ছন্দে ছন্দে আল কুরআন -৩২
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২০ মার্চ, ২০১৪, ০৭:৪৩:১৮ সন্ধ্যা
কিয়ামাতের প্রাথমিক অবস্থা
*******************************
যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে,তারকারা হবে বিক্ষিপ্ত,
পাহাড়গুলো চলমান হবে, গর্ভবতী উটনী হবে উপেক্ষিত।
.
যখন বন্যপশুরা একত্রিত হবে, আগুন ধরবে সাগরে,
যখন প্রাণসমূহকে দেয়া হবে দেহের সাথে জুড়ে।
.
যখন জিজ্ঞেস করা হবে জীবিত পুঁতে ফেলা মেয়েকে,
কোন অপরাধে হত্যা করা হয়েছে তাকে?
.
আমলনামাসমূহ খুলে ধরা হবে যখন,
আকাশের পরদা সরিয়ে ফেলা হবে তখন।
.
যখন জ্বালিয়ে দেয়া হবে জাহান্নামের আগুনকে,
এবং নিকটে আনা হবে চিরশান্তির জান্নাতকে।
.
সে সময় প্রত্যেকেই জানতে পারবে,
কি নিয়ে এসেছে সে (আজ তার কি হবে?)
.
কাজেই, না, কসম তারকারাজির এবং কসম রাতের,
এবং আমি কসম খাচ্ছি উদয় হওয়া প্রভাতের।
.
এই কুরআন সম্মানিত বাণীবাহকের বাণী,
বড়ই শক্তিধর যিনি।
.
আরশের মালিকের কাছে অধিকারী তিনি উন্নত মর্যাদার,
তিনি আস্থাভাজন, হুকুম মানা হয় সেখানে তার।
.
তোমাদের সাথী পাগল নয় জেনো।
সেই বাণীবাহককে দেখেছে উজ্জ্বল দিগন্তে তা মেনো।
.
সে গায়েবের জ্ঞান পৌঁছানোর ব্যাপারে কৃপণ নয়,
এটা কোন অভিশপ্ত শয়তানের বাক্য নয়।
.
কোথায় চলেছ? দুনিয়াবাসির জন্য উপদেশ হল এই কুরআন,
এমন ব্যক্তির জন্য, যে সত্য পথে চলতে চায়, মানে এর আহ্বান।
.
তোমরা চাইলেই কিছু হয় না সেই কথা জেনো,
আল্লাহ রাব্বুল আলামীন যা চান তা-ই হয় তা মেনো।
.
আত তাকবীর
সূরার অর্থঃ
১.) যখন সূর্য গুটিয়ে নেয়া হবে।
২.) যখন তারকারা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে।
৩.) যখন পাহাড়গুলোকে চলমান করা হবে।
৪.) যখন দশ মাসের গর্ভবতী উটনীগুলোকে তাদের অবস্থার ওপর ছেড়ে দেয়া হবে।
৫.) যখন বন্য পশুদের চারদিক থেকে এনে একত্র করা হবে।
৬.) যখন সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেয়া হবে।
৭.) যখন প্রাণসমূহকে (দেহের সাথে) জুড়ে দেয়া হবে।
৮.) যখন জীবিত পুঁতে ফেলা মেয়েকে জিজ্ঞেস করা হবে,
৯.) কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে?
১০.) যখন আমলনামাসমূহ খুলে ধরা হবে।
১১.) যখন আকাশের পরদা সরিয়ে ফেলা হবে।
১২.) যখন জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হবে
১৩.) এবং জান্নাতকে নিকটে আনা হবে।
১৪.) সে সময় প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছে।
১৫.) কাজেই, না, আমি কসম খাচ্ছি
১৬.) পেছনে ফিরে আসা ও অদৃশ্য হয়ে যাওয়া তারকারাজির এবং রাত্রির,
১৭.) যখন তা বিদায় নিয়েছে
১৮.) এবং প্রভাতের, যখন তা শ্বাস ফেলেছে।
১৯.) এটি প্রকৃতপক্ষে একজন সম্মানিত বাণীবাহকের বাণী,
২০.) যিনি বড়ই শক্তিধর, আরশের মালিকের কাছে উন্নত মর্যাদার অধিকারী,
২১.) সেখানে তার হুকুম মেনে চলা হয়, তিনি আস্থাভাজন।
২২.) আর (হে মক্কাবাসীরা!) তোমাদের সাথী পাগল নয়।
২৩.) সেই বাণীবাহককে দেখেছে উজ্জ্বল দিগন্তে।
২৪.) আর সে গায়েবের (এই জ্ঞান লোকদের কাছে পৌঁছানেরা) ব্যাপারে কৃপণ নয়।
২৫.) এটা কোন অভিশপ্ত শয়তানের বাক্য নয়।
২৬.) কাজেই তোমরা কোথায় চলে যাচ্ছো?
২৭.) এটা তো সারা জাহানের অধিবাসীদের জন্য একটা উপদেশ।
২৮.) তোমাদের মধ্য থেকে এমন প্রত্যেক ব্যক্তির জন্য, যে সত্য সরল পথে চলতে চায়।
২৯.) আর তোমাদের চাইলেই কিছু হয় না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামীন তা চান।
ছন্দে ছন্দে আল কুরআন -৩১
বিষয়: বিবিধ
১৭০৭ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার পরিশ্রম আল্লাহ যেন কবুল করেন সেই দোয়া করি
মহান আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাচার জন্য আমল করার এনায়েত দান করুন।
আমীন।
ধন্যবাদ।
এমন ব্যক্তির জন্য, যে সত্য পথে চলতে চায়, মানে এর আহ্বান।
অপূর্ব মিল রেখে ছন্দ মিলানো হয়েছে। দারুণ
আল্লাহ আপনি আমাদের গুণাহকে ক্ষমা করে দিন। আমিন।
সেই দিন আমাদেরকে অপদস্থ হওয়া থেকে রক্ষা করুন। আমিন।
বারাকাল্লাহু ফীক
স্বরবৃত্ত বা গদ্যছন্দের ব্যাপারে আমাকে কিছু জানালে খুশি হব। কারণ এ ব্যাপারে আমার জানা নেই।
ধন্যবাদ
জাস্ট জানার জন্যই এই জিজ্ঞাসা।কিছু মনে করবেন না যেন।
আমিতো প্রায় দেড় বছর ধরে এই কবিতাগুলি লিখছি। যদি এ ব্যাপারে কেউ কোন কিছু বলত তবে আর লিখতাম না।
তবে আমার মনে হয় অর্থ ঠিক রেখে লিখলে কোন সমস্যা নেই।
তারপরেও জেনে নেয়াই উত্তম। যদি জানতে পারেন আমাকে জানাতে ভুলবেননা।
ধন্যবাদ।
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
ছন্দময় ঈশপ
মন্তব্য করতে লগইন করুন