প্রস্তুত হও সেদিনের তরে
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২১:১৫ দুপুর
উজির-নাজির, হোমরা-চোমরা মনোযোগ দিয়ে শোন,
মুখে যা আসে বললেই হবে? লাগাম নেই কোন?
একদা তুমি বলেছিলে,'যখন আজান হয়,
আমার মাইক বন্ধ কেন? এইটা তো ঠিক নয়।'
.
বলেছিলি তুই,' তসবিহ, টুপি, ইবাদত গৃহের চেয়ে,
বিনোদন স্থান শ্রেষ্ঠ অতি প্রেম আসে যেথা ধেয়ে।'
তখন যদি তোর কথার হইত সঠিক বিচার,
তবে আজ তুই করতিস-না এই জঘন্য অনাচার।
.
কিসের জোরে এই আস্ফালন?বুঝি সব মোরা সব বুঝি,
এমন দিনও আসবে তোমার পথ পাবে না আর খুঁজি।
আল্লাহর আইন, রসূলের মান, মুকুট মোদের মাথার ,
সেইখানে তুই আঘাত করলি? হয়ে যাবি ছারখার।
.
মানিস না তুই আল্লাহ-রসূল, মানিস না কোন বিধান!
মুসলিম ঘরে জন্ম নিয়ে তুই নামেই মুসলমান!?
শুনে রাখ তুই প্রভুর বিচারে নিস্তার পাবি নারে,
যদি না এখনও সঠিক পথে না আসিস তুই ফিরে।
.
সুশীল সমাজ, বিচারপতি তোমরা কি আজ শোন না?
দেখতে কি পাও? কিভাবে হচ্ছে ধর্মের অবমাননা?
আজ যদি তোমরা না কর এর সঠিক বিচার!
হিসাবের দিনে তোমাদের ঘাড়েও আসবে এসব ভার।
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ৪৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রতিটি পরতে পরতে ছন্দের সাথে ধিকৃত পাপাচারীর বিরুদ্ধে হৃদয়ের যাতনা মিশ্রিত অনুভূতি বের হয়ে এসেছে। খুব ভালো লাগল।
ইনশা আল্লাহ, এই লোকের বিচার এই বাংলার মাটিতেই আল্লাহপাক আমাদেরকে দেখাবেন।
অপেক্ষা করুন।
জাজাকাল্লাহু খাইর।
মন্ত্রীসভা থেকে এই কুলাঙ্গারকে অপসারণ করা হয়েছে।
আল্লাহপাকের কাছে হাজার শোকর।
আল্লাহু আকবর।
আমাদের ঈমানী কমজোরীর সুযোগ পেয়েই এসব কুলাংগার নাস্তিক রা আজ আস্ফালন দেখাচ্ছে।
শরয়ী হুকুমাতের প্রয়োজন নেই ওকে হত্যা করতে,যে কেউ এ কাজ করলে সওয়াব পাবে।
স্মরণ করিয়ে দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ . .
রাতে শোয়ার সময় প্রস্তুতির কথা ভেবে হয়রাণ হই,
কিন্তু পরের দিনে আর ঠিক থাকেনা রাতের সংকল্পগুলো-
এভাবেই সময় শেষ হতে চললো-
ভরসা শুধু "সা্ইয়্যেদুল ইস্তিগফার"
কিন্তু শেষ রাতটিতে ভুলে যাওয়ার ভয়ে আতঙ্কে আছি
মানুষের মনে যারা কষ্ট দিয়ে আনন্দ পায়।
মুসলিম ঘরে জন্ম নিয়ে তুই নামেই মুসলমান!?
শুনে রাখ তুই প্রভুর বিচারে নিস্তার পাবি নারে,
যদি না এখনও সঠিক পথে না আসিস তুই ফিরে।---
খুব খুব ভাল লেগেছে। আরো আরো লিখা চাই।
ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে অনেক অনেক
ঝাঁটা মারি হেতের কপালে|
মন্তব্য করতে লগইন করুন