মধ্যপ্রাচ্যে কেমন আছি আমরা ( পর্ব -৫) জীবনের খেলাঘরে পরিশ্রমের সাথে খেলা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৮ এপ্রিল, ২০১৪, ০৮:০৪:৩৬ রাত
কিন্তু কেন জানি ৮ জনের মধ্যে কেউই কাজে যেতে রাজি নয় ,কারন হিসেবে বলেন যদি সে ও কাজ করিয়ে টাকা না দেয় ?আমি উনাদের বলেছিলাম সে দায়িত্ব আমার কাজ করেন টাকা পাবেন। কিন্তু না উনারা রাজি হলেন না। শাকিল ভাইয়ার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা ছিল তা শেষ করে উনাকে বিদায় দিলাম।
এদিকে আমি মনে মনে অনেকটা ক্ষেপে গেলাম কিন্তু কিছুই না বলে জিজ্ঞাসা করলাম এখন আপনারা কি চাচ্ছেন উনারা বলেন আপনি শুধু আমাদের জন্য পত্রিকায় আমাদের বিষয় প্রকাশ করেন তাতেই চলবে। বুঝা গেল উনাদের লক্ষ্য হচ্ছে দেশে গিয়ে মামলা করবেন বাংলাদেশী মালিকের বিরুদ্ধে।উনাদের মধ্য থেকে একজনকে রেখে বাকি সবাইকে উনাদের বাসায় পাঠিয়ে দিলাম।থেকে যাওয়া ব্যাক্তি বয়সে আমার ছোট্র ছিল তবে অনেক চালক তাকে নিয়ে একটি সাইবার কেফে গিয়ে লিখে ফেললাম একটি বড় আকারের প্রতিবেদন। এখন আবার শাকিল ভাইকে ফোন করে প্রতিবেদনটি প্রকাশের জন্য অনুরুধ করলাম উনি রাজি হয়েছিল কিন্তু দেশে অস্থানরত সম্পাদক নাকি না করে দিয়েছে এরকম নিউজ না করতে তাই লিখাটি প্রকাশ হয় নাই। এক সপ্তাহ পর এদের মধ্যে ৩ জন দেশে চলে গেছেন দেশ থেকে টাকা এনে বাকি ৫ জন অবৈধ ভাবে থেকে গেছেন।
এরকম অনেক প্রবাসী আছেন যারা জীবনের খেলাঘরে পরিশ্রমের সাথে খেলে যাচ্ছেন। খেলতে খেলতে ক্লান্ত হয়ে মাঠের মধ্যেই ঘুমিয়ে পড়তে দেখা গেছে অনেক খেলোয়ারকে। আবার অনেকে গোল দিতে দেরী হলেও বিজয়ের হাসি হাসতে সক্ষম হচ্ছেন।
এরকম আরো একজন হলেন টুপি ওয়ালা।বয়সে আমার মতই হবেন বা একটু বড়। উনি যে এলাকায় থাকতেন টুপি ওয়ালা হিসেবে বেশ পরিচিত ছিলেন ।টুপি ওয়ালার মুখে সবসময় হাসি লেগেই থাকত আমি কখনো তাকে মলিন মুখে দেখিনি যখনই দেখা হয়েছে হাসি মুখে সালাম বিনিময় করতেন বাড়ির খবরা খবর নিতেন আমি ও উনার সাথে কথা বলতে অনেক তৃপ্তি পেতাম। উনার বাড়ি এক জেলায় আমার আরেক জেলায় কিন্তু উনার সাথে কথা বললে মনে হত আমার আপন কেউ ।
উনি ২০১১ সালে প্রবাসে এসেছেন ফ্রি ভিসায়। এসেই মালিক , কাজ কিছুই পান নি কিন্তু হাল ছাড়েন নি কাজ করেছেন যা পেয়েছেন। গাড়ি ধোয়া থেকে শুরু করে লন্ড্রিতে কাপড় ইস্ত্রী সহ অনেক কিছু করেছেন ,,,,,,( চলবে )
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখা চালিয়ে যান। অনেক ধন্যবাদ।
আমার ও মনে হয় তাদের অবস্থা আমাদের খালামনির ভাস্য মত
মন্তব্য করতে লগইন করুন