একজন মুসলমান হিসেবে কিছু কথা, কিছু ব্যথা

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৫০:৪৪ সকাল

অক্ষম ক্রোধে আমার হাত নিশপিশ করছে। শুধু সুস্পষ্ট কুফরী বক্তব্য নয়, বিশ্বের শতাধিক কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত করেছে সে।

দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার মন্ত্রীকে কে দিয়েছে?

বক্তব্যটি পড়ুন। এত জঘন্য কথা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মন্ত্রী বলতে পারেন? হাউ ইট পসিবল?

পবিত্র হজ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “আমি কিন্তু হজ আর তাবলীগ জামাতের ঘোরতর বিরোধি। আমি জামায়াতে ইসলামীর বিরোধি। তার চেয়েও হজ ও তাবলীগ জামাতের বেশি বিরোধি। তিনি বলেন, এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোন কাম নাই। এদেও কোন প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। মন্ত্রি বলেন, এভারেজে যদি বাংলাদেশ থেকে ১ লাখ লোক হজে যায় প্রত্যেকের ৫ হাজার টাকা করে ৫‘শ কোটি টাকা খরচ হয়। তিনি হজের শুরু প্রসঙ্গে বলেন, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কিভাবে চলবে। তারাতো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারিরা প্রতিবছর একবার একসাথে মিলিত হবে। এরমধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে। ” (নাউজুবিল্লাহ মিন জালিক)।

আল্লাহর কসম, আমার নিজের ভাই কিংবা বাবাও যদি এমন কথা বলতো আমি সর্বশক্তি দিয়ে তাকে আঘাত করতাম। কখনো ক্ষমা করতামনা।

কুলাঙ্গার কাফেরের বক্তব্যের ভিডিও টি শুনলাম মনোযোগ দিয়ে।

আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম -যখন বেয়াদবটা হজ্জ্ব নিয়ে বিদ্রুপ করলো, রাসূল (সা) কে অবমাননা করলো তখন সমাবেশ এ উপস্থিত কোনো আওয়ামীলীগ সমর্থক প্রতিবাদ দূরের কথা, টুঁ শব্দটি পর্যন্ত করল না।

কিন্তু জয়কে নিয়ে উক্তি করার পরপরই সমাবেশে শোরগোল পড়ে গেল। প্রতিবাদ হলো।


আওয়ামী লীগ নিয়ে এরপর কি আর নতুন করে কিছু বলার আছে? বুঝে নিন এ দলটি কাদের প্রতিনিধিত্ব করে, এর সমর্থক কারা?

http://www.youtube.com/watch?v=DdKF0cAvf-w ইউটিউব এর এ লিংকে ভিডিওতে দেখা যাবে।

http://www.youtube.com/watch?v=DdKF0cAvf-w

তবে হজ্ব ও রাসূল(সা) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণে ঢাকা পড়ে গেছে তার আরেকটি অপকর্ম। সেটি হচ্ছে চাঁদাবাজি। কত বড় বেহায়া আর নির্লজ্জ্ব হলে চাঁদাবাজি নিয়ে গর্ব করতে পারে কেউ?



মন্ত্রি বলেন , ওয়ান এলিভেন এর পর আমি যাদের কাছে ৪ লাখ টাকা চাঁদা চেয়েছিলাম। ১ লাখ পেয়েছি। তাদের কোন তদবিরে আমি এখন রা করিনা।


এদিকে পল্টিবাজ এরশাদের চেয়ে কাদের সিদ্দিকী কম পল্টিবাজ নয়। এক সময়ের দুর্ধর্ষ ডাকাত সর্দার (কাদেরিয়া বাহিনীর প্রধান) তার আগের নেত্রীকে ইদানীং তেল মারা শুরু করছে।

কিন্তু অবাক লাগছে- এবার এ শু ..বাচ্চা তার ভাই লতিফ সিদ্দিকীর সাফাইও গাইতেছে। বলে, ''লতিফ লেখাপড়া জানা মানুষ, বিবেকের দ্বারা চলেন। উনি এমন কথা বলতে পারেন না। বাংলা ভাষায় দাঁড়ি, কমা, সেমিকোলনেও অর্থ পাল্টে যেতে পারে। এ রকম কিছু হয়ে থাকতে পারে। তবে তার বক্তব্যের ভিডিও বিভিন্ন গণমাধ্যমে এসেছে জানালে তিনি বলেন, পরে ভিডিও দেখে এ বিষয়ে বলব।''

- লতিফ সিদ্দিকী দেশে নাই। রুখে দাঁড়াও জনতা। এ বদমাঈশকে যেন দেশে ঢুকতে দেয়া না হয়।

-তার সাফাই গাওয়া দালাল কাদের সিদ্দিকী দেশে আছে। তাকে লাত্থি মেরে দেশ হতে বের করে দেয়া হোক।

আমি আমার লেখায় এ কুলাঙ্গারকে কাফের বলেছি এবং দায়িত্ব নিয়ে বলছি এটি শতভাগ সঠিক তার ক্ষেত্রে। অামি শু--র বাচ্চা, কুলাঙ্গার এসব শব্দ ও উল্লেখ করেছি। কেউ যদি ইসলামের দোহাই নিয়ে দাবি করেন-এসব ইসলামসম্মত নয়,তাহলে আমি বলবো-আপনি ইসলাম বুঝেন না। এক্সট্রিম পরিস্থিতিতে পবিত্র কুরআনেই এর অনুমোদন দেওয়া আছে।

রাসুলের অপমানে যদি

কাঁদেনা তোর মন,

মুসলিম নয় মোনাফেক তুই,

রাসুলের দুশমন।


→ কাজী নজরুল ইসলাম।.

বিষয়: বিবিধ

১৩০৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270160
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
270172
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫০
আবু আশফাক লিখেছেন : ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ হজ নিয়ে কটূক্তিকারী, প্রাণের চেয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাচ্ছিল্যকারী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণকে ডাকাত আখ্যায়িতকারী মুরতাদ লফিফের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করা মুসলমান হিসেবে আপনার আমার ঈমানি দায়িত্ব।
270177
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৫
উম্মে আদনান লিখেছেন : এসব কুলাঙ্গারদের রুখে দাড়ানো প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। আসুন! ঈমানের দাবিদার প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে সর্বোচ্চ প্রতিবাদ করি।
270181
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৭
মামুন লিখেছেন : যখন বেয়াদবটা হজ্জ্ব নিয়ে বিদ্রুপ করলো, রাসূল (সা) কে অবমাননা করলো তখন সমাবেশ এ উপস্থিত কোনো আওয়ামীলীগ সমর্থক প্রতিবাদ দূরের কথা, টুঁ শব্দটি পর্যন্ত করল না।

কিন্তু জয়কে নিয়ে উক্তি করার পরপরই সমাবেশে শোরগোল পড়ে গেল। প্রতিবাদ হলো। - খুবই দুঃখ পেলাম।
আপনাকে ধন্যবাদ সুন্দরভাবে বিষয়টি আমাদের সামনে তুলে ধরার জন্য।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose
270196
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৪
কাহাফ লিখেছেন :



এই শুয়োরের বাচ্চা বেজইন্মা কুলাংগার কে হত্যা করতে শরয়ী রাষ্ট্রের প্রয়োজন নেই,যে কেউ এই মুরতাদের শাস্তি কার্যকর করতে পারে।
270197
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৫
ফেরারী মন লিখেছেন : বলার কিছু নেই। মুসলমান নামধারী এসব শয়তানগুলো চালাচ্ছে দেশ। আমরাও ঘুমিয়ে। হাতে গোনা দুই একজন সোচ্চার হলেও বাকি সব ঘুমিয়ে। থাক বাবা তোরা ঘুমিয়েই থাক।
270202
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪২
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : মুরতাদ মুরাদ সিদ্দিকিকে লালন পালন করছে বাংলার কুলাঙ্গার বাহিনীর প্রধান শেখ হাছিনা। এই নষ্ট মহিলাকে দেশ থেকে তাড়ালে অনেক মুরতাদ লেজ গুটিয়ে পালাবে । সুতরাং প্রথমে ওকে তাড়াতে হবে ।
270231
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৪
নেহায়েৎ লিখেছেন : এদের বিচার করার দায়িত্ব দেশের সরকারের। এটা রাষ্ট্রের দায়ভার। আমরা প্রতিবাদ জানাই। ঘৃণা জানাই এমন কর্মকান্ডের। সকল মুসলমানের উচিত প্রতিবাদ জানানো।
270308
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বলার কিছু নাই।
এই অমানুষ এর বিচার চাই।
১০
270391
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৩৮
শেখের পোলা লিখেছেন : ৯০ ভাগ মুসলীমের দেশের এরাই পরিচালক৷ দুঃখ করে কি হবে? বিচার করবে কে?
১১
270428
০১ অক্টোবর ২০১৪ সকাল ১০:১০
ফাতিমা মারিয়াম লিখেছেন : একদফা আইওয়াশ হয়ে গেছে। এখন বাকীটার অপেক্ষায় আমরা আমজনতা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File