ফেইসবুক ব্যবহারে সতর্ক হোন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ জামাল উদ্দীন ১৯ এপ্রিল, ২০১৪, ০৭:৩৭:৪৭ সন্ধ্যা
এক ভদ্র লোকের বিভিন্ন বাজে পেইজে লাইক মারার দৃশ্য গুলো নিজের চোখে দেখতে হতো বলে ফ্রেন্ডলিস্ট থেকে বাদ দিই। সেই ভদ্র লোক এখন নিজের মেয়ের নামে ফেইসবুক একাউন্ড খুলেছে। মেয়ের নামের ফেইসবুক আইডি থেকে আমাকে রিকোয়েস্ট পাঠালে আমি এড করি। আজ সকালে দেখি ওনার মেয়ের ফেইসবুক আইডিতে বিভিন্ন বাজে ছবি আপলোড করে রেখেছে। আর দেরী না করে আন-ফ্রেন্ড করে দিই। বারবার সতর্ক করা সত্বেও যারা কানে শুনেন না। তাদের আর কিই বা বলতে পারি। কার ক্যারেকটার কি রকম ফেইসবুকের প্রোফাইল দেখলেই বুঝা যায়। আমরা ভুল করতেই পারি। ভূল করে খারাপ কিছুতে লাইক দিতেই পারি। তাই বলে কি বারবার ভুল করা কি উচিত? আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক। আমিন।
============================্
আমাকে কেউ ফ্রেন্ডরিকুয়েষ্ট পাঠালে বন্ধু হিসেবে গ্রহন করার আগে তার প্রোফাইল ভাল করে দেখে নিই। যারা বিভিন্ন খারাপ পেইজ/গ্রুপে লাইক মেরে রেখেছে তাদেরকে কখনো এড করি না। একটি প্রবাদ আছে,
ভাল এর সাথে হাটিলে খায় বাটার পান
খারাপ এর সাথে হাটিলে কাটা যায় দুই কান।
তাই দুষ্টদেরকে এড করে কান কাটতে চাই না।
তাই আসুন কারো কাছ থেকে ফ্রেন্ডরিকুয়েষ্ট পেলে সরাসরি এড না করে তাদের প্রোফাইলে একটু ঘুরে আসবেন। আরেকটা কথা, যত কম ততই ভাল। বন্ধুর সংখ্যা না বাড়িয়ে কম সংখ্যক ভাল বন্ধুর স্টাটাস পড়ুন। নিজেও ভাল কিছু শেয়ার করুন। ফেইসবুক ব্যবহার করা নাজায়েজ নয়। ফেইসবুকে যা কিছু নাজায়েজ আছে সেগুলো থেকে দুরে থাকলেই চলবে।
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন