ছন্দে ছন্দে আল কুরআন -৩১
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০১ জানুয়ারি, ২০১৪, ১২:১৪:০১ রাত
সময়ের কসম
********************
.
কসম সময়ের,
বড়ই ক্ষতির মধ্যে রয়েছে মানুষ (হুঁশ নেই তাদের)।
.
(এই ক্ষতি থেকে) রক্ষা পাবে তারা
ঈমান এনে সৎকাজ করে যারা।
যারা একে অন্যকে উপদেশ দেয় হক ও সবরের,
(পরিণামে আল্লাহ্র শাস্তি থেকে রেহাই হবে তাদের)।
.
সূরার অর্থঃ
১.) সময়ের কসম।
২.) মানুষ আসলে বড়ই ক্ষতির মধ্যে রয়েছে।
৩.) তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎকাজ করতে থেকেছে এবং একজন অন্যজনকে হক কথার ও সবর করার উপদেশ দিতে থেকেছে।
.
[ সূরা আল আসর]
.
ছন্দে ছন্দে আল কুরআন -৩০
বিষয়: বিবিধ
২৮৭৫ বার পঠিত, ৪৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকিল্লাহ আপুজান।
বারাকাল্লাহু ফীক
মাশাআল্লাহ!
'সবাই বলে বয়স বাড়ে
আমি বলি কমেরে
আমি বলি কমে.....'
কুরআন এক আর্শ্চয্য মুজিজা
ভালো লাগলো আপু । ধন্যবাদ
স্বাগতম ধন্যবাদ শুকরিয়া শুভকামনা জাজাকাল্লাহু খাইরান
আল্লাহ আপনার এবং আমাদের সবার জ্ঞান-বিচার বুদ্ধি আরো শানিত করুন। আমীন
এত ফ্রি সময় হেলায় ফেলায় নষ্ট করছি।ক্ষমা করে দাও প্রভু।শুকরিয়া আপু।
টিক টিক টিক,
যা কিছু করিতে আছে
করে ফেল ঠিক৷
সময় চলিয়া যায়,
নদীর স্রোতের প্রায়,
বেগে ধায় নাহি রয় স্থির৷
সহায়, সম্পদ, বল,
সকলই ঘুঁচায় কাল,
আয়ূ যেন পদ্ম পত্রে নীর৷
আমি ভাল আছি আপু। দুয়া করবেন।
ভালো থাকুন ।
মন্তব্য করতে লগইন করুন