ঘোষিত হলো কুরআন দ্বিবস, অটুট হলো সাম্প্রদায়ীক সম্প্রীতি।
লিখেছেন লিখেছেন ফয়সাল ১১ মে, ২০১৪, ০৫:৪৮:৫৫ বিকাল
সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষার্থে কলকাতার হিন্দু সম্প্রদায়গণ মুসলমানদের সাম্প্রদায়ীক গ্রন্থ তথা আল-কুরআন বাজেয়াপ্ত করার উদ্দেগ গ্রহণ করেন। অতঃপর সে উদ্দেগ বাস্তবায়ন করার লক্ষ্যে কালকাতার হাইকোর্ট ১৯৯৫সনের ১১মে কুরআন বাজেয়াপ্ত করার পক্ষে রায় দেয়। কিন্তু বাংলাদেশের কত গুলো যুবক এ সাম্প্রদায়ীক সম্প্রীতি মেনে নিতে পারেনি। তারা সে রায়ের বিরোদ্ধে প্রতিবাদ জানায়। প্রতিবাদের অংশ হিসেবে তারা বাংলার প্রতিটি রাজপথে মিছিল বের করে। এতে সাম্প্রদায়ীক সম্প্রীতি আরো ব্যাপক ভাবে নষ্ট হওয়ার আভাস পান ম্যাজিষ্ট্রেট ওয়াহিদজ্জামান। তাই তিনি তঁাঁর অনুগত পুলিশ বাহিনিকে তাদের উপর গুলি চালানোর নির্দেশ দেন। সেই গুলির সামনে বুক পেতে দিয়ে “শীষ মোহাম্মদ” সহ ৮জন কুরআন প্রেমিক শাহাদাত বরণ করেন। এবং এর মাধ্যমে সাম্প্রদায়ীক সম্প্রীতি আরো দৃঢ় ভাবে অটুট হয়।
আর তার পর থেকে এই দিন (১১মে) কুরআন প্রেমিকরা কুরআন দিবস হিসেবে পালন করে আসছে।
বিষয়: বিবিধ
১৪৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন