"ভোট ফর দুবাই"
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৪ নভেম্বর, ২০১৩, ০৮:৪২:০২ রাত
কয়েকদিনের মধ্যেই "এক্সপো ২০২০" এর আসর বসার চুড়ান্ত সিদ্ধান্ত আসতেছে।সংযুক্ত আরব আমিরাত সপ্ন দেখতেছে সেই আসর পাবার। বিশাল এই আন্তর্জাতিক বানিজ্য মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সুসজ্জিত করা হয়েছে দুবাই কে । এক্সপো ২০২০ এর জন্য ক্যান্ডিডেট দেশ ছিল যথাক্রমে ব্রাজিল এর সাও পাওলো, রাশিয়ার একাতেরিংবার্গ, তুরস্কের ইজমির, এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই। তবে অধিকাংশ ইউরোপীয় দেশ দুবাইকে সমর্থন দেয়ায় দুবাই সরকারের আত্মবিশ্বাস বেড়েছে কয়েকগুন। আর সবাইকে তাক লাগিয়ে দুবাই যদি ছিনিয়ে আনতে পারে এ বিজয় তাহলে শুধু দুবাইতেই হবে কয়েক লক্ষ লোকের কর্ম সংস্থান। দেশটিতে বেড়ে যাবে ব্যবসা-বানিজ্য। কয়েকগুণ উন্নতি হবে আর্থ-সামাজিক, যোগাযোগ, আবাসন ও আমদানী-রপ্তানী ব্যবস্থার।বর্তমানে বিশ্বব্যাপী গুঞ্জন চলছে কে কাকে ভোট দেবে? বাংলাদেশ কি ভোট দেবে দুবাই কে ? এমনই প্রশ্ন এখন আমিরাতে প্রবাসী বাংলাদেশীর মনে।
বাতাসে এমন ও খবর আসতেছে যদি বাংলাদেশ সরকার দুবাই কে ভোট না দেয় হয়তো সেখানকার প্রবাসী বাংলাদেশীদের কপালে নেমে আসতে পারে দুঃখ ,অনেক দিন থেকে সেখানে বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধ রয়েছে এখন ভোট না দিলে যারা সেখানে আছেন তাদের ও ভিসা নবায়নের সুযোগ বন্ধ হয়ে যেতে পারে।শুধু দুবাই নয় মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ এক পন্তা অবলম্বন করতে পারে।বাংলাদেশ কে মনে রাখতে হবে আরব বিশ্বে প্রায় ৪৫ লক্ষ বাংলাদেশী কর্মরত রয়েছে । আর যদি বাংলাদেশ দুবাই কে ভোট দেয় তাহলে হয়তো আমিরাত সরকার বাংলাদেশীদের জন্যে কিছুটা হলেও সহানুভূতিশীল হয়ে পুণরায় বাংলাদেশীদের জন্য ভিসা চালুও করতে পারে ।
দুবাই ১২ লক্ষ্য প্রবাসীদের ২য় আবাসন আমিরাত এবং দেশের ৬০ লক্ষ পরিবারের সদস্যের স্বার্থের দিকে থাকিয়ে হলেও বাংলাদেশ দুবাই কে ভোট দিতেই হবে ।
বিগত দুই বছরে ভিসা বন্ধের কারণে হাজার হাজার বাংলাদেশীদের ব্যবসা বানিজ্য বন্ধ হয়ে গেছে। রেমিটেন্স এর গতি কমে গেছে। বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করে ,দুবাই প্রবাসী বাংলাদেশীদের কথা চিন্তা করে প্রবাসীদের ৬০ লক্ষ্য পরিবারের সদস্যদের কথা চিন্তা করে আমাদের বিশ্বাস বাংলাদেশ দুবাই কে ভোট দেবে।
বিষয়: বিবিধ
১৩০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন