প্রতিবন্ধী কাব্য
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৬ ডিসেম্বর, ২০১৩, ০৯:২৪:৫২ রাত
আমার অনেক দিনের ইচ্ছে
আমি একটি কবিতা লিখবো।
এই যে ফুল-পাখী- নদী -বিস্তীর্ণ মাঠ
উথাল পাথাল হাওয়া,
জোছনার প্লাবন, রিমিঝিমি বর্ষা
সব কিছু নিয়ে মনের মাধুরী মিশিয়ে
ছোট্ট একটি কবিতা......
কিন্তু না......... পারিনি ।
.
ভেবেছিলাম পাখীর মত গান গাইব।
ঐ যে দেখ! ছোট ছোট পাখীরা
কিচির মিচির করে
সারা দিন ভরে
মধুর কলতানে
গান গেয়ে যায়...... গান গেয়ে যায়...... গান গেয়ে যায়।
আমার দীর্ঘ দিনের সাধ,
আমিও পাখীর মত সুর তুলবো মনের বীণায়।
কিন্তু আমি …..পারছিনা......
আমার সুর, আমার কথামালা...
কণ্ঠনালী আতিক্রম করে
আর উপরে উঠতে পারছেনা।
.
ক্যানভাস,রং-তুলি নিয়ে আমি
দিনের পর দিন অপেক্ষা করছি।
একটি ছবি আঁকবো।
ঊষার আলোকিত মায়া,
গোধূলির সোনালী রং
কিংবা নিঝুম রাতের তারাভরা আকাশের স্নিগ্ধ রূপ।
.
আমি দু চোখ ভরে দেখতে চেয়েছি
ভোরের কুয়াশা,
শিশির ভেজা ঘাস ।
আমার খুব শখ ছিল সর্ষেক্ষেতের পাশ দিয়ে
খালি পায়ে হেঁটে হেঁটে
রঙ্গীন প্রজাপতির পিছু নেব।
নতুন ফসলের মাতাল করা
ঘ্রাণ নিতে চেয়েছি ।
কিন্তু আমার চোখ, আমার হাত,
আমার ঘ্রাণশক্তি সব আজ আমার সাথে
একসঙ্গে বিদ্রোহ করছে।
এমন হচ্ছে কেন?
.
আমার সব অনুভুতি আজ ভোঁতা হয়ে গেছে ।
তবে কি আমি আজ প্রতিবন্ধী হয়ে গেলাম?
আমার সমগ্র সত্তা, সমস্ত ইন্দ্রীয়,
অঙ্গ-প্রত্যঙ্গ আজ চিৎকার করে বলছে,
"এখন তো কাব্য করা বা গান গাওয়ার সময় নয়।
ছবি আঁকা? সে না হয় আরও পরে.........
প্রকৃতির রূপ দেখে আনন্দ নেয়া!
এই বিলাসিতার এখন কোন প্রয়োজন নেই।
.
আজ তুমি নির্যাতিতের পাশে দাড়াও,
অসহায় মানুষের সহায় হও,
বিপন্নের প্রয়োজন মেটাও ,
তবেই দেখে নিও তুমি সব ধরণের
সৃজনশীলতার স্বাদ পাবে।
.
একবার আসো...... এসেই দেখনা......
দেখে নিও ..... তোমার সকল প্রতিবন্ধিত্ব কেটে যাবে।"
বিষয়: বিবিধ
২০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন