মাছির রাজ্যে (ব্লগারদের দৃষ্টি আকর্ষণ)
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২০ মার্চ, ২০১৪, ০৭:১৪:৪০ সন্ধ্যা
আম কাটলে সুঘ্রাণে তার
মাছি ছুইট্টা আসে
ভনভনাইয়াও আসে মাছি
লইট্টা মাছের বাসে।
ফেইসবুকে আর ব্লগে এখন
মাছির ছড়াছড়ি
কমেন্ট লাইকে উড়াউড়ির
নাইরে কোন জুড়ি।
মডুরাও যায় নারে বাদ
মাছির বৃত্ত থেকে
সুন্দরীর নাম দেখলেই পোস্ট
স্টিকি দেয় ঠেকে।
আমরা যারা ফালতু লিখি
লেখায় রস-কষ নাই
এত্তো লেখক -লেখার ভিড়ে
পাই না মোটেও ঠাই।
তোমরা যারা ভালোই লিখ
ননদ-ভাবির কিচ্ছে
সেই বিষয়ে লিখতে আমার
জাগে ক্যান ইচ্ছে?
চল মাছিদের রাজ্য ছেড়ে
মৌমাছিদের দেশে
ছন্দে-গন্ধে-আনন্দে প্রাণ
উঠবে সবার হেসে।
20/03/2014
কে কি মনে করবেন জানি না। শুধু একটু বাস্তবতাকে তোলে ধরতে চেয়েছি। আরবীতে একটি প্রবাদ পড়েছিলাম- ‘আল হাক্কু মুররুন’ অর্থাৎ ‘সত্য তিক্ত’। সো কারো কারো কাছে তিতা লাগতেই পারে....গোস্সা হবেন না, প্লি--জ! আর, সম্মানিত ব্লগারদের প্রতি অনুরোধ, কষ্ট করে- ভালো লাগলো, অনেক ধন্যবাদ, পিলাচ, মাইনাস প্রভৃতি মহান কমেন্টগুলো করবে না।
বিষয়: সাহিত্য
১২৫৩ বার পঠিত, ৪৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাছির ছড়াছড়ি
কমেন্ট লাইকে উড়াউড়ির
নাইরে কোন জুড়ি।
ফেসবুকে আর ব্লগে কবির অভাব নাই।
আর স্টিকির ক্রাইটেরিয়াও আছে তবে সব ভালো পোষ্টকেও একসাথে স্টিকি করা যায়না।
ধন্যবাদ
স্টিকি দেয় ঠেকে।"
সুন্দর লেখা দেখলেই স্টিকি দেয় ঠেকে
মাছির বৃত্ত থেকে
সুন্দরীর নাম দেখলেই পোস্ট
স্টিকি দেয় ঠেকে
কেউ ভাবেনা আর
কলা গাচে ঝুইলা পড়ি
ষ্টিকির কি দরকার
যাউগ গা! আল্লাহ আমারে বাঁচাইছে, আমার কুনো লিখনরে ফাঁসি দেয়নি।
@গ্যাঞ্জাম ভাইয়ের স্টাইলে বলি, বিডিটুডেতে অনেক ভালো লেখারও এখনো ফাঁসী হয় নাই।
I do support ur feeling....Thanks
মন্তব্য করতে লগইন করুন