বহুদিন পরে মনে পড়ে আজি-৫
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:০২:৩৭ রাত
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি............’
আমার লেখা প্রথম কবিতার কথা খুব মনে পড়ছে। তখন আমি ক্লাস এইটে পড়ি। আমার বড়ভাই তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে ঐ বছর একুশে ফেব্রুয়ারী উপলক্ষ্যে একটি ম্যাগাজিন প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছিল। সে এক বিরাট কাণ্ড। তাদের ঘুম, নাওয়া, খাওয়া বিসর্জন দিয়ে দিনরাত ম্যাগাজিনের কাজ করে......... এর কাছে যায়...... ওর কাছে যায়। নানান বুদ্ধি পরামর্শ করে। দৌড়ঝাঁপ ছুটোছুটি করে কয়েকটি বিজ্ঞাপনও জোগাড় করে ফেলল।
আমার স্পষ্ট মনে আছে ঐ পত্রিকায় অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ একটি লেখা দিয়েছিলেন। আর কার কার লেখা ছিল তা এখন মনে করতে পারছিনা! তবে একটি কথা মনে আছে ম্যাগাজিনটি বেশ ভাল পরিমাণে বিক্রি হয়েছিলো এবং প্রতিবেশীদের কাছেই বেশি বিক্রি করেছিলো। প্রায় সবাই মূল দামের চাইতে বেশি টাকা দিয়ে ক্রয় করে উদ্যক্তাদের সাহস ও উৎসাহ দিয়েছিলো।
উদ্যেক্তাগণ যখন সবার কাছ থেকে লেখা সংগ্রহ করছিলেন তখন আমি একটি কবিতা লিখে আমার বড় ভাইয়ের হাতে দেই। খুব ভয়ে ভয়ে বলি, ‘এটা কি পত্রিকায় দেয়া যাবে?’ আমার ধারণা ছিলো যে আমি প্রচন্ড একটা ধমক খাবো। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ধমক দেয়ার পরিবর্তে কাগজটা আমার হাত থেকে নিয়ে পড়লো এবং হাসিমুখে বললো,'বেশ সুন্দর হয়েছে।'
তারপর অনেকের লেখার সাথে আমার কবিতাটিও ঐ পত্রিকায় স্হান পায়। যখন ছাপার অক্ষরে নিজের লেখাটি দেখেছিলাম, তাও আবার সেই বয়সে! কী যে খুশি হয়েছিলাম তা এখনো মনে পড়ছে। এরপর আমি আরো ৩\৪টি কবিতা লিখেছিলাম।কিন্তু আমার লেখার খাতাটা কিভাবে যেন হারিয়ে গিয়েছিল। মজার ব্যাপার হলো ওগুলোর একটিও আমার মনে নেই। কিন্তু এটাই কিভাবে যেন মেমোরিতে সংরক্ষিত হয়ে আছে!!!
.
উপহার
মাগো তুমি কেঁদোনা আর,
হারায়নিতো তোমার ছেলে।
সে কী বলো থাকতে পারে
তোমায় ঘরে একলা ফেলে?
.
সে যে তোমার কোলের মানিক,
তোমার মনের আশা।
সে যে তোমার চোখের আলো,
প্রাণের ভালোবাসা।
.
দেখো মা তুমি আসবে সে যে
তোমার বুকে ফিরে।
পাখীর মতই ফিরবে মাগো
তোমার কোলের নীড়ে।
.
তোমার লাগি আনবে সে মা
একটি উপহার।
বাংলা ভাষায় কথা বলার
স্বাধীন অধিকার।
[ গত বছর এই সময়ে এই লেখাটি এসবি ব্লগে দিয়েছিলাম। তখন অবশ্য ভুমিকা বেশ ছোট ছিল। এখন আরও কিছু কথা সংযোজন করে দিলাম।]
একজন রহস্যময়ী
বিষয়: বিবিধ
১৮৮১ বার পঠিত, ৫৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ভালো লেগেছে,ধন্যবাদ আপনাকে।
তোমার রেসিপিতে কিছুটা সংযোজন ও বিয়োজন করে সব্জি বিরিয়ানী রান্না করেছি। বেশ মজা হয়েছে।
তারপর!!!??? তোমাদের সবার খবর কি? কেমন আছ???
কবিতাটি । চালিয়ে যান
মন্তব্য করতে লগইন করুন