প্রিয়জনকে বই উপহার দিন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ জামাল উদ্দীন ০৫ নভেম্বর, ২০১৩, ১১:১৭:২৭ সকাল



আমরা গরীব হইয়াও অনেক খরচাপাতি করিয়া থাকি। এই যেমনঃ বিবাহ অনুষ্টানে, জন্ম বার্ষিকীতে, বিবাহ বার্ষিকীতে, ঈদ উৎসবে বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকি। কিন্তু এই সব উপহার বেশী দিন কেউ রাখে বলে আমার মনে হয় না। বিভিন্ন অনুষ্টানে যদি একটি বই উপহার দেওয়া হয় তাহলে এই বইটির মাধ্যমে আপনাকে সারা জীবন মনে রাখিবে। সবাই বইটি পড়িয়া জ্ঞান অর্জন করিবে, আপনার দেওয়া বইটি বুক সেলফে সবাই দেখিতে পাইবে। আপনি মারা গেলেও বইটি থাকবে। বইটি হাতে নিয়ে আপনার কথা স্বরণ করিবে। তাই আসুন আমরা সবাই বিভিন্ন অনুষ্টানে বই উপহার দিয়ে প্রতিটি ঘরে ঘরে একটি লাইব্রেরী গড়ে তুলি।

জানার আগ্রহ মানুষের চিরন্তন

বই হলো তার বাহন

আইনের মৃত্যু আছে কিন্তু

বইয়ের মৃত্যু নেই।

বই হোক নিত্যসঙ্গী

বিষয়: বিবিধ

১৬২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File