ফেইসবুক ব্যবহারে সতর্ক হোন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ জামাল উদ্দীন ১৯ এপ্রিল, ২০১৪, ০৭:৩৭:৪৭ সন্ধ্যা



এক ভদ্র লোকের বিভিন্ন বাজে পেইজে লাইক মারার দৃশ্য গুলো নিজের চোখে দেখতে হতো বলে ফ্রেন্ডলিস্ট থেকে বাদ দিই। সেই ভদ্র লোক এখন নিজের মেয়ের নামে ফেইসবুক একাউন্ড খুলেছে। মেয়ের নামের ফেইসবুক আইডি থেকে আমাকে রিকোয়েস্ট পাঠালে আমি এড করি। আজ সকালে দেখি ওনার মেয়ের ফেইসবুক আইডিতে বিভিন্ন বাজে ছবি আপলোড করে রেখেছে। আর দেরী না করে আন-ফ্রেন্ড করে দিই। বারবার সতর্ক করা সত্বেও যারা কানে শুনেন না। তাদের আর কিই বা বলতে পারি। কার ক্যারেকটার কি রকম ফেইসবুকের প্রোফাইল দেখলেই বুঝা যায়। আমরা ভুল করতেই পারি। ভূল করে খারাপ কিছুতে লাইক দিতেই পারি। তাই বলে কি বারবার ভুল করা কি উচিত? আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক। আমিন।

============================্

আমাকে কেউ ফ্রেন্ডরিকুয়েষ্ট পাঠালে বন্ধু হিসেবে গ্রহন করার আগে তার প্রোফাইল ভাল করে দেখে নিই। যারা বিভিন্ন খারাপ পেইজ/গ্রুপে লাইক মেরে রেখেছে তাদেরকে কখনো এড করি না। একটি প্রবাদ আছে,

ভাল এর সাথে হাটিলে খায় বাটার পান

খারাপ এর সাথে হাটিলে কাটা যায় দুই কান।

তাই দুষ্টদেরকে এড করে কান কাটতে চাই না।

তাই আসুন কারো কাছ থেকে ফ্রেন্ডরিকুয়েষ্ট পেলে সরাসরি এড না করে তাদের প্রোফাইলে একটু ঘুরে আসবেন। আরেকটা কথা, যত কম ততই ভাল। বন্ধুর সংখ্যা না বাড়িয়ে কম সংখ্যক ভাল বন্ধুর স্টাটাস পড়ুন। নিজেও ভাল কিছু শেয়ার করুন। ফেইসবুক ব্যবহার করা নাজায়েজ নয়। ফেইসবুকে যা কিছু নাজায়েজ আছে সেগুলো থেকে দুরে থাকলেই চলবে।

বিষয়: বিবিধ

১২৪১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210236
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
নাবীল লিখেছেন : অনেক ধন্যবাদ । বহু লোক এমন আছে।
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
158733
মোহাম্মদ জামাল উদ্দীন লিখেছেন : আমাদেরকে মনে রাখা উচিত যে ফেইসবুকে আমরা কি করি না করি তা সবাই দেখছে।
210246
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
158739
মোহাম্মদ জামাল উদ্দীন লিখেছেন : Good Luck Good Luck
210275
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৭
ফেরারী মন লিখেছেন : আমিও বেছে বেছে বন্ধু এড করি বলে এখনো আমার বন্ধু সংখ্যা তিন বছর আগে যা ছিল এখনো তাই।
২০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৩
158943
মোহাম্মদ জামাল উদ্দীন লিখেছেন : যত কম ততই ভালো।
210292
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪১
নীল জোছনা লিখেছেন : সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ। আমি প্রথমে সবাইকে এড করি তবে পরে যদি কেউ আজেবাজে মন্তব্য করে বা আজেবাজে পেজে লাইক দেয় সঙ্গে সঙ্গে তারে আনফ্রেন্ড করে দেই।
২০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৩
158944
মোহাম্মদ জামাল উদ্দীন লিখেছেন : আমিও তাই করি।
211125
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খারাপ এর সাথে হাটিলে কাটা যায় দুই কান। শুধু কান কেন মাঝে মাঝেতো লজ্জায় কল্লাও কাটা যাওয়ারমতো পরিস্থিতি সৃষ্ঠি হয়। Rose Rose Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File