম্বর, ২০১৬, ০২:৩৮:০১ দুপুর
Spy row: India recalls 8 officials from Pakistan
কূটনীতির আড়ালে গুপ্তচরবৃত্তির অভিযোগে চিহ্নিত ভারতীয় ৮ কূটনীতিক
কূটনীতির আড়ালে পাকিস্থানে অপকর্মে জড়িত ৮ গো মাতার সন্তানদের বহিস্কার করেছে পাকিস্থান। তাদের অপকর্ম প্রমান সহ প্রকাশ করেছে পাকিস্থান সরকার ।
অন্তত আটজন দূতাবাসকর্মী ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’ এবং ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি’র হয়ে কাজ করেছিল।
এর মধ্যে কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে কাজ করা রাজেশ কুমার অগ্নিহোত্রি হচ্ছে পাকিস্তানে র-এর স্টেশন চিফ। তার দায়িত্ব ছিল পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডরের কাজ বিঘ্নিত করা। এছাড়া, সাম্প্রদায়িক বিভেদ তৈরি করা এবং নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবানকে প্রয়োজন অনুসারে কাজে লাগানোর দায়িত্বও পালন করে ।”
“আরেকজন র-এর কর্মকর্তা অনুরাগ সিং, সরকারিভাবে তিনি ভারতীয় দূতাবাসে বাণিজ্য সচিব হিসেবে কাজ করছেন। সরাসরি অগ্নিহোত্রির অধীনে কাজ করছে। পাক-চীন বাণিজ্যের বিষয়ে বিতর্ক তৈরির কাজে জড়িত ছিলেন অনুরাগ। এছাড়া, গিলগিট-বালতিস্তানে অসন্তোষ ও বিক্ষোভ সৃষ্টির কাজেও জড়িত ছিল।”
“ভিসা অ্যাটাশে হিসেবে কাজ করা অমরদীপ সিং ভাট্টিও একজন র-এর কর্মকর্তা। তার প্রধান কাজ ছিল পাকিস্তানে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু, শিখ ও আহমাদি সম্প্রদায়ের মধ্যে সমস্যা তৈরি সৃষ্টি করা। একইভাবে র-এর কর্মকর্তা ধর্মেন্দ্র সোধি বেলুচিস্তানে বিক্ষুব্ধ লোকজনকে সংগঠিত করে পাক সরকারের বিরুদ্ধে কাজে লাগানোর দায়িত্ব পালন করে আসছিল। চিকিৎসা ভিসার নামে ভুয়া ভিসা দিয়ে বেলুচিস্তানের বিক্ষুব্ধ শীর্ষ পর্যায়ের লোকজনকে ভারতে নেয়ার ব্যবস্থা করত বলে অভিযোগ রয়েছে।”
“ভারতীয় হাই কমিশনের স্টাফ সদস্য হিসেবে বিজয় কুমার বর্ম র-এর হয়ে কাজ করে আসছে। তার জন্য টার্গেট এরিয়া ছিল আজাদ-কাশ্মির এবং তার প্রধান দায়িত্ব ছিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে প্রচারণা চালানো।”
মাধবন নন্দ কুমার নামে র-এর আরেক কর্মকর্তার নামও এসেছে পাক সরকারি তথ্যে যার প্রধান কাজ ছিল বেলুচিস্তানে গোলযোগ সৃষ্টি করা। এছাড়া, বর্তমানে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের মুখপাত্র হিসেবে কাজ করা বলবীর সিং বাস্তবে ভারতের গোয়েন্দা ব্যুরো বা আইবি’র কর্মকর্তা।
বলবীর কাজ করছিল সুরজিত সিংয়ের সঙ্গে; সুরজিতকে গত সপ্তাহে পাকিস্তান অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে এবং ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান থেকে চলে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেয়।
একইভাবে জয়াবালান সেনথিল নামে আরেক কর্মকর্তা ভারতীয় হাই কমিশনে ওয়েলফেয়ার অফিসার হিসেবে কাজ করছিল কিন্তু ছিল আইবি’র এজেন্ট এবং কূটনৈতিক মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত ।
The alleged Indian intelligence personnel, whose cover was blown in the media leak, are Rajesh Kumar Agnihotri (posted as commercial counsellor); Balbir Singh (posted as first secretary, press and culture); Anurag Singh (working as first secretary, commercial), Amardeep Singh Bhatti (visa attache); Dharmedra, Vijay Kumar Verma and Madhavan Nanda Kumar (visa assistants); and Jayabalan Senthil (assistant, personnel welfare office). The media leak claimed that the officials were working either for RAW or for the Indian Intelligence Bureau.
কূটনীতির আড়ালে পাকিস্থানে অপকর্মে জড়িত ৮ গো মাতার সন্তানদের বহিস্কার করেছে পাকিস্থান। তাদের অপকর্ম প্রমান সহ প্রকাশ করেছে পাকিস্থান সরকার।
প্রমান সহ ধরা পড়ার পর পাকিস্তান থেকে ৮ জনকে ফেরত নিচ্ছে ভারত।
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন