বাংলা বানান ও স্ক্রিপ্ট রাইটিং কর্মশালা

লিখেছেন লিখেছেন পারভেজ রানা ০৬ ডিসেম্বর, ২০১৩, ০৮:২১:১৮ রাত

নতুন লেখকদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ রাইটার্স গিল্ড আয়োজন করছে দিনব্যাপী ‘বাংলা বানান ও স্ক্রিপ্ট রাইটিং কর্মশালা’।

নিবনধন ফি ২৫০ টাকা।

অনলাইনে মেইল কিংবা ০১৯১৩৩৩৬১২৭ নম্বরে এম.এম.এস করে নাম নিবন্ধন করা যাবে। তাছাড়া কর্মশালার দিন সকালে নিবন্ধন ফি জমা দেওয়া যাবে। কর্মশালার স্থান: বাংলাদেশ রাইটার্স গিল্ড অফিস, ১৫২, সেনপাড়া পর্বতা (মিরপুর ১০, আল হেলাল হাসপাতালের কাছে) ৫ম তলা, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬, ফোন : ০১৯১৩৩৩৬১২৭, ০১৯১১৭২২৬০৩), তারিখ: ১৩ ডিসেম্বর ২০১৩ খ্রিস্টাব্দ উপস্থিতির সময়: সকাল ৯:৩০ মি.

প্রশিক্ষণ দেবেন: ড. মোহাম্মদ আমীন ও ফাল্গুনি তানিয়া ( এম.ফিল বাংলা).

বিষয়: সাহিত্য

১৮২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File