===এগিয়ে চলো ====বাংলার নারী===
লিখেছেন লিখেছেন মোহাম্মদ জামাল উদ্দীন ২৫ মার্চ, ২০১৪, ০১:১৯:১১ দুপুর
প্রধানমন্ত্রী- নারী
সাবেক প্রধানমন্ত্রী- নারী
সংসদের বিরোধী দলের প্রধান- নারী
সংসদের স্পীকার- নারী
সংসদের হুইপও হতে যাচ্ছেন- নারী
দেশের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্টানের বড় বড় পদে নারীরা কাজ করে যাচ্ছেন।
হে ক্ষমতাধর নারীরা! আপনাদেরকে সামনের কাতারে রেখে আমাদের দেশের এক শ্রেনীর দুর্ণিতিবাজ পুরুষ রাজনীতিবিদও ব্যবসায়ীরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আপনারা এখন তাদের কাছে জিম্মি। আপনারা ইচ্ছে করলেও তাদের বিরুদ্ধে কথা বলতে পারেন না। আপনারাও অসহায়। আমরা আম-জনতাও অসহায়।
বাংলার নারীদের কথা কিইবা বলবো। পত্রিকার পাতা উল্টালেই দেখা যায় দেশের নারীদের আসল চিত্র।
বখাটেরা মা-মেয়েকে হত্যা করে।
বখাটেরা নারীদেরকে ইভটিজিং করে।
স্বামী তার স্ত্রীকে নির্যাতন করে হত্যা করে।
সন্তান তার মাকে হত্যা করে।
শিক্ষক তার ছাত্রীর অশ্নীল ভিডিও নেটে ছেড়ে দেয়।
কর্মক্ষেত্রে নারীরা বস কতৃক নির্যাতিত হয়।
পৈত্রিক সম্পতি থেকে নারীরা বঞ্চিত হয়।
নারীদের জীবনে আরো কত ঘটনা ঘটছে। ক্ষমতাবান নারীরা কি এসব দেখে না? তাদের অন্তরে কি বাংলার নারীদের জন্য দয়া মায়া নাই?
বিষয়: বিবিধ
১৬২৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেয়ার বাজারের তেরটা বাজিয়েছে-নারি।
আরো অনেক বলা যায়। আমার কবি নজরুল ইসলাম এর কবিতার লাইন পাল্টিয়ে বলতে ইচ্ছ করে।
বিশ্বের যত অনাসৃষ্টি, চির অকল্যানকর।
সবকিছু তার করিয়াছে নারি, করেনাই কিছু নর।
মন্তব্য করতে লগইন করুন