মুত্তাফাকুন আলাইহি-২৪

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৫ ডিসেম্বর, ২০১৩, ০৮:৩৬:০১ রাত

যে ব্যক্তি লোকদেরকে ভালো কাজের আদেশ করে এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, কিন্তু সে তদানুসারে কাজ করে না, তার শাস্তি সম্পর্কেঃ

৮৪) হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলে আকরাম কে বলতে শুনেছি, ‘কিয়ামতের দিন এক ব্যক্তিকে এনে দোযখে নিক্ষেপ করা হবে। এর ফলে তার নাড়ি-ভূঁড়ি বেরিয়ে আসবে। সে এটা নিয়ে বার বার চক্কর দিতে থাকবে, যেভাবে গাধা চক্রের মধ্যে বার বার ঘুরতে থাকে।

দোযখীরা তার চারপাশে জড়ো হয়ে জিজ্ঞেস করবে, ‘হে অমুক! তোমার এরূপ অবস্থা কেন? তুমি কি লোকদেরকে সৎকাজের আদেশ দিতে না এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে না?’

জবাবে সে বলবে, ‘হ্যাঁ, আমি সৎকাজের আদেশ দিতাম; কিন্তু আমি নিজে তা পালন করতাম না। আমি অন্যদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলতাম; কিন্তু নিজেই আবার তা করতাম’

(বুখারী ও মুসলিম)

.

[ রিয়াদুস সালেহীন থেকে সংগৃহিত। হাদিস নং- ১৯৮]

.

মুত্তাফাকুন আলাইহি-২৩

বিষয়: বিবিধ

২২৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File