ছন্দে ছন্দে আল কুরআন -৩০

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৪ নভেম্বর, ২০১৩, ০৮:৫৬:৫৮ রাত



কাফির ও মুনাফিকের পরিচয়

***********************************


তুমি কি দেখেছো তাকে?

যে মিথ্যা বলছে আখিরাতের পুরস্কার ও শাস্তিকে।

.

'সে' তো সে-ই ব্যক্তি যে ধাক্কা দেয় ইয়াতিমকে

অন্যদেরও উদ্বুদ্ধ করে না খাবার দিতে মিসকিনকে।

.

ধ্বংস সেই নামাযীদের তরে,

নিজেদের নামাযের ব্যাপারে গাফিলতি যারা করে।

.

লোক দেখানোর জন্য ভালো কাজ করে যারা।

মানুষকে মামুলি প্রয়োজনের জিনিস দিতে বিরত থাকে তারা।

.

[আল মাউন]

.

সূরার অর্থঃ

বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাই।

পরম করুণাময় মেহেরবান আল্লাহ্‌র নামে শুরু করছি ।



১.) তুমি কি তাকে দেখেছো। যে আখেরাতের পুরস্কার ও শাস্তিকে মিথ্যা বলছে?

২.) সে-ই তো এতিমকে ধাক্কা দেয়

৩.) এবং মিসকিনকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না।

৪.) তারপর সেই নামাযীদের জন্য ধ্বংস,

৫.) যারা নিজেদের নামাযের ব্যাপারে গাফলতি করে

৬.) যারা লোক দেখানো কাজ করে

৭.) এবং মামুলি প্রয়োজনের জিনিসপাতি (লোকদেরকে) দিতে বিরত থাকে।



.

.

[আল মাউন]

ছন্দে ছন্দে আল কুরআন -২৯

বিষয়: বিবিধ

২০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File