যদি বলা হয় “রগকাটা শিবির”
লিখেছেন লিখেছেন ফয়সাল ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:২৪:৪১ বিকাল
বিসমিল¬াহির রাহমানির রাহিম।
আপনাকে আপনার আব্বু বললেন- “তুমি অমুক জায়গায় গিয়ে দেখবে এই নামে একটি দোকান রয়েছে। সেই দোকানে দেখবে একজন দাড়িওয়ালা লোক বসে আছেন। তুমি তাকে আমার পক্ষ থেকে সালাম দিবে। তোমার পরিচয় দিয়ে আমি পাঠিয়েছি বলবে। এবং তাকে সম্মান করবে। কারণ তিনি আমার শ্রদ্ধেয় ব্যাক্তি।
আপনি যথারিতী সেই জায়গায় উপস্থিত হলেন। এবং সেই দোকান খুঁজে বের করলেন। অতঃপর পিতার আদেশ পালনের জন্য দোকানে ঢুকে দেখলেন দুই জন লোক আছেন দোকানের ভেতরে। এক জনের মুখে দাড়ি এবং অপর জনের দাড়ি নেই তিনি মানুষের দাড়ি কাটেন(অর্থাৎ সেলুন)। তাহলে আপনি আপনার পিতার শ্রদ্ধাভাজন ব্যাক্তি হিসেবে কাকে ধরে নিবেন?
উত্তরে অবশ্যই যিনি দাড়ি রেখেছেন তার কথা বলবেন?
যদি তাই হয়?
.........................
তাহলে যদি বলা হয় “রগকাটা শিবির”
তাহলে তার অর্থ কী দাড়াল?
১। শিবিরের ছেলেদের রগ কাটা?
২। শিবিরের ছেলেরা রগ কাটে?
কৈফিয়তঃ- আমার এই লিখা আবির্ভাবের মূল কারণ হলো- আজ সকাল বেলায় দেখলাম ফেসবুকে চ.....নাই’র একটা ছেলে স্ট্যাটাসের কিছু অংশ ছিল এই রকম “রগ কাটা শিবির কী ভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে?” তার প্রতিবাদ হিসেবে স্ট্যাটাসটি দিলাম। এতে কারো মনে ব্যাথা লাগলে ব্যাথা নিয়ে বসে থাকুন? কারো চিন্তার খোরাক হলে বসে চিন্তা করুন। আর কারো ভাল লাগলে লাইক না দিয়ে অপরকে পড়ানোর উদ্দেশ্যে শেয়ার করুন।
.. . ..md FaYsal
https://www.facebook.com/mdfaysalshotto
বিষয়: বিবিধ
১৭৮৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন