ছন্দে ছন্দে আল হাদিস-১৩

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৬ অক্টোবর, ২০১৩, ০৯:৪৭:৪২ সকাল



(২২)

তোমাদের শিশুদের বয়স যখন হয় সাত বছর,

তাদেরকে সালাত শিক্ষা দাও; করো তৎপর।

দশ বছর বয়সে

যদি সালাত না পড়ে।

এ জন্য তাদেরকে কর মারধর।

.

[আবু দাউদ, তিরমিযী]

.

.

(২৩)

যদি কোন ব্যক্তি দু'টি মেয়েকে

বয়ঃপ্রাপ্ত হওয়া পর্যন্ত লালন পালন করে।

ক্বিয়ামাত দিবসে

পুরস্কার পাবে সে

দুই আংগুলের মত আমার নিকটবর্তী থাকবে সে।

.

[মুসলিম]

.

.

(২৪)

যেখানেই থাক তুমি আল্লাহকে ভয় কর,

গুনাহর কাজ হয়ে গেলে কভু ভালো পথটা ধরো।

কর যদি ভালো কাজ,

মুছে যাবে মন্দের লাজ।

সদ্ব্যবহার কর মানুষের সাথে আরো।

.

[তিরমিযি]

.

.

ছন্দে ছন্দে আল হাদিস-১২

বিষয়: বিবিধ

২০০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File