ছন্দে ছন্দে আল হাদিস-১৫

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৫ মার্চ, ২০১৪, ০১:২৫:৩০ দুপুর

দ্বীনের মূল শিক্ষা

উমার রাদিয়াল্লাহু আনহু করেছেন বর্ণনা,

শোন, সবাই সেই শিক্ষণীয় ঘটনা।

.

‘একদিন সাহাবাগণ বসে ছিলেন রাসুল এর কাছে,

এমন সময় এলেন এক ব্যক্তি আমাদের সকলের মাঝে।

তাঁর পোশাক ছিল ধবধবে সাদা, চুলগুলো সব কালো,

সফরের কোন চিহ্ন ছিলনা তার দেহে(লাগছিলো খুব ভালো)।

আমরা কেউ চিনলামনা তাঁকে (কে হতে পারেন ইনি?)

রাসুলের কাছে গিয়ে সামনাসামনি বসে পড়লেন তিনি।

.

শুধায় রাসুলে সেই আগন্তুক,'ইসলাম কি? বলুন।'

বলেন রাসুল,’লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ জানুন।

নামায কায়েম করবে এবং যাকাত দিয়ে দিবে,

রমজান মাসে রোজা রাখবে এবং হাজ্জ্ব আদায় করবে।'

আগন্তুক বলেন রাসুলে,' সঠিক কথা বলেছেন।'

আমরা সবাই অবাক হলাম তিনি জেনেও প্রশ্ন করেছেন!

.

আবার তিনি প্রশ্ন করেন রাসুল ﷺ এর কাছে,

'ঈমানের পরিচয় কি? সে কথা কি আপনার জানা আছে?'

‘ঈমান হল আল্লাহর প্রতি বিশ্বাস অবিচল,

ফেরেশতাগণ ও কিতাব সমূহে আস্থা অনড় অটল।

রাসুলগণের প্রতিও তুমি দৃঢ় বিশ্বাস রাখবে,

কিয়ামাতের দিন, তাকদীরের প্রতি বিশ্বাস পোষণ করবে।'

.

‘সত্য বলেছেন’ বলেই সেই লোক আবার রাসুলে শুধায়,

‘ইহসান কি? জানেন আপনি? সে কথা বলুন আমায়!’

রাসুল বলেন, ‘ইবাদাত কর এমনভাবে যেন দেখছ আল্লাহকে,

‘অথবা যদি তুমি তাকে না দেখ, তবে মেনো তিনি দেখছেন তোমাকে।'

.

আগন্তুক আবারও প্রশ্ন করেন, ‘কিয়ামাত কবে হবে?’

রাসুল বলেন,’ এই ব্যাপারে উভয়েই মোরা বেশি কিছু জানিনা যে!’

‘তাহলে তার আলামতগুলো বলুন এবার শুনি,

‘দাসী করবে মালিককে প্রসব এই কথাটি জানি।'

গরীব রাখাল অহংকার করবে সুউচ্চ দালানের,

খালি পা ও উলঙ্গ শরীর ছিল যেই রাখালের।'

.

এরপর সেই আগন্তুক সেথা থেকে চলে গেলেন,

অবাক হয়ে ভাবছি মোরা -‘কে ইনি? কেনইবা এখানে এলেন?'

.

ক্ষণপরে রাসুল আমার নিকট জানতে চায়,’হে উমার!

তুমি কি চিনেছ এই লোক কে? কিবা পরিচয় তার।

বললাম আমি,'আল্লাহ এবং তাঁর রাসুলই ভালো জানেন’,

‘জিবরীল ইনি; তোমাদেরকে দ্বীন শেখাতে এসেছিলেন।'

.

এই হাদিসটি মুসলিম শরীফে আছে সংরক্ষিত,

এসো, দীনের সঠিক জ্ঞান অর্জন করে হই মোরা আলোকিত।

মূল হাদিসঃ

হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, 'একদিন আমি রাসূলে আকরাম ﷺ এর নিকট বসে আছি। এমন সময় হঠাৎ সেখানে একটি (অচেনা) লোক উপস্থিত হলো। লোকটির পোশাক-আশাক ছিল খুবই ধবধবে সাদা। তার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো। তার শরীরে সফরের কোন চিহ্ন দেখা যাচ্ছিল না। আর আমাদেরও কেউ তাকে চিনতে পারছিল না। লোকটি সোজা রাসূলে আকরাম ﷺ এর কাছে গিয়ে বসল।

তারপর তার জানু রাসূলে আকরাম ﷺ এর জানুর সাথে লাগিয়ে দিয়ে নিজের দু’হাত দু’টি উরুর ওপর স্থাপন করে বলল, ‘হে মুহাম্মদ! আমায় ইসলামের পরিচয় বলে দিন’। রাসূলে আকরাম ﷺ বললেন, 'ইসলাম হলো এই যে, তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল। সেই সঙ্গে তুমি নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং রমযানের রোযা পালন করবে আর সামর্থ্য থাকলে হজ্ব আদায় করবে। আগন্তুক বলল, আপনি যথার্থই বলেছেন।’ আমরা লোকটির এ আচরণ দেখে বিস্মিত হলাম যে, সে নবী করীম ﷺ কে জিজ্ঞেসও করছে আবার তার কথা যথার্থ বলে মন্তব্যও করেছ।

লোকটি আবার অনুরোধ করল, 'আপনি আমায় ঈমানের পরিচয় বলে দিন।' রাসূলে আকরাম ﷺ বললেন,' ঈমান হচ্ছে এই যে, তুমি আল্লাহর, তাঁর ফেরেশতা, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ, কিয়ামত দিবস এবং তকদীরের ভাল-মন্দের প্রতি বিশ্বাস পোষণ করবে।’ লোকটি বলল, 'আপনি যথার্থই বলেছেন।'

সে আবারও অনুরোধ করল, ‘আপনি আমায় ইহসানের পরিচয় বলে দিন।' তিনি বললেন,' সেটা এই যে, তুমি আল্লাহর ইবাদত এই মনোভাব নিয়ে করবে যে তুমি তাঁকে দেখছ। তুমি যদি তাকে না দেখ, তবে তিনি তোমায় নিশ্চয়ই দেখছেন বলে মনে করবে।’

অতঃপর আগন্তুক বলল, 'কিয়ামতের ব্যাপারে আমায় কিছু বলুন। রাসূলে আকরাম ﷺ বললেন, ‘যাকে এ প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী অপেক্ষা বেশি কিছু জানে না’।

আগন্তুক বলল, ‘তাহলে কিয়ামতের লক্ষণগুলো সম্পর্কে কিছু বলুন’।রাসূলে আকরাম ﷺ বললেন,' লক্ষণ হচ্ছে এই যে, দাসী তার মনিবকে প্রসব করবে। আর নগ্ন পা ও উলঙ্গ শরীর বিশিষ্ট গরীব মেষ পালকদেরকে দেখতে পাবে যে, তারা সুউচ্চ দালান-কোঠায় বসে অহংকার করছে।' এরপর লোকটি হঠাৎ চলে গেল।

আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর রাসূলে আকরাম ﷺ বললেন, ‘উমর! তুমি কি এই লোকটির পরিচয় জানো? আমি বললাম, ‘এ বিষয়ে আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন’। রাসূলে আকরাম ﷺ বললেন, ‘ইনি হচ্ছেন জিব্রাঈল। তিনি তোমাদেরকে দ্বীন (এর মৌল বিষয়াদি) শিখাতে এসেছিলেন।’

(মুসলিম)

ছন্দে ছন্দে আল হাদিস-১৪

বিষয়: বিবিধ

১৮৩২ বার পঠিত, ৬৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197592
২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:৩০
প্রবাসী মজুমদার লিখেছেন : বাহ। হাদিসের কথাগুলো কবিতার ভাষায় উপস্তাপনা বড়ই চমতকার। কবিতার প্রতি মানুষদের টান চিরন্তন। কবিতার শব্দে যেন বারুদ লুকিয়ে থাকে। স্বল্প কথায় কবিতায় মানুষের হ্রদয়ে আঘাত করতে পারে। আর সে্ আঘাত করার অস্ত্র কবিতার মাধ্যমে তুলে ধরা হাসিদের শিক্ষা সত্যিই চমৎকার।
যাযাকাল্রাহু খায়ের।
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৮
149859
ফাতিমা মারিয়াম লিখেছেন : বারাকাল্লাহু ফীকPraying

৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৫১
149865
ফাতিমা মারিয়াম লিখেছেন :



হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু ও মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন, ‘তুমি যেখানেই থাকো, আল্লাহকে ভয় করে চলো এবং মন্দ কাজ করে বসলে সঙ্গে সঙ্গে ভালো কাজ করো। তাহলে ভালো কাজ মন্দ কাজকে মুছে ফেলবে আর মানুষের সাথে সদাচারণ করো।’
(তিরমিযী)
197662
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৫
নূর আল আমিন লিখেছেন : অসাধারণ ছন্দে ছন্দে হাদিস মারিয়াম আপু
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৯
149860
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদGood Luck
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৫২
149867
ফাতিমা মারিয়াম লিখেছেন :



শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন, ‘বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর দুর্বল সেই ব্যক্তি, যে স্বীয় নফসের অনুসরণ করে আবার আল্লাহর কাছেও (ভাল কিছু প্রাপ্তির) আকাংখা পোষণ করে।'
[ তিরমিযী
197666
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:১১
নোমান২৯ লিখেছেন : এককথায় অ্যামাজিং । ধন্যবাদ আপু ।
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৯
149861
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদGood Luck
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৫২
149869
ফাতিমা মারিয়াম লিখেছেন :



হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, 'তোমরা এমন সব কাজ করে থাকো, যেগুলো তোমাদের দৃষ্টিতে চুল অপেক্ষাও বেশি হালকা; কিন্তু আমরা রাসূলে আকরামﷺএর যুগে সেগুলোকে অত্যন্ত ক্ষতিকর রূপে গণ্য করতাম। '
(বুখারী)
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:৪২
150042
নোমান২৯ লিখেছেন : পরের হাদিস-টা কাজে দেবে । খুব সুন্দর হাদিস ।
197680
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৫
মাহমুদ আরিফ লিখেছেন : জাযাকিল্লাহ
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৯
149862
ফাতিমা মারিয়াম লিখেছেন : বারাকাল্লাহু ফীকPraying
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৫
149871
ফাতিমা মারিয়াম লিখেছেন :



'আর সেই পরাক্রান্ত ও দয়াময়ের উপর নির্ভর করো
যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি ওঠো
এবং সিজ্‌দাকারীদের মধ্যে তোমার ওঠা-বসা ও নড়া-চড়ার প্রতি দৃষ্টি রাখেন।'
(সূরা শু’আরাঃ ২১৭-২১৯)
197701
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:০২
সুমাইয়া হাবীবা লিখেছেন : সুবাহানআল্লাহ!
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৫০
149863
ফাতিমা মারিয়াম লিখেছেন : আলহামদুলিল্লাহPraying
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৭
149876
ফাতিমা মারিয়াম লিখেছেন :


'তোমরা যেখানেই থাক তিনি তোমাদের সাথে আছেন। তোমরা যা করছো আল্লাহ‌ তা দেখছেন। আসমান ও যমীনের নিরংকুশ সার্বভৌম মালিকানা একমাত্র তাঁরই। সব ব্যাপারের ফায়সালার জন্য তাঁর কাছেই ফিরে যেতে হয়।'

(সূরা হাদীদঃ ৫)
197724
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৩
আবদুস সবুর লিখেছেন : সুন্দর !!! জাযাকাল্লাহ খাইরান
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:০৪
149880
ফাতিমা মারিয়াম লিখেছেন : বারাকাল্লাহু ফীকPraying
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:০৯
149893
ফাতিমা মারিয়াম লিখেছেন :



'আল্লাহ চোখের বিশ্বাসঘাতকতা (অর্থ্যাৎ নিষিদ্ধ দৃষ্টি) ও মনের গোপন কথা সম্পর্কে অবহিত। '
(সূরা মুমিনঃ ১৯)
197737
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৮
সবুজ সাথী লিখেছেন : ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:০৪
149881
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদGood Luck
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:১০
149894
ফাতিমা মারিয়াম লিখেছেন :



'আল্লাহর কাছে আসমান ও জমিনের কোনো কিছুই গোপন থাকে না।'
(সূরা আলে ইমরানঃ ৫)
197755
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩২
নিভৃত চারিণী লিখেছেন : ভালো লাগল, অনেক ধন্যবাদ আপু।
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:০৪
149882
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদGood Luck
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:১২
149895
ফাতিমা মারিয়াম লিখেছেন :



হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু ও মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন, ‘তুমি যেখানেই থাকো, আল্লাহকে ভয় করে চলো এবং মন্দ কাজ করে বসলে সঙ্গে সঙ্গে ভালো কাজ করো। তাহলে ভালো কাজ মন্দ কাজকে মুছে ফেলবে আর মানুষের সাথে সদাচারণ করো।’
(তিরমিযী)
197768
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৭
আহমদ মুসা লিখেছেন : অনেক সুন্দর ভাবে কবিতার ভাষা দিয়ে ঐতিহাসিক একটি হাদিসের বর্ণনা দিলেন। কবিতা পড়ে খুব ভাল লাগলো। এই হাদিসটির মূল এবারত যদিও অনেক লম্বা। তবুও কেউ যদি একবার মনোযোগ সহকারে পড়ে তার মূল ভাব ও এবারত আজিবনের জন্য মরে রাখার মতো একটি হাদিস।
আপনাকে ধন্যবাদ।
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:০৬
149884
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদGood Luck
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:১২
149896
ফাতিমা মারিয়াম লিখেছেন :



শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন, ‘বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর দুর্বল সেই ব্যক্তি, যে স্বীয় নফসের অনুসরণ করে আবার আল্লাহর কাছেও (ভাল কিছু প্রাপ্তির) আকাংখা পোষণ করে।'
[ তিরমিযী
১০
197828
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
নীল জোছনা লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:০৬
149885
ফাতিমা মারিয়াম লিখেছেন : বারাকাল্লাহু ফীকPraying
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:১৩
149897
ফাতিমা মারিয়াম লিখেছেন :



হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, 'তোমরা এমন সব কাজ করে থাকো, যেগুলো তোমাদের দৃষ্টিতে চুল অপেক্ষাও বেশি হালকা; কিন্তু আমরা রাসূলে আকরামﷺএর যুগে সেগুলোকে অত্যন্ত ক্ষতিকর রূপে গণ্য করতাম। '
(বুখারী)
১১
197832
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:০৬
149886
ফাতিমা মারিয়াম লিখেছেন : বারাকাল্লাহু ফীকPraying
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:১৩
149898
ফাতিমা মারিয়াম লিখেছেন :



'আর সেই পরাক্রান্ত ও দয়াময়ের উপর নির্ভর করো
যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি ওঠো
এবং সিজ্‌দাকারীদের মধ্যে তোমার ওঠা-বসা ও নড়া-চড়ার প্রতি দৃষ্টি রাখেন।'
(সূরা শু’আরাঃ ২১৭-২১৯)
১২
197846
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১১
শেখের পোলা লিখেছেন : জাজাকাল্লাহ দারুন হয়েছে৷
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:০৬
149887
ফাতিমা মারিয়াম লিখেছেন : বারাকাল্লাহু ফীকGood Luck
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:১৪
149899
ফাতিমা মারিয়াম লিখেছেন :



'তোমরা যেখানেই থাক তিনি তোমাদের সাথে আছেন। তোমরা যা করছো আল্লাহ‌ তা দেখছেন। আসমান ও যমীনের নিরংকুশ সার্বভৌম মালিকানা একমাত্র তাঁরই। সব ব্যাপারের ফায়সালার জন্য তাঁর কাছেই ফিরে যেতে হয়।'

(সূরা হাদীদঃ ৫)
১৩
197849
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আল্-হাম্-দুলিল্লাহ ! সুন্দর !!
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:০৭
149888
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। ধন্যবাদGood Luck
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:১৪
149900
ফাতিমা মারিয়াম লিখেছেন :



'আল্লাহ চোখের বিশ্বাসঘাতকতা (অর্থ্যাৎ নিষিদ্ধ দৃষ্টি) ও মনের গোপন কথা সম্পর্কে অবহিত। '
(সূরা মুমিনঃ ১৯)
১৪
197940
২৫ মার্চ ২০১৪ রাত ০৯:১৪
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:০৭
149889
ফাতিমা মারিয়াম লিখেছেন : Good Luck Good Luck Good Luck
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:১৫
149901
ফাতিমা মারিয়াম লিখেছেন :



'আল্লাহর কাছে আসমান ও জমিনের কোনো কিছুই গোপন থাকে না।'
(সূরা আলে ইমরানঃ ৫)
১৫
197950
২৫ মার্চ ২০১৪ রাত ০৯:৪৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর বরাবরের মতই! হাদিসটা আমাদের আলিমে ছিল। পড়েছিলাম। ‍আপনাকে ধন্যবাদ। আপু কি আমার সাথে রাগ করলেন?
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:০৭
149890
ফাতিমা মারিয়াম লিখেছেন : রাগ করব কেন? কি হয়েছে?
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:১৭
149903
ফাতিমা মারিয়াম লিখেছেন :



হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু ও মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন, ‘তুমি যেখানেই থাকো, আল্লাহকে ভয় করে চলো এবং মন্দ কাজ করে বসলে সঙ্গে সঙ্গে ভালো কাজ করো। তাহলে ভালো কাজ মন্দ কাজকে মুছে ফেলবে আর মানুষের সাথে সদাচারণ করো।’
(তিরমিযী)
১৬
198062
২৬ মার্চ ২০১৪ রাত ০৩:০৯
ভিশু লিখেছেন : অসাধারণ!
এটিই হলো সেই বিখ্যাত হাদিসে জিবরাঈল!
হু কেম টু টিচ আওয়ার রিলিজিয়ন!
জাযাকাল্লাহ খাইরান!
Praying Praying Praying
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:০৭
149891
ফাতিমা মারিয়াম লিখেছেন : বারাকাল্লাহু ফীকPraying
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:১৮
149905
ফাতিমা মারিয়াম লিখেছেন :



শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন, ‘বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর দুর্বল সেই ব্যক্তি, যে স্বীয় নফসের অনুসরণ করে আবার আল্লাহর কাছেও (ভাল কিছু প্রাপ্তির) আকাংখা পোষণ করে।'
[ তিরমিযী
১৭
198421
২৬ মার্চ ২০১৪ রাত ০৮:২২
সালাহ খান লিখেছেন : অনেক দিন পর আবার প্রিয় চিরন্তন বানিখানকে সামনে তুলে আনলেন , আর এখন আরব দেশগুলোতে দাসী তার মালিক প্রসব করা শুরু করে দিয়েছে , এবং এটা অনেক আগে থেকেই চলছে , লিখনীর জন্য ধন্যবাদ আর ইলিশের ঝোল খাবার নিমন্ত্রন
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:২৫
149914
ফাতিমা মারিয়াম লিখেছেন : শুধু আরব দেশেই না, আমাদের দেশেও দাসী তার মালিক প্রসব করা শুরু করে দিয়েছে।

ইলিশ মাছের ঝোল কই? আচ্ছা আমিই দিলাম


৩০ মার্চ ২০১৪ সকাল ১০:২৭
149919
ফাতিমা মারিয়াম লিখেছেন :


হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, 'তোমরা এমন সব কাজ করে থাকো, যেগুলো তোমাদের দৃষ্টিতে চুল অপেক্ষাও বেশি হালকা; কিন্তু আমরা রাসূলে আকরামﷺএর যুগে সেগুলোকে অত্যন্ত ক্ষতিকর রূপে গণ্য করতাম। '
(বুখারী)

৩০ মার্চ ২০১৪ রাত ০৯:৪১
150252
সালাহ খান লিখেছেন : আমি কি আর স্বাদ করে পাকাতে জানি । যাহোক , আপনি দিয়েছেন , ইলিশ দেখে - ছোট বেলার সেই ইলিশ মাছ চুরি করে খাবার কথা মনে পড়ে গেল ।ধন্যবাদ
১৮
198902
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
সজল আহমেদ লিখেছেন : বাহ ছন্দে ছন্দে হাদীসের লা জাবাব।
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:২৬
149915
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদGood Luck
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:২৮
149920
ফাতিমা মারিয়াম লিখেছেন :



'আর সেই পরাক্রান্ত ও দয়াময়ের উপর নির্ভর করো
যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি ওঠো
এবং সিজ্‌দাকারীদের মধ্যে তোমার ওঠা-বসা ও নড়া-চড়ার প্রতি দৃষ্টি রাখেন।'
(সূরা শু’আরাঃ ২১৭-২১৯)
১৯
199664
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৪১
বিন হারুন লিখেছেন : হাদীসে জীব্রাঈল কবির ছন্দে খুব ভাল লাগল. Rose
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:২৬
149916
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদGood Luck
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:২৮
149921
ফাতিমা মারিয়াম লিখেছেন :



'তোমরা যেখানেই থাক তিনি তোমাদের সাথে আছেন। তোমরা যা করছো আল্লাহ‌ তা দেখছেন। আসমান ও যমীনের নিরংকুশ সার্বভৌম মালিকানা একমাত্র তাঁরই। সব ব্যাপারের ফায়সালার জন্য তাঁর কাছেই ফিরে যেতে হয়।'

(সূরা হাদীদঃ ৫)
২০
199967
২৯ মার্চ ২০১৪ রাত ০৯:১১
মোহাম্মদ লোকমান লিখেছেন : হাদীসে জীব্রাঈলের চন্দানুবাদ খুব ভালো লাগলো। +
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:২৬
149917
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদGood Luck
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:২৯
149923
ফাতিমা মারিয়াম লিখেছেন :



'আল্লাহ চোখের বিশ্বাসঘাতকতা (অর্থ্যাৎ নিষিদ্ধ দৃষ্টি) ও মনের গোপন কথা সম্পর্কে অবহিত। '
(সূরা মুমিনঃ ১৯)
২১
204477
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩২
বিদ্যালো১ লিখেছেন : Allah apnar ai procheshta kobul kore niik. Arro beshi beshi amon likhati upoharer taufiq daan koruk.
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৬
153533
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমীনPraying
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৬
153534
ফাতিমা মারিয়াম লিখেছেন :


'আল্লাহর কাছে আসমান ও জমিনের কোনো কিছুই গোপন থাকে না।'
(সূরা আলে ইমরানঃ ৫)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File