আল্লাহ তা‘আলা হলেন ন্যায়পরায়ণ..

লিখেছেন লিখেছেন ফয়সাল ৩০ নভেম্বর, ২০১৪, ০৫:০০:৫১ বিকাল



আল্লাহ তা‘আলা হলেন ন্যায়পরায়ণ ও দয়াবান, তিনি তাঁর বান্দাদের জন্য কুফরীকে পছন্দ করেন না; তাই তারা যখন কুফরী করা থেকে বিরত থাকবে, তখন তিনি তাদেরকে (তার প্রিয় বান্দা হিসেবে) গ্রহণ করে নিবেন এবং তাদেরকে ক্ষমা করে দিবেন; কেননা, তিনি হলেন ক্ষমাশীল ও দয়াবান। আল্লাহ তা‘আলা বলেন:

তুমি কাফিরদেরকে বলঃ তারা যদি অনাচার থেকে বিরত থাকে তাহলে তাদের পূর্বের অপরাধ যা হয়েছে তা আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু তারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তাহলে পূর্ববর্তীদের দৃষ্টান্ততো রয়েছেই। তোমরা সদা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দীন সম্পূর্ণ রূপে আল্লাহর জন্য হয়ে যায়। আর তারা যদি ফিতনা ও বিপর্যয় সৃষ্টি হতে বিরত থাকে তাহলে তারা কি করেছে তা আল্লাহই দেখবেন।

[সূরা আল-আনফাল, ৮: ৩৮ - ৩৯ ]

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289939
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৯
ফেরারী মন লিখেছেন : জাজাকআল্লাহ... অনেক ভালো লাগলো পড়ে
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
233732
ফয়সাল লিখেছেন : ধণ্যবাদ।।
289942
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৩
আফরা লিখেছেন : আল্লাহ আমাদের তার প্রিয় বান্দাদের মাঝে সামিল করে নিন । আমীন ।

জাজাকআল্লাহ খাইরান !
289976
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
ফয়সাল লিখেছেন : আমিন!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File