ভুলে থকি কেমনে?

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৬ অক্টোবর, ২০১৩, ১০:২৬:২৬ সকাল

ভুলে থকি কেমনে?



আজিব হয়ে গেলামরে ভাই

মনে নাই একটু ভিতি

মরতে হবে যেনেও

কেমনে তা ভুলে থাকি?

আযান শুনেও নামাজের প্রতি

পায় যে আলসেমি,

দোযখের ভয় যেন

মনে হয় না তখনি।

আজিব হয়ে গেলামরে ভাই

এই ভেবে ভেবে,

দুনিয়ার কত শত বিষয় নিয়ে

ভাবি দিন রাত্রি।

এক সেকেন্ড ভাবিনা মনে

ভাবনা আনিনা মনে

মরতে হবে চিরসত্য

পৃথিবী হতে চিরবিদায়ের কথাটি।

আজিব হয়ে গেলামরে ভাই

এত সব দেখে

কত শত বই পড়ি

গল্প কিংবা উপন্যাসের,

একটা আয়াত পড়তে হয়না সময়

মহা গ্রন্থ আল কোরানের।

আজিব হয়ে গেলামরে ভাই

এই সব দেখে

মেতে আছি আমরা সকলে

রঙ তামাশা আর দুনিয়াদারির

মজা তে।

এই ভাবে ভুলে আছি

আমরা সবে

মরতে হবে মহা সত্য কথাটি।



বিষয়: বিবিধ

১৪৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File