প্রস্তুত হও সেদিনের তরে

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২১:১৫ দুপুর

উজির-নাজির, হোমরা-চোমরা মনোযোগ দিয়ে শোন,

মুখে যা আসে বললেই হবে? লাগাম নেই কোন?

একদা তুমি বলেছিলে,'যখন আজান হয়,

আমার মাইক বন্ধ কেন? এইটা তো ঠিক নয়।'

.

বলেছিলি তুই,' তসবিহ, টুপি, ইবাদত গৃহের চেয়ে,

বিনোদন স্থান শ্রেষ্ঠ অতি প্রেম আসে যেথা ধেয়ে।'

তখন যদি তোর কথার হইত সঠিক বিচার,

তবে আজ তুই করতিস-না এই জঘন্য অনাচার।

.

কিসের জোরে এই আস্ফালন?বুঝি সব মোরা সব বুঝি,

এমন দিনও আসবে তোমার পথ পাবে না আর খুঁজি।

আল্লাহর আইন, রসূলের মান, মুকুট মোদের মাথার ,

সেইখানে তুই আঘাত করলি? হয়ে যাবি ছারখার।

.

মানিস না তুই আল্লাহ-রসূল, মানিস না কোন বিধান!

মুসলিম ঘরে জন্ম নিয়ে তুই নামেই মুসলমান!?

শুনে রাখ তুই প্রভুর বিচারে নিস্তার পাবি নারে,

যদি না এখনও সঠিক পথে না আসিস তুই ফিরে।

.

সুশীল সমাজ, বিচারপতি তোমরা কি আজ শোন না?

দেখতে কি পাও? কিভাবে হচ্ছে ধর্মের অবমাননা?

আজ যদি তোমরা না কর এর সঠিক বিচার!

হিসাবের দিনে তোমাদের ঘাড়েও আসবে এসব ভার।

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ৪৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270167
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৯
ফেরারী মন লিখেছেন : সুন্দর লিখেছেন ভালো লাগলো। মুসলমান হয়েও যারা অমুসলিমের মত কথা বলে তাদের আল্লাহ হেদায়েত দিক। নিশ্চয় আল্লাহ এর বিচার করবে।
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৯
214162
ফাতিমা মারিয়াম লিখেছেন : নিশ্চয়ইPraying
270168
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩০
বিদ্রোহী কবি লিখেছেন : দারুন হয়েছে, চালিয়ে যান, সাথে আছি
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
214164
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনি বিদ্রোহী কবি, আমরা তো আপনার সাথে থাকব....উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ জানবেন।
270170
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৭
মামুন লিখেছেন : অপুর্ব লিখেছেন বোন!
প্রতিটি পরতে পরতে ছন্দের সাথে ধিকৃত পাপাচারীর বিরুদ্ধে হৃদয়ের যাতনা মিশ্রিত অনুভূতি বের হয়ে এসেছে। খুব ভালো লাগল।
ইনশা আল্লাহ, এই লোকের বিচার এই বাংলার মাটিতেই আল্লাহপাক আমাদেরকে দেখাবেন।
অপেক্ষা করুন।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Good Luck Good Luck
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৭
214213
ফাতিমা মারিয়াম লিখেছেন : ইনশাআল্লাহ অপেক্ষায় আছিPraying
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩২
214226
মামুন লিখেছেন : বিচারের প্রথম ধাপ কি দেখতে পেলেন বোন?
মন্ত্রীসভা থেকে এই কুলাঙ্গারকে অপসারণ করা হয়েছে।
আল্লাহপাকের কাছে হাজার শোকর।
আল্লাহু আকবর।Good Luck
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৫
214227
ফাতিমা মারিয়াম লিখেছেন : আই ওয়াশ!!!
270174
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৪
উম্মে আদনান লিখেছেন : এসব কুলাঙ্গারদের রুখে দাড়ানো প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। আসুন! ঈমানের দাবিদার প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে সর্বোচ্চ প্রতিবাদ করি।
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৮
214214
ফাতিমা মারিয়াম লিখেছেন : ঠিক বলেছেনHappy
270184
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৮
আবু আশফাক লিখেছেন : ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ হজ নিয়ে কটূক্তিকারী, প্রাণের চেয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাচ্ছিল্যকারী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণকে ডাকাত আখ্যায়িতকারী মুরতাদ লফিফের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করা মুসলমান হিসেবে আপনার আমার ঈমানি দায়িত্ব। আসুন! রুখে দাড়াই।
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৮
214215
ফাতিমা মারিয়াম লিখেছেন : আই ওয়াশ শুরূ হয়ে গেছে..Worried
270193
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১১
কাহাফ লিখেছেন :


আমাদের ঈমানী কমজোরীর সুযোগ পেয়েই এসব কুলাংগার নাস্তিক রা আজ আস্ফালন দেখাচ্ছে।
শরয়ী হুকুমাতের প্রয়োজন নেই ওকে হত্যা করতে,যে কেউ এ কাজ করলে সওয়াব পাবে।
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৯
214216
ফাতিমা মারিয়াম লিখেছেন : দেখা যাক পানি কতদূর যায়।
270214
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১০
214217
ফাতিমা মারিয়াম লিখেছেন : কোন বিষয়টা ভালো লাগলো?
270225
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৯
আফরা লিখেছেন : অনেক ভাল লিখেছেন আপু ।মুসলমানদের সেই ঈমানী চেতনা কি আছে !
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১১
214218
ফাতিমা মারিয়াম লিখেছেন : সেই ঈমানী চেতনাই তো আমরা এখন চাই। কিন্তু মুসলিমদের ঐক্যের বড় অভাব!!!
270324
০১ অক্টোবর ২০১৪ রাত ১২:১৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

স্মরণ করিয়ে দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ . .


রাতে শোয়ার সময় প্রস্তুতির কথা ভেবে হয়রাণ হই,

কিন্তু পরের দিনে আর ঠিক থাকেনা রাতের সংকল্পগুলো-
এভাবেই সময় শেষ হতে চললো-

ভরসা শুধু "সা্ইয়্যেদুল ইস্তিগফার"
কিন্তু শেষ রাতটিতে ভুলে যাওয়ার ভয়ে আতঙ্কে আছি


০১ অক্টোবর ২০১৪ সকাল ১০:০০
214384
ফাতিমা মারিয়াম লিখেছেন : Praying Praying Praying
১০
270330
০১ অক্টোবর ২০১৪ রাত ১২:২৪
পবিত্র লিখেছেন : অসাধারণ! MOney Eyes খুব খুব ভালো লাগলো কবিতাখানি! Angel MOney Eyes
০১ অক্টোবর ২০১৪ সকাল ১০:০০
214385
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদHappy
০১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৭
214407
ইমরান ভাই লিখেছেন :
০২ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৫
214724
ফাতিমা মারিয়াম লিখেছেন : ইমরান ভাই এই ফুল গাছটা কি ঘুমায় না হাই তোলে? It Wasn't Me!
১১
270367
০১ অক্টোবর ২০১৪ রাত ০২:৪০
সাদিয়া মুকিম লিখেছেন : সুন্দর ছন্দের তালে কড়ুন সমাজের বাস্তব প্রতিচ্ছবি তুল ধরেছেন! জাযাকিল্লাহু খাইর Good Luck Love Struck Praying Rose
০১ অক্টোবর ২০১৪ সকাল ১০:০০
214387
ফাতিমা মারিয়াম লিখেছেন : বারাকাল্লাহু ফীকHappy Praying
১২
270390
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৩৬
শেখের পোলা লিখেছেন : হাশর, বিচার, জা্ন্নাত, জাহান্নাম কি এরা জানেওনা মানেওনাা৷ এরা অন্য জীব৷
০১ অক্টোবর ২০১৪ সকাল ১০:০১
214391
ফাতিমা মারিয়াম লিখেছেন : তারা তাদের বক্তব্যের জন্য অনুত্প্তও হয়না।
১৩
270393
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৪১
০১ অক্টোবর ২০১৪ সকাল ১০:০২
214392
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ আপাHappy
১৪
270448
০১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৫
ইমরান ভাই লিখেছেন :

আপাজি, দারুন কবিতা হইছে, আমার একটা প্রশ্ন: লতিফফ্যা আর ইবোলা ভাইরাসের মাঝে কি কোন পার্থক্য আছে?? মাথায় আসতেছেনা
০২ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৬
214725
ফাতিমা মারিয়াম লিখেছেন : মাথায় আসলে আমারে জানাইয়েনSmug
১৫
270461
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এড়াই হলেন সুশিল!!!
মানুষের মনে যারা কষ্ট দিয়ে আনন্দ পায়।
০২ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৬
214726
ফাতিমা মারিয়াম লিখেছেন : আল্লাহর পাকড়াও বড়ই কঠিনHappy
১৬
270475
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : মানিস না তুই আল্লাহ-রসূল, মানিস না কোন বিধান!

মুসলিম ঘরে জন্ম নিয়ে তুই নামেই মুসলমান!?

শুনে রাখ তুই প্রভুর বিচারে নিস্তার পাবি নারে,

যদি না এখনও সঠিক পথে না আসিস তুই ফিরে।---
খুব খুব ভাল লেগেছে। আরো আরো লিখা চাই।
ধন্যবাদ
০২ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৭
214727
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদHappy
১৭
270619
০১ অক্টোবর ২০১৪ রাত ১০:০৬
বিন হারুন লিখেছেন : খুব ভাল লাগল. ওরা এতোদিন মুনাফিক ছিল. এখন স্বঘোষিত কাফের. তার মনের অবস্থান বুঝতে পেরে ভাল লাগল. কারন কাফেরের চেয়ে মুনাফিক জঘন্য.
ধন্যবাদ আপনাকে অনেক অনেক
০২ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৯
214728
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
১৮
270661
০১ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৭
মোতাহারুল ইসলাম লিখেছেন : খুব ভালো লাগলো। ইন শা আল্লাহ সে দিন অচিরেই এদেশে আসবে, যেদিন ইসলাম বিদ্বেষীরা আজকের দম্ভের জন্য আফসোস করবে। শয়তানের পরিকল্পনা নিতান্তই দুর্বল।
০২ অক্টোবর ২০১৪ সকাল ১০:২০
214729
ফাতিমা মারিয়াম লিখেছেন : মোতাহার ভাই আপনাকে অনেক দিন পর দেখলাম। কেমন আছেন? খুব ব্যস্ত বুঝি???
০২ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৩
214835
মোতাহারুল ইসলাম লিখেছেন : পেশা গত কারণে আমার সব সময় নেট এর সংস্পর্শে থাকা সম্ভব হয় না। ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য।
০২ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৩
214836
মোতাহারুল ইসলাম লিখেছেন : পেশা গত কারণে আমার সব সময় নেট এর সংস্পর্শে থাকা সম্ভব হয় না। ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য।
১৯
270858
০২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৭
প্রবাসী মজুমদার লিখেছেন : অনুভুতি দিয়ে লিখা কবিতাটি খুব ভাল লেগেছে। ধন্যবাদ। ভাল লাগা রেখে গেলাম।
০২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৫
214908
ফাতিমা মারিয়াম লিখেছেন : উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ মজুমদার ভাইHappy
২০
272513
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৮
নোমান২৯ লিখেছেন :

ঝাঁটা মারি হেতের কপালে|
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
216720
ফাতিমা মারিয়াম লিখেছেন : Happy Happy Happy
২১
287910
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৭
আবু বকর সিদ্দিক লিখেছেন : চমৎকার......... Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up... ভালো লাগলো Happy Happy..... ধন্যবাদ Rose Rose
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৮
233653
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ রইলHappy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File