রিমঝিমঝিম বৃষ্টি পড়ে
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৮ এপ্রিল, ২০১৪, ০৭:৫২:৩৬ সন্ধ্যা
রিমঝিমঝিম বৃষ্টি পড়ে
মিষ্টি মধুর সুরে,
টুং টাং টাং নুপুর বাজে
সারা হৃদয় জুড়ে।
ছোট্ট খুকি হাত বাড়িয়ে
ছোঁয় বৃষ্টির পানি,
তাকধিনাধিন নেচে উঠে
কচি হৃদয়খানি।
.
তাকধিনাধিন তাকধিনাধিন
তাকধিনাধিন তা,
শীতল হাওয়া আয়রে আয়
গরম চলে যা।
অতিবৃষ্টি দিওনা
হে রহিম রহমান,
প্রভু তুমি কবুল কর
মোদের আহ্বান।
বিষয়: বিবিধ
১৩৮৯ বার পঠিত, ৫৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাকধিনাধিন তা,
শীতল হাওয়া আয়রে আয়
গরম চলে যা।
অতিবৃষ্টি দিওনা
হে রহিম রহমান,
প্রভু তুমি কবুল কর
মোদের আহ্বান।
এত সুন্দর লিখা
কেমনি কপি না করি ?
চমৎকার লিখলেন ছড়া
ফাতিমা মারিয়াম
...............
...............
তার পর আর পারতেছিনা।
কি যে বলেন ভাই
লজ্জা পেলাম।
[ মিলাতে পেরেছি কি??? ]
যেভাবেই হোক না মিলে গেল ছন্দ,
মিল আর অমিলে নেই কোন দ্বন্দ্ব
খুব খুব ভালো লাগলো
আপনার বৃষ্টির কবিতা...................।
মিষ্টি মধুর সুরে,
টুং টাং টাং নুপুর বাজে
সারা হৃদয় জুড়ে।
ছোট্ট খুকি হাত বাড়িয়ে
ছোঁয় বৃষ্টির পানি,
তাকধিনাধিন নেচে উঠে
কচি হৃদয়খানি।
.
তাকধিনাধিন তাকধিনাধিন
তাকধিনাধিন তা,
শীতল হাওয়া আয়রে আয়
গরম চলে যা।
অতিবৃষ্টি দিওনা
হে রহিম রহমান,
প্রভু তুমি কবুল কর
মোদের আহ্বান।
ভালো লাগল ছড়াখানি
জানাই ধন্যবাদ,
বৃষ্টি তুমি দাও গো রহিম
মাটি ফেটে কাঠ।
আমরা কতক পাপী বান্দা
করি ফরিয়াদ
গুনা যত আছে মোদের
করে দাও মাফ।
মন্তব্য করতে লগইন করুন