শ্রেষ্ঠ অর্জনের দিনে এ কেমন ট্র্যাজেডি!
লিখেছেন লিখেছেন নানা ভাই ১১ মে, ২০১৪, ০৫:০৪:৪৪ বিকাল
জীবনের শ্রেষ্ঠ অর্জনের দিনটা ট্র্যাজেডি হয়ে গেল নন্দিত অভিনেতা খলিলের জীবনে। গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গ্রহণ করেছেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২’ এর আজীবন সম্মাননা।
আর সন্ধ্যায় বাসায় ফিরে দেখতে হলো ছেলের মরদেহ। প্রধানমন্ত্রীর কাছ থেকে অভিনেতা খলিল যখন আজীবন সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন, তখন মোহাম্মদপুরের নিজ অফিসে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার বড় ছেলে আল আমিন তারেক খান।
গতকালই প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন, অভিনেতা খলিলের চিকিৎসা ব্যয়ভার গ্রহণ করবে সরকার। সন্ধ্যায় বড় ছেলের মরদেহ দেখে ভেঙে পড়েছেন খলিল। শনিবার রাতে বারডেম হিমাগারে রাখা হয় তার মরদেহ। পরে রোববার বাদ যোহর নামাজে জানাজার পর মোহাম্মদপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
খলিলের বড় ছেলে আল আমিন তারেক খান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজম্যান্ট-এ অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। মৃত্যুকালে আল আমিনের বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি এক মেয়ে এক ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন। খলিলের পাঁচ ছেলে ও তিন মেয়ে। ছোট ছেলে বাবু ১৯৯৩ সালে ইন্তেকাল করেছেন।
Click this link
বিষয়: বিবিধ
১২৬৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ খলিল সাহেবকে তার সন্তান হারানেরা বেদনাকে উপশমিত করুন। এবং তাকে মাফ করুন
"জীবন চলার পথ" দেখতে ছিলাম। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন।
মন্তব্য করতে লগইন করুন