তিস্তার জল বিষয়ক অন্তমিল : দেখি কার ক্ষমতা বেশি?????
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৩ এপ্রিল, ২০১৭, ০৬:২২:০৫ সন্ধ্যা
১.
পাইনি এক ফোঁটাও তিস্তার জল
পেয়েছি আশ্বাস!
জলেতে ভাসে আঁখি ছল ছল
অ-তে অপু বিশ্বাস!!!
২.
ব্যানার্জী মমতা,
মোদির চেয়ে বেশি যার ক্ষমতা!
দেব না কো জল
আদায় করার কার সাধ্য বল?
৩.
ভাইরে! এই ঘটনা হল
আজকে প্রমাণ
ইন্ডিয়া ও বাংলাদেশ ফারাক
জমিন ও আসমান।
********
বিষয়: বিবিধ
১১৬০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তিস্তা যদি মমতা দেয়ও তাহলে সেটা তার জন্য ইগোহানীকর হবে এবং কলিকাতা বাসীর জন্যও। আমরা যতই দাদাবাবুদের গুনকীর্তন করি না কেন তারা সবসময়ই আমাদেরকে বন্চিত করতে আগ্রহী । ওরা আমাদেরকে ঈর্ষা করে। কারণ আমরা যা করে দেখিয়েছি সেটা তারা কখনই পারবে না ।
মন্তব্য করতে লগইন করুন