এবার আবিষ্কার হল বয়স কমানোর ঔষধ। ( হায়রে দুনিয়া )
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৫ ডিসেম্বর, ২০১৩, ০৮:১১:২৬ রাত
ভিন্ন খবর ডেস্ক, সময়ের কণ্ঠস্বর :আচ্ছা নিজের বয়স যদি কমানো যেত তবে ব্যাপারটি কেমন হত। অনেকে আবার বলবেন বয়স কমানো একিসম্ভব! কিন্তু সেই অসাধ্য সাধনের ঘোষণা দিয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। তারা নাকি বয়স কমাতে সক্ষম এমন ঔষধ আবিষ্কার করেছেন।আমাদের শরীরের প্রতিটি কোষের মূল শক্তিকেন্দ্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া।এটি দেহের প্রতিটি কোষে শক্তি যোগায় ফলে আমরা কাজ করতে সমর্থ হই। কিন্তু বয়স বাড়ার সাথেসাথে কোষের মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন কমিয়ে দেয় ফলে আমাদের শরীরের কোষ সমূহ বুড়িয়ে যায় এবং আমরাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ি।এবার হাভার্ড মেডিকেল স্কুলের বিজ্ঞানীরা জানিয়েছেন তারা ইঁদুরের গায়ে বিশেষ ঔষধ প্রয়োগের মাধ্যমে সফলভাবে জীবের দেহের মাইটোকন্ড্রিয়া শক্তি বৃদ্ধি করতে পেরেছেন।এতদিন বয়স বৃদ্ধিকে এক মুখী হিসেবে বিবেচনা করা হলেও বিজ্ঞানীরা এবার প্রমানকরে দিয়েছেন বয়স চাইলেই কমানো সম্ভব! বিজ্ঞানীরা একে ঐতিহাসিক আবিষ্কার হিসেবে উল্লেখ করেছেন।'এনএডি' নামের এক কেমিক্যাল জীবদেহের অভ্যন্তরে প্রবেশ করানো হলে জীব দেহের কোষে থাকা মাইটোকন্ড্রিয়া উজ্জীবিত হয়ে উঠে। এতে করে ৬০ বছরের যেকোনো মানুষকে ২০ বছরের যুবকের মত কর্মক্ষম এবং তাগড়া মনে হবে এবং সে ৬০ বছর বয়সেই ২০ বছর বয়সের মত শক্তিশালী হয়ে উঠবে।আপাতত এই ঔষধ গবেষণায় একটি ২ বছর বয়স্ক ইঁদুরের গায়ে প্রয়োগ করা হয়েছে। এতে ঐ ইঁদুর ৬ মাস বয়সের ইঁদুরের মতই কর্মক্ষম এবং প্রজননক্ষম হয়ে উঠে।এদিকে বিজ্ঞানীরা তাদের অভিমতে জানিয়েছে,এই আবিষ্কার বিজ্ঞানের ইতিহাসে নতুন যুগের সূচনা করবে।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন