দেশের মানুষকে হিংস্র বাঘের মুখে ঠেলে দিতে চাচ্ছেন ঢাবি শিক্ষক Thinking

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ মার্চ, ২০১৪, ০৭:১৬:১০ সন্ধ্যা



গত ১৭ তারিখ দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় আওয়ামীপন্থি রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুল আজিজ সরকারের কাছে আবদার জানিয়েছেন ছাত্রলীগ নেতাদের মেধা যাচাই না করে চাকরি দিতে। শুধু তাই নয় ‘রেজাল্টের প্রয়োজন নেই’ মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের গায়ে থাকা ক্ষতচিহ্নই তাদের বড় যোগ্যতা। তাদের আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই।

শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা থেকে শুরু করে খুন ,ধর্ষণ,ডাকাতি ,দুর্নীতি,টেন্ডারবাজি ,সন্ত্রাস, দলাদলি এমন হীন অপকর্ম বাকি নেই যা ছাত্রলীগ করেনি।ওযেব কিংবা প্রিন্ট মিডিয়ায় চোখ রাখলেই দেখতে পাবেন প্রতিদিনের ছাত্র লীগের জঙ্গি কর্মকান্ড।

ভোটাধিকার ,কথা বলার অধিকার , চাকুরীর অধিকার সর্বপরি সাভাবিক মৃত্যুর গেরান্টি হারিয়ে বর্তমানে দেশের জনগণ পথ হারা পথিকের মত জীবনযাপন করতেছে। খুন গুমের আতঙ্ক সবসময় দেশের মানুষের মনে কাজ করে। সরকারের নির্যাতনের শিকার হয়ে ঘর বাড়ি হারিয়ে বসেছেন হাজার হাজার মানুষ। সরকারের বিরোদ্ধে কথা বললেই চাকুরী হারাতে হচ্ছে নয়তো জেল জুলুমের শিকার হতে হচ্ছে এমনকি জীবন দিতে হচ্ছে।

সরকার মানুষকে নির্যাতনের জন্য প্রশাসন কে ব্যাবহার করতেছে এবং প্রশাসনের সহায়তায় অগ্রভাগে রয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ মানেই একটি আতঙ্ক ,ছাত্রলীগের নাম মুখে নিয়ে এখন দেশের মায়েরা তার দুষ্ট সন্তানকে ঘুম পারাচ্ছে। শিক্ষা প্রতিষ্টানে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার ছাত্র পঙ্গুত্ব জীবন যাপন করতেছে।অনেক ছাত্র খুন হয়েছে এই সন্ত্রাসীদের হাতে তা দেশের মানুষ নিজ চোখে দেখতেছে। ব্যাবসা প্রতিষ্টানে ছাত্রলীগের চাদাবাজি এখন উত্সবে পরিনিত হয়েছে। এক কথায় দেশের সর্বস্থরের মানুষ ছাত্র লীগকে এখন হিংস্র বাঘের মত ভয় পায়। ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে ।দেশের জনগণ এই হিংস্র বাঘ থেকে রক্ষা পেতে চায়। দেশের শিক্ষা প্রতিষ্টান হিংস্র বাঘের থাবাতে লণ্ডবন্ড হয়ে আছে। প্রতি মাসে একাদিক শিক্ষা প্রতিষ্টান বন্ধ রাখতেছে শিক্ষা প্রতিষ্টানের প্রশাসন ছাত্রলীগের সন্ত্রাসী তান্ডবের কারণে। ছাত্রলীগ জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্টান। ছাত্রলীগের গুন্ডামির কারণে শেখ হাসিনা লোক দেখানোর জন্য হউক আর ছাত্রলীগকে ভয় দেখানোর জন্য হউক ছাত্রলীগের মুরব্বির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ছিলেন একাদিকবার।

ঢাবি শিক্ষকের যোগ্যতা নিয়ে বা তার মানসিকতা নিয়ে প্রশ্ন করতে চাইনা , তবে একটা কথা পরিষ্কার হয়েছে অন্ধ ভক্ত ও লালসার রাজনীতি মানুষের বিবেক কি রকম পচন সৃষ্টি করে। শিক্ষক বলেছেন ‘তাদের গায়ে থাকা ক্ষতচিহ্নই তাদের বড় যোগ্যতা এই যদি যোগ্যতা হয় তাহলে তো এবার তারা নিজেদের মধ্যে মারামারি করবে পূর্বের চেয়ে বেশি।এমন কোনো শিক্ষা প্রতিষ্টান নেই যেখানে ছাত্র লীগের নিজেদের কুন্দলে মারামারি হয় না। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের শিক্ষক নিজের ও রাজনৈতিক ফায়দার কথা চিন্তা করে দেশের মানুষকে হিংস্র বাঘের মুখে ঠেলে দিতে চাচ্ছেন।

বিষয়: বিবিধ

১১১৭ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195334
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
প্যারিস থেকে আমি লিখেছেন : উনি কি নীরিহ ? উনিওতো হিংস্র প্রজাতির।
২১ মার্চ ২০১৪ রাত ১২:৩৭
145751
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এ কেমন শিক্ষক ?উনাকে কি শিক্ষক বলা যায় ?
195339
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : ওরা শিক্ষক না শক্ষক নামের আ-লীগের জারজ সন্তান।
২১ মার্চ ২০১৪ রাত ১২:৩৭
145752
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এ কেমন শিক্ষক ?উনাকে কি শিক্ষক বলা যায় ?
195365
২০ মার্চ ২০১৪ রাত ০৮:০২
ফেরারী মন লিখেছেন : নোংরা রাজনীতির বলি আমরা। তাদের দোষ দিয়ে লাভ কি
২১ মার্চ ২০১৪ রাত ১২:৩৭
145753
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এ কেমন শিক্ষক ?উনাকে কি শিক্ষক বলা যায় ?
195372
২০ মার্চ ২০১৪ রাত ০৮:১৩
শেখের পোলা লিখেছেন : রাত্রী যত গভীর হবে প্রভাত তত এগিয়ে আসবে৷ ওরা যা করে করতে থাক৷ ওদের শেষ আমাদের শুরু৷
২১ মার্চ ২০১৪ রাত ১২:৩৮
145755
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ ,,তবে পথ চলা ওদের মত নয় সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে।
195398
২০ মার্চ ২০১৪ রাত ০৮:৩৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওনি তো আসল কথাই বলেছেন। মেধা দিয়ে কুত্তালীগরা কখনো চাকরী পাবে না। সো তাদেরকে গায়ের কত দিয়ে তো চাকরী দিতে হবে। ওই শিক্ষকরূপী জানোয়ারের কথাটাকে আমরা যদি শ্লেষ বক্রোক্তি মনে করি....তাইলে বিষয়টা স্পষ্ট হয়ে যায়...
২১ মার্চ ২০১৪ রাত ১২:৩৮
145756
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : খাটি কথা বলেছেন Good Luck Good Luck
195427
২০ মার্চ ২০১৪ রাত ০৯:০৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : পাগল নাকি ভদ্রলোক?
২১ মার্চ ২০১৪ রাত ১২:৩৯
145757
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এ কেমন শিক্ষক ?উনাকে কি শিক্ষক বলা যায় ?
195465
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৫০
দ্য স্লেভ লিখেছেন : দেশ যেহেতু তাদের,,সামান্য চাকুরী...
২১ মার্চ ২০১৪ রাত ১২:৩৯
145758
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এ কেমন শিক্ষক ?উনাকে কি শিক্ষক বলা যায় ?
২১ মার্চ ২০১৪ সকাল ০৭:৫২
145812
দ্য স্লেভ লিখেছেন : এমনে কি আর বলি- জুতায় গু মাখিয়ে পেটানো উচিৎ.....
195470
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৫৩
নীল জোছনা লিখেছেন : শিক্ষকের অবস্থা যদি এই তাহলে ছাত্ররা তো উস্কে যাবেই।
২১ মার্চ ২০১৪ রাত ১২:৩৯
145759
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এ কেমন শিক্ষক ?উনাকে কি শিক্ষক বলা যায় ?
195551
২১ মার্চ ২০১৪ রাত ১২:৫৩
নূর আল আমিন লিখেছেন : আর তাদের বড়যোগ্যত হচ্ছে তাদের লুচ্ছামির সময় চেতনায় দাগ পাওয়া
২১ মার্চ ২০১৪ রাত ০১:০৩
145770
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Talk to the hand Talk to the hand Talk to the hand
১০
195689
২১ মার্চ ২০১৪ দুপুর ১২:৫০
রাইয়ান লিখেছেন : এই নরকের কীট গুলোর ব্যাপারে কথা বলতেও প্রবৃত্তি হয়না .... Frustrated Frustrated Frustrated
২১ মার্চ ২০১৪ রাত ০৯:২৭
145999
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ঠিক বলেছেন
১১
195693
২১ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৯
প্রবাসী মজুমদার লিখেছেন : ঘা সব জয়গায়। জানিনা মলম কোথায় দেব।

অামি ছাত্রলীগ
উত্তর দক্ষিণ পুর্ব পশ্চিম সবই আমার দিক।

আমি ছাত্রলীগ
বিশ্বজিত হত্যায় রুখাতে পারেনি যখন
সে বাচার আশায় ছুটেছিল দিকবিদিক।

২১ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
146000
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এখন কি হবে দেশের ?
১২
195738
২১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৭
ইবনে আহমাদ লিখেছেন : এরা শিক্ষক নয়। এরা হল বাকশালী পেশাজিবী ডিজিটাল বস্তু।
২১ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
146001
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এখন কি হবে দেশের ?
১৩
195794
২১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
বিন হারুন লিখেছেন : ছাত্র সবসময় জ্ঞানঅর্জনে ব্যস্ত থাকে, তাদের হৃদয় হয় কোমল তার হত্যা রাহাজানি করতে পারে না. এরা ছাত্রলীগ নয় বরং ছাত্র নামের কলঙ্ক.
২১ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
146002
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এখন কি হবে দেশের ?
১৪
196130
২২ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৬
নিভৃত চারিণী লিখেছেন : হায়রে ছাত্রলীগ!শেষ করলো দেশের শান্তি !
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৩
146311
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এখন কি হবে দেশের ?
১৫
196409
২৩ মার্চ ২০১৪ রাত ১২:০২
সবুজেরসিড়ি লিখেছেন : এরা শিক্ষক নই এরা হল আওয়ামীলিগ থেকে জন্ম নেওয়া নতুন বাকশাল প্রজাতী . . . .এরা শিক্ষক নামের কলংক . . .
২৩ মার্চ ২০১৪ রাত ১২:৫৮
146534
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এখন কি হবে দেশের ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File