@ যেমন ছিল আমার ২০১৩ @
লিখেছেন লিখেছেন লেলিন ০১ জানুয়ারি, ২০১৪, ১২:০১:১৫ রাত
এসো হে নব বছর নব বার্তা নিয়ে। তুমি আসো আসো। সাফল্যে আর প্রাপ্তিতে আমার সারা দেহ মনে লেগে জীবনের সুখের ভেলায় ভেস। তুমি এসো এসো।
কবি মনে আমার সুরের মূর্ছনা আর ছন্দের মাতন আসিতেছে নতুন বছরের আগমনে।
প্রকৃতির নিয়মেই সবকিছুর শুরু আছে আবার শেষও হয়ে যাবে। ঠিক তেমনি দেখতে দেখতে আবার একটি বছর শেষ হয়ে গেল। নব সাঁজে নব উদ্যমে এসে গেল নতুন একটি বছর ২০১৪। ফেলে আশা দিনগুলো কেবলই সৃতি হয়ে নয় বরং সফলতা ব্যারথতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকবে ২০১৩ বছরটি।
বিগত বছরগুলোর তুলনায় আমার জন্য সাফল্যের বছর ছিল ২০১৩। অনেক প্রাপ্তি পূর্ণতা ছিল এই বছরটিতে। নিজের ও মায়ের সাথে প্রিয়জনের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পেরেছি বলে মনে হচ্ছে। সারা জীবনে অনেক গুলো চাওয়া পাওয়ার থাকে। তার মধ্যে এই মহুরতে যেগুলো পেলে হয়ত একটু ভাল থাকা যায়। তা অনেক খানি পেয়েছি। প্রচণ্ড বেগে ছোটাছুটি থেকে একটু সস্তি মিলেছে সাথে স্থির লক্ষ্য নির্ধারণ ও জীবনকে সাফল্যে আর পূর্ণতায় সামনে এগিয়ে নিতে মাইলফলক হয়ে থাকবে ২০১৩।
এদিকে কাওসার আহমেদ চৌধুরীর চোখে আমি
প্রবল বাধার মুখেও সিংহের মাথা থাকে ধীর, শত চাঞ্চল্যের মধ্যেও তিনি স্থিরভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যান। আগেও বলেছি, ২০১৩ তাঁর জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। ২০১৪-তে সিংহ উপনীত হবেন জীবনের এক নতুন পর্যায়ে। তাঁর ব্যক্তিগত এবং সামাজিক প্রভাব বৃদ্ধি পাবে। টাকার জন্য তাঁকে কখনো ভাবতে হবে না। পরিশ্রম করতে হলেও উপার্জন তাঁর খুব ভালো হবে। প্রচুর মানুষের সহযোগিতা তিনি পাবেন। ২০১৪-তে সামাজিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে পেশাগত জীবনে তিনি বিরাট সাফল্য পাবেন।
আর আমি বলছি
সবমিলিয়ে ২০১৪ প্রাপ্তি আর পূর্ণতায় ভড়ে উঠবে বলে তীব্র বিশ্বাস। মানসিক শক্তি ও নিজের কর্মদক্ষতার সর্বোত্তম ব্যাবহার দিয়ে নতুন এই বছরটিকে প্রাপ্তি আর পূর্ণতায় ভড়ে তুলতে সচেষ্ট থাকব।
প্রিয়জন, বন্ধুবান্ধব, সহকর্মী, ব্যাবসায়িক অংশীদার, সহ বিভিন্ন পত্রিকা ও ব্লগের লেখক পাঠক সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা সাথে সকলের কাছ থেকে বেশি বেশি দোয়া কামনা করিতেছি।
শুভ ইংরেজি নববর্ষ HAPPY NEW YEAR 2014.
বিষয়: বিবিধ
১৪৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন