একটি উদাহরণ ও তার বাস্তবতা
লিখেছেন লিখেছেন ফয়সাল ০৮ মে, ২০১৪, ০৩:২৮:১২ দুপুর
উদাহরণঃ-
কোন এক এলাকায় বিড়ালের অত্যাচারে ইঁদুরদের জীবন অতিষ্ট হয়ে পড়ে। সে অত্যাচার হতে নিস্তার পাওয়ার লক্ষ্যে ছোট-খাটো বহু কর্মসূচী প্রণয়ন করার পরও যখন ইঁদুরেরা ব্যর্থ। তখন- সর্বশেষ ও কঠোর আন্দোলনের মাধ্যমে বিড়ালের অত্যাচার হতে নিস্তার পাওয়ার উপায় খোঁজার উদ্দেশ্যে সেই এলাকার সকল ইঁদুর মহোদয়গণ একত্রিত হয়। অবশেষে তারা একটি চমৎকার উপায় খুঁজে পেল। যা হলো, “বিড়ালের গলায় একটি ঘন্টা বেঁধে দেয়া হবে। যার ফলে বিড়াল আগমনের পূর্বেই তারা টের পেয়ে যাবে”। এর ফলে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারবে।
সকল কিছু ঠিক-ঠাক। এবার কর্মসূচী প্রণয়নের পালা। কিন্তু সমস্যায় পড়ো ঠিক তখন। কারণ, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?
তখন একে অপরের নাম প্রস্তাব করলো। কিন্তু কেউ সাহস করে ঘন্টা বাঁধতে গেলনা। অবশেষে তাদের আন্দোলন তো বিফলে গেলই এবং বিড়ালের অত্যাচারও মুখ বুঝে সহ্য করে গেল।
বাস্তবতাঃ-
কোন এক দেশে আ'লীগ নামক একটি দলের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা ক্ষমতা ছাড়তে অস্বীকার করে। তখন বিএনপি নামক দলটি আ'লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য ছোট-খাটো বহু আন্দোলন করেও যখন আ'লীগকে ক্ষমতা থেকে নামাতে পারলনা। তখন সর্বশেষ আন্দোলন হিসেবে তারা “মার্চ ফ্রম ডেমোক্রেসি” নামক আন্দোলনের ডাক দেয়। সব কিছু ঠিক-ঠাক। এবার কর্মসূচী বাস্তবায়নের পালা। কিন্তু সমস্যায় পড়ো ঠিক তখন। কারণ, আন্দোলন সফল করার জন্য সর্ব প্রথম মাঠে নামবে কে?
তখন একে অপরের আসায় বসে থাকলো। কিন্তু কেউ সাহস করে মাঠে নামলনা। অবশেষে তাদেরও ইঁদুরের অবস্থা হলো।
বিষয়: বিবিধ
১৩৮৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক সুন্দর হয়েছে ... আপনার কাছ থেকে এমন পোষ্ট বেশী বেশী আশা করি ।
দোয়া করবেন।
এখন আবার উঁকি ঝুঁকি দিতে শুরু করেছে ।
খুব শীঘ্রই আবার দাবড়ানী খাবে ।
"সবই আঁতাতের খেলা। দুই সন্তান যেন থাকে নিরাপদ, তাই বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে পারছিনা।"
আপনার কি মনে হয়?
মন্তব্য করতে লগইন করুন