ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৮ মে, ২০১৪, ০৪:৩৬:০৮ বিকাল
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙর
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং,
বৃষ্টি পেয়ে আনন্দে আজ
নাচছে কোলাব্যাঙ।
.
তাইনা দেখে ঘাসফড়িংও
লম্ফ দিয়ে নাচে,
কচি সবুজ পাতা নাচছে
ঝিরঝিরিয়ে গাছে।
.
ব্যাঙ নাচে, ফড়িং নাচে,
নাচে গাছের পাতা,
দুষ্টু শিশুর দল নাচে ঐ
মাথায় কচুপাতার ছাতা।
.
দীঘির জলে শাপলা নাচে
এদিক ওদিক হেলে,
দমকা হাওয়া নাচন উঠায়
পুকুর খালে বিলে।
.
ময়ূর নাচে রুম ঝুমা ঝুম
দেখ রঙের বাহার,
আকাশে আজ জমেছে মেঘ
তাইত খুশী তাহার।
.
নাচে নাচে সবাই নাচে
মনের আনন্দে,
তাতা থৈথৈ তাতা থৈথৈ
মিষ্টি মধুর ছন্দে।
বিষয়: বিবিধ
১৬৩৬ বার পঠিত, ৫৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাচছে কোলা বেঙ,
যেইনা আমি দেখতে গেলাম,
মারলে আমায় ল্যাং৷
কোন ব্যাঙ ল্যাং মেরেছে
আমার ভালো ভাইটিকে,
ছোট্ট ব্যাঙ ভেবেছে কি?
এত্ত সাহস দিলো কে???
ডাকছে কোলাব্যাঙ
সবাই নাচে তাই না দেখে নাচন দিল আপা ,
কি বোর্ডে আংগুলের নাচনে বের হল ছড়াটা।
ওয়াআলাইকুম আসসালাম।
সিকদার ভাই লিখে দিলো
চমৎকার দুই লাইন,
পড়ে বললাম আমি,
'বেশ হয়েছে, ফাইন।'
ছন্দে ছন্দে ছড়াটা পড়ে
মনটাও আমার নাচে।
তীক্ষ্ণ পর্যবেক্ষণ এর জন্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও এমন ভাবে উৎসাহিত করবেন। ধন্যবাদ।
জসিম উদ্দিনের নাতনির বড়ভাই আপনাকে ধন্যবাদ দিলাম
অনেক ধন্যবাদ চমত্কার ছন্দের জন্য।
দেখ রঙের বাহার,
আকাশে আজ জমেছে মেঘ
তাইত খুশী তাহার।
অনেক শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন