প্রগতি,মুক্তমনা,চেতনা-১

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৫০:৩১ সকাল

আমি দিনের আলোয় খুঁজতে খুঁজতে প্রগতির পথ, হয়ে পরে রাত

রাতের বুক চিরে করি এফোড় ওফোড়, কবে যেন, ফের ফিরে প্রভাত।

আমি আকাশের সফেদ বিশালতায় খুঁজে ফিরি মুক্তমনার মুখচ্ছবি

হাতরায় শব্দ ভান্ডার মেলে, ফররুক, নজরুল,আলমাহমুদ আর রবি।

চেতনার মানে খুজি,বায়ান্ন, একাত্তর, লাল সবুজের পতাকা,সন্ধা বেলা

জানলাম প্রগতি মানেই ভন্ড, মুক্তমনায় নষ্টামি,সব চেতনার ফেরিওয়ালা।

এখন প্রগতি মানেই হলো, জমির চাচার ছলনায় পরে সম্ভ্রম বিকে দেওয়া,

এখন মুক্তমনার অর্থ, মিছিলের মাঝে দলিত মথিত সব লুঠে পুঠে নেওয়া।

এখন প্রগতি মানেই হলো, ক্ষনিক নেশায় সব হারিয়ে চিৎকার আহাজারী

এখন মুক্তমনার অর্থ, এখানে ওখানে সস্তা বাজার ব্যাভিচারের মহামারী।

এখন মুক্ত মুক্তমনার অর্থই যেন, জাফ্রিকবাল পরিমলদের নষ্ট মুক্তবাজার

এখন চেতনা মানেই সদাই বেচা , আর বিশ্বজিতের মা মা চিৎকার।

বিষয়: সাহিত্য

১০৫০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270198
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৭
ফেরারী মন লিখেছেন : সেদিন কে যেন লিখেছিল মুক্তমনাদের বউ হতে হবে অমুক্তমনা কারণ ঘরে শান্তি রাখতে হলে মুক্তমনা বউ হলে চলে না। তাহলে এই যদি মুক্তমনাদের অবস্থান তাহলে বুঝুন মুক্তমনা আসলে কি জিনিস।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File