জাতিগত শত্রুতা সবচেয়ে বড় শত্রুতা। জাতি এগিয়ে যাওয়া ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ সৃষ্টি করতে বাধ্য....
লিখেছেন লিখেছেন ফয়সাল ১৩ মে, ২০১৪, ০৫:৩৩:৩৬ বিকাল
আপনার আম্মু যেমন আপনার খুব কাছের তেমনি আপনার আব্বুও।
যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার আম্মু ভাল, নাকি আব্বু। তখন আপনি অবশ্যই বলবেন উভয়ই ভাল।
আবার ধরুন আপনার আব্বু আর আম্মুর সাথে তুমুল ঝগড়া-জাটি হচ্ছে। তখন আপনি কার পক্ষাবলম্বন করবেন? আপনিকি চাইবেননা? উভয়কে সন্তুষ্ট রেখে একটা সমঝোতায় পৌঁছাতে।
কেননা উভয় যখন ভাল থাকবে তখন আপনার সংসারে শান্তি বিরাজমান থাকবে। অন্যায় যত অর্থ টাকা কড়ি থাক না কেন আপনার ফ্যামিলি কখনো শান্তির ছায়া দেখবেনা। তাই বলছি-
বাংলাদেশে ইসলামী দলগুলোর ক্ষেত্রে এ ধরনের সমঝোতার আশা করা যায় না কি?
আমরা ধর্মীয় রাজনীতি করার ক্ষেত্রে একই জাতির বা পরিবারের লোক। আমাদের মুরুব্বিদের মধ্যে যতই মতানৈক্য থাকনা কেন আমরা নিজেরা ঝগড়া-ঝাটির সাথে জড়িত না হয়ে জাতিগত বিভেদ বন্ধ করতে পারি।
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন