একটি লাইকের আশায় একটি মন্তব্যর আশায় যদি পরিবারের ছবি ফেইসবুকে শেয়ার করেন তাহলে মস্ত বড় ভুল করছেন।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ জামাল উদ্দীন ২৪ মার্চ, ২০১৪, ১১:৫১:১১ সকাল
ছোট বেলায় দেখতাম বিয়ে বাড়ী থেকে বউকে নিয়ে এসে ঘুমটা পরিয়ে একটি রুমে বসিয়ে রাখা হতো। বরের দুলাভাই-চাচাত ভাই-খালাত ভাই সহ যত ভাই-বোন আছে তারা নতুন বউয়ের মুখ দেখতে চাইলে আগে টাকা দিতে হতো। টাকা না দিয়ে কেউ নতুন বউয়ের মুখ দর্শন করতে করতে পারতো না। আর এখন? কি আর বলবো এখনতো বিয়ের দিন ষ্টেজে বউকে সাজিয়ে বসিয়ে রাখা হয়। সবাই নতুন বউয়ের ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়ে। বিনে পয়সায় যে কেউ নতুন বউকে দেখতে পারে। বিয়ের পরে আরো কয়েকটি অনুষ্টানেও একি চিত্র দেখা যায়। বিয়ে করে অনেকে দ্রুত বিয়েতে তোলা ছবিগুলো ফেইসবুকে শেয়ার করে দেয়। আচ্ছা ফেইসবুকের আপনার ফ্রেন্ডলিস্টের সবাইকি আপনার আপনজন?
আপনি কি সবাইকে চিনেন?
সবাই কি আপনার বন্ধু?
সবাই কি ভাল মানুষ?
একবার ভাবুনতো কাজটা কি ঠিক হচ্ছে?
বিয়ে করে নিজের বউকে এভাবে দেখানো কি ইসলামে জায়েয আছে?
একটি লাইকের আশায় একটি মন্তব্যর আশায় যদি পরিবারের ছবি ফেইসবুকে শেয়ার করেন তাহলে মস্ত বড় ভুল করছেন। আপনার শেয়ারকৃত ছবিটি কোন এক সময় মুছে দিলেও অন্যরা যে কোন সময় নিজেদের দখলে নিয়ে যেতে পারে। সুযোগমত কাজেও লাগাতে পারে। আপনি আপনার ছোট ছোট বাচ্চাদের ছবি শেয়ার করতে পারেন। তাদের জন্য দোয়া চাইতে পারেন কোন সমস্যা নেই। কিন্তু প্লিজ দয়া করে পরিবারের ছবি ফেইসবুকে শেয়ার করবেন না। নিজেদের সর্বনাশ ডেকে আনবেন না। আল্লাহ তা'য়ালা আমাদেরকে বুঝার তওফিক দান করুন। আমিন।
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে মেয়েদের মুখ ঢেকে রাখা ফরজ নয়। কুরআনে মুখ ঢাকার কথা বলা হয়নি।
তিনি একটি হাদিস বলেছেন- হযরত আয়শা (রাঃ) বলেছেন মহিলারা হজ্জের সময় মুখ খোলা রাখতেন। কিন্তু আমরা মুখ ঢেকে রাখতাম। এই হাদিস প্রমাণ করে যে, যারা সম্ভ্রান্ত বংশের এবং সুন্দর চেহার অধিকারী তাদের চেহারায় লাবণ্য থাকে, আকর্ষণ থাকে। তাই ফিতনা থেকে বাঁচতে তাদের মুখ ঢেকে রাখা উচিত।
কিন্তু যাদের চেহারায় আকর্ষণ অর্থাৎ খেটে খাওয়া নিম্ন আয়ের মহিলা যাদের চেহার সৌন্দর্য এবং আকর্ষন ফুটে উঠেনা তাদের মুখ ঢাকা লাগবে না।
এভাবে তিনি বর্ণনা করলেন।
মন্তব্য করতে লগইন করুন