ছন্দে ছন্দে আল কুরআন -৩২

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২০ মার্চ, ২০১৪, ০৭:৪৩:১৮ সন্ধ্যা

কিয়ামাতের প্রাথমিক অবস্থা

*******************************


যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে,তারকারা হবে বিক্ষিপ্ত,

পাহাড়গুলো চলমান হবে, গর্ভবতী উটনী হবে উপেক্ষিত।

.

যখন বন্যপশুরা একত্রিত হবে, আগুন ধরবে সাগরে,

যখন প্রাণসমূহকে দেয়া হবে দেহের সাথে জুড়ে।

.

যখন জিজ্ঞেস করা হবে জীবিত পুঁতে ফেলা মেয়েকে,

কোন অপরাধে হত্যা করা হয়েছে তাকে?

.

আমলনামাসমূহ খুলে ধরা হবে যখন,

আকাশের পরদা সরিয়ে ফেলা হবে তখন।

.

যখন জ্বালিয়ে দেয়া হবে জাহান্নামের আগুনকে,

এবং নিকটে আনা হবে চিরশান্তির জান্নাতকে।

.

সে সময় প্রত্যেকেই জানতে পারবে,

কি নিয়ে এসেছে সে (আজ তার কি হবে?)

.

কাজেই, না, কসম তারকারাজির এবং কসম রাতের,

এবং আমি কসম খাচ্ছি উদয় হওয়া প্রভাতের।

.

এই কুরআন সম্মানিত বাণীবাহকের বাণী,

বড়ই শক্তিধর যিনি।

.

আরশের মালিকের কাছে অধিকারী তিনি উন্নত মর্যাদার,

তিনি আস্থাভাজন, হুকুম মানা হয় সেখানে তার।

.

তোমাদের সাথী পাগল নয় জেনো।

সেই বাণীবাহককে দেখেছে উজ্জ্বল দিগন্তে তা মেনো।

.

সে গায়েবের জ্ঞান পৌঁছানোর ব্যাপারে কৃপণ নয়,

এটা কোন অভিশপ্ত শয়তানের বাক্য নয়।

.

কোথায় চলেছ? দুনিয়াবাসির জন্য উপদেশ হল এই কুরআন,

এমন ব্যক্তির জন্য, যে সত্য পথে চলতে চায়, মানে এর আহ্বান।

.

তোমরা চাইলেই কিছু হয় না সেই কথা জেনো,

আল্লাহ রাব্বুল আলামীন যা চান তা-ই হয় তা মেনো।

.

আত তাকবীর

সূরার অর্থঃ

১.) যখন সূর্য গুটিয়ে নেয়া হবে।

২.) যখন তারকারা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে।

৩.) যখন পাহাড়গুলোকে চলমান করা হবে।

৪.) যখন দশ মাসের গর্ভবতী উটনীগুলোকে তাদের অবস্থার ওপর ছেড়ে দেয়া হবে।

৫.) যখন বন্য পশুদের চারদিক থেকে এনে একত্র করা হবে।

৬.) যখন সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেয়া হবে।

৭.) যখন প্রাণসমূহকে (দেহের সাথে) জুড়ে দেয়া হবে।

৮.) যখন জীবিত পুঁতে ফেলা মেয়েকে জিজ্ঞেস করা হবে,

৯.) কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে?

১০.) যখন আমলনামাসমূহ খুলে ধরা হবে।

১১.) যখন আকাশের পরদা সরিয়ে ফেলা হবে।

১২.) যখন জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হবে

১৩.) এবং জান্নাতকে নিকটে আনা হবে।

১৪.) সে সময় প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছে।

১৫.) কাজেই, না, আমি কসম খাচ্ছি

১৬.) পেছনে ফিরে আসা ও অদৃশ্য হয়ে যাওয়া তারকারাজির এবং রাত্রির,

১৭.) যখন তা বিদায় নিয়েছে

১৮.) এবং প্রভাতের, যখন তা শ্বাস ফেলেছে।

১৯.) এটি প্রকৃতপক্ষে একজন সম্মানিত বাণীবাহকের বাণী,

২০.) যিনি বড়ই শক্তিধর, আরশের মালিকের কাছে উন্নত মর্যাদার অধিকারী,

২১.) সেখানে তার হুকুম মেনে চলা হয়, তিনি আস্থাভাজন।

২২.) আর (হে মক্কাবাসীরা!) তোমাদের সাথী পাগল নয়।

২৩.) সেই বাণীবাহককে দেখেছে উজ্জ্বল দিগন্তে।

২৪.) আর সে গায়েবের (এই জ্ঞান লোকদের কাছে পৌঁছানেরা) ব্যাপারে কৃপণ নয়।

২৫.) এটা কোন অভিশপ্ত শয়তানের বাক্য নয়।

২৬.) কাজেই তোমরা কোথায় চলে যাচ্ছো?

২৭.) এটা তো সারা জাহানের অধিবাসীদের জন্য একটা উপদেশ।

২৮.) তোমাদের মধ্য থেকে এমন প্রত্যেক ব্যক্তির জন্য, যে সত্য সরল পথে চলতে চায়।

২৯.) আর তোমাদের চাইলেই কিছু হয় না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামীন তা চান।



ছন্দে ছন্দে আল কুরআন -৩১

বিষয়: বিবিধ

১৭০৭ বার পঠিত, ৪৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195355
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ আমাদের জাহান্নমের আগুন থেকে রক্ষা করুন ,,,আমীন
আপনার পরিশ্রম আল্লাহ যেন কবুল করেন সেই দোয়া করি
২১ মার্চ ২০১৪ সকাল ১১:১৫
145866
ফাতিমা মারিয়াম লিখেছেন : আল্লাহ আমাদের সবার সব পরিশ্রম কবুল করে নিন। আমীনPraying
195357
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, শিক্ষনীয় পোস্ট।
মহান আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাচার জন্য আমল করার এনায়েত দান করুন।
২১ মার্চ ২০১৪ সকাল ১১:২৯
145867
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম।


আমীন।

ধন্যবাদ।
195364
২০ মার্চ ২০১৪ রাত ০৮:০০
ফেরারী মন লিখেছেন : কোথায় চলেছ? দুনিয়াবাসির জন্য উপদেশ হল এই কুরআন,
এমন ব্যক্তির জন্য, যে সত্য পথে চলতে চায়, মানে এর আহ্বান।

অপূর্ব মিল রেখে ছন্দ মিলানো হয়েছে। দারুণ
২১ মার্চ ২০১৪ সকাল ১১:৩০
145868
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদHappy Good Luck
195366
২০ মার্চ ২০১৪ রাত ০৮:০৪
শেখের পোলা লিখেছেন : অত্যন্ত সুন্দর হয়েছে৷ আপনার পরিশ্রম সার্থক হোক৷ জাজাকাল্লাহ৷
২১ মার্চ ২০১৪ সকাল ১১:৩০
145869
ফাতিমা মারিয়াম লিখেছেন : বারাকাল্লাহু ফীকPraying
195426
২০ মার্চ ২০১৪ রাত ০৯:০১
আওণ রাহ'বার লিখেছেন : আলহামদুলিল্লাহ।
আল্লাহ আপনি আমাদের গুণাহকে ক্ষমা করে দিন। আমিন।
সেই দিন আমাদেরকে অপদস্থ হওয়া থেকে রক্ষা করুন। আমিন।
২১ মার্চ ২০১৪ সকাল ১১:৩১
145870
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমীন।
195430
২০ মার্চ ২০১৪ রাত ০৯:০৫
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। জাজাকাল্লাহু খায়রান।
২১ মার্চ ২০১৪ সকাল ১১:৩১
145871
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম।

বারাকাল্লাহু ফীকPraying
195441
২০ মার্চ ২০১৪ রাত ০৯:১৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুব ভালো লাগলো।
২১ মার্চ ২০১৪ সকাল ১১:৩২
145872
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদHappy Good Luck
195448
২০ মার্চ ২০১৪ রাত ০৯:২০
বিন হারুন লিখেছেন : খুব ভাল লাগল Rose
২১ মার্চ ২০১৪ সকাল ১১:৩২
145873
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদHappy Good Luck
195450
২০ মার্চ ২০১৪ রাত ০৯:২১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুন! আপনি যদি স্বরবৃত্তে না লিখে গদ্যছন্দে লিখেন, আমি মনে করি লেখাগুলো আরো মানানসই,ওজোগুণসম্পন্ন হবে...। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, ‍অনন্ত সুখের জান্নাতে দাখিল করুন। Rose Rose Rose
২১ মার্চ ২০১৪ সকাল ১১:৩৪
145874
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমীনPraying

স্বরবৃত্ত বা গদ্যছন্দের ব্যাপারে আমাকে কিছু জানালে খুশি হব। কারণ এ ব্যাপারে আমার জানা নেই।

ধন্যবাদHappy Good Luck
২১ মার্চ ২০১৪ দুপুর ০৩:১২
145924
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ইনশাআল্লাহ বাংলা ছন্দ সম্পর্কে আমি একটি পোস্ট দিবো -আমার পরীক্ষার পরে।
১০
195460
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৩৭
ভিশু লিখেছেন : সুবহানআল্লাহ! Day Dreaming আখিরাতের কথা তুলে ধরে সাবধান হয়ে জীবন চলার কি চমৎকার উপদেশ দিয়েছেন মহান রাব্বুল আ'লামীন! Day Dreaming ছন্দের মাধ্যমে সুন্দর পরিবেশনা ভালো লাগ্লো খুব! জাযাকাল্লাহ খাইরান! Praying Praying Praying
২১ মার্চ ২০১৪ সকাল ১১:৩৪
145875
ফাতিমা মারিয়াম লিখেছেন : বারাকাল্লাহু ফীকPraying
১১
195464
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৪৭
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান
২১ মার্চ ২০১৪ সকাল ১১:৩৫
145876
ফাতিমা মারিয়াম লিখেছেন : বারাকাল্লাহু ফীকPraying
১২
195469
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৫২
নীল জোছনা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ মার্চ ২০১৪ সকাল ১১:৩৫
145877
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদHappy Good Luck
১৩
195563
২১ মার্চ ২০১৪ রাত ০১:২১
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আল্লাহ আপনার পরিশ্রম কবুল করুন। আমিন
২১ মার্চ ২০১৪ সকাল ১১:৩৫
145878
ফাতিমা মারিয়াম লিখেছেন : আল্লাহ আমাদের সবার সব পরিশ্রম কবুল করে নিন। আমীনPraying
১৪
195687
২১ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৮
রাইয়ান লিখেছেন : আল্লাহ আমাদেরকে কঠিন সেই সময় ও দুরবস্থা থেকে রেহাই দিন। এই সূরাগুলো পড়লে শেষ বিচারদিবস এত জীবন্ত হয়ে চোখের সামনে ভেসে ওঠে যে আত্মা শুকিয়ে যায় ভয়ে। Praying Praying
২২ মার্চ ২০১৪ রাত ০৮:৩৭
146450
ফাতিমা মারিয়াম লিখেছেন : ইয়া আল্লাহ! আমাদের সবাইকে সেদিন সকল প্রকার নিরাপত্তা দান করো।আমীন।
১৫
195691
২১ মার্চ ২০১৪ দুপুর ১২:৫০
প্রবাসী মজুমদার লিখেছেন : আল কোরআনের কবিকে ধন্যবাদ। খুব খুব ভাল উদ্যোগ।
২২ মার্চ ২০১৪ রাত ০৮:৩৭
146451
ফাতিমা মারিয়াম লিখেছেন : পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
১৬
195733
২১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৩
বিদ্যালো১ লিখেছেন : may Allah save us from the punishment of that day...
২২ মার্চ ২০১৪ রাত ০৮:৩৭
146452
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমীনPraying
১৭
196128
২২ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৪
নিভৃত চারিণী লিখেছেন : আচ্ছা আপু, এভাবে লিখলে কোনভাবে কোরআনের সাথে বেয়াদবি হওয়ার সম্ভাবনা নেই তো ?
জাস্ট জানার জন্যই এই জিজ্ঞাসা।কিছু মনে করবেন না যেন।
২২ মার্চ ২০১৪ রাত ০৮:৪১
146456
ফাতিমা মারিয়াম লিখেছেন : কিছু মনে করিনি।

আমিতো প্রায় দেড় বছর ধরে এই কবিতাগুলি লিখছি। যদি এ ব্যাপারে কেউ কোন কিছু বলত তবে আর লিখতাম না।

তবে আমার মনে হয় অর্থ ঠিক রেখে লিখলে কোন সমস্যা নেই।

তারপরেও জেনে নেয়াই উত্তম। যদি জানতে পারেন আমাকে জানাতে ভুলবেননা।

ধন্যবাদ।
১৮
196621
২৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৭
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
২৪ মার্চ ২০১৪ সকাল ১০:৪৪
147026
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদGood Luck
১৯
197504
২৫ মার্চ ২০১৪ সকাল ১০:৫৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আপনার লেখাগুলো যে এতটা মধুর হয় যে, বার বার পড়তে ইচ্ছা করে কিন্তু কী মন্তব্য করব? আপনার ব্লগে মন্তব্য করার সাহস হয় না আমার।
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৪
147455
ফাতিমা মারিয়াম লিখেছেন : বলেন কি ভাই? আমি কি এতই ভয়ঙ্কর প্রাণী যে....Tongue Tongue Tongue

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদHappy
২৬ মার্চ ২০১৪ সকাল ০৯:০৯
148067
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : কী?
২০
198458
২৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫৫
সালাহ খান লিখেছেন : চিরন্তন বানী দাগ কেটে গেল অশান্ত হৃদয়ে , পানি ঝরাল চক্ষু যুগলে , রইল শুভেচ্ছা আপুর তরে , দিয়ে যাও উপহার আরো......
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৯
149856
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদGood Luck
২১
201467
০২ এপ্রিল ২০১৪ রাত ০২:০৪
জোবাইর চৌধুরী লিখেছেন : পাক কালামের এই কবি কে যেন আল্লাহ সব সময় ভালো রাখেন, অনেক ভালো লাগছে, সাথে ইর্ষাও। ইস! আমি ও যদি এভাবে লিখতে পারতাম! হা হা হা।
০২ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৯
151203
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনি অনেক ভালো লিখেন এবং অবশ্যই ঈর্ষণীয়!!! ধন্যবাদGood Luck
২২
201722
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৭
সুমাইয়া হাবীবা লিখেছেন : আপনার ছন্দজ্ঞান অত্যন্ত ভালো। আপনি শিশুদের জন্য লিখবেন আশা করি।
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
151324
ফাতিমা মারিয়াম লিখেছেন : সময় থাকলে এই দুইটি লেখা দেখতে পারেন। ছন্দময় রূপকথা


ছন্দময় ঈশপ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File