রাম করলে লীলা খেলা আমরা করলে ......... পোলা!!!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১৭:১৭ রাত
পুরো লেখাটা পড়ে অবশ্যই মন্তব্য করবেন।
এই মানুষ টাকে চিনেন?
ইনি স্বাধীনতা উত্তর এক মাত্র বীর উত্তম শহীদ লেঃ মুশফিক। ইনি কেন মারা গেছেন জানেন? পার্বত্য চট্টগ্রাম তখন প্রচন্ড অশান্ত। ভারতের সাপ্লাই দেয়া অস্ত্রের ঝংকারে শান্তিবাহিনী তখন মত্ত। একদিন রাতে নাইট পেট্রোলে বের হয়েছেন লেঃ মুশফিক। অতর্কিত আক্রমন করে ভারতীয় মদদে উন্মত্ত শান্তিবাহিনী। আহত হয় এক সৈনিক। জীবনের রিস্ক নিয়ে তাকে উদ্ধার করে লেঃ মুসফিক। কিন্তু নিজে গুলি খায়। সারা রাত রক্ত ঝরে এই বীর সন্তানের। সকালে হেলিকপ্টারে আসার আগে রক্তক্ষরনে মারা যায় সদ্য যৌবন প্রাপ্ত এই অফিসার।
আজকে অন লাইনে কিছু মানুষরূপি জানোয়ারদের দেখি ১০ ট্র্যাক অস্ত্র মামালায় ১৪ জনকে ফাসির আদেশ দেয়ায় পৈচাশিক ভাবে আনন্দ করছে। আমি সেই সব নরপশুদের প্রশ্ন রেখে গেলাম শান্তি বাহিনীকে অস্ত্র দেবার জন্য ভারতের কয়টা সামরিক অফিসারকে ফাসি দেয়া হয়েছে? নাকি শান্তি বাহিনীকেও বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র দিয়েছিল?
এই অমানুষগুলো ওই ১০ ট্র্যাক অস্ত্র দিয়ে কয়টা ভারতীয় সৈণ্য হত্যা করা হয়েছে? ওই ১০ ট্র্যাক অস্ত্র কিন্তু RAB কেই দেয়া হয়েছে সেই গুলি কাদের দিকে যাচ্ছে?
তোরা কি বাংলাদেশী না ভারতীয়?
যাদের ফাসি দেয়া হয়েছে তারা সরকারী গোয়েন্দা বিভাগে ছিল। পৃথিবীর কোন দেশের গোয়েন্দা বিভাগের লোকদের সরকারী নির্দেশ পালন করতে যেয়ে ফাসির আদেশ দেয়া হয়? কয়টা সিআইএর, মোসাদ প্রধান তাদের কর্মকান্ডের জন্য ফাসির আদেশ পেয়েছে?
ফেলানীর হত্যাকারীদের যাখন স্ব-সম্মানে মুক্তি দেয়া হয় তখন কোথায় ছিলি দালালের বাচ্চা দালাল রা?
বুজছি আমি রাম করলে লীলা খেলা আমরা করলে ..............
বিষয়: বিবিধ
২০২০ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চলছে সারা দেশে একযোগে মহা সমারোহে
সংবাদ করল। কি বুঝলেন??
ফেলানীর হত্যাকারীদের যাখন স্ব-সম্মানে মুক্তি দেয়া হয় তখন কোথায় ছিলি দালালের বাচ্চা দালাল রা?
এইটা আরও বড় প্রশ্ন
মন্তব্য করতে লগইন করুন