দাজ্জাল ও ক্বিয়ামাতের নিদর্শনের বর্ণনা -৩
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:০৫:৩৮ সকাল
হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু নবী করীমﷺ কর্তৃক বর্ণনা করেছেন। নবী করীম ﷺ ইরশাদ করেছেন, 'দাজ্জাল আত্মপ্রকাশ করলে ঈমানদার ব্যক্তিদের মধ্যে এক ব্যক্তি তার কাছে যাবে। তার সাথে দাজ্জালের প্রহরীদের দেখা হবে।
তারা তাকে বলবে, 'কোথায় যাওয়ার ইচ্ছা করছ?'
সে বলবে,' আমি এই আবির্ভূত ব্যক্তির কাছে যেতে ইচ্ছা করছি।'
প্রহরীর বলবে, 'আমাদের রবের প্রতি কি তোমাদের ঈমান নেই?'
সে বলবে, 'আমাদের রবের ব্যাপারে তো কোনরূপ গোপনীয়তা নেই।'
তারা বলবে, 'একে হত্যা কর।'
কিন্তু এদের মধ্যে কেউ কেউ বলাবলি করবে, 'তোমাদের রব কি তোমাদেরকে তার অগোচরে কোন ব্যক্তিকে হত্যা করতে নিষেধ করেননি?'
সুতরাং তারা তাকে দাজ্জালের কাছে নিয়ে যাবে। যখন মু’মিন ব্যক্তি দাজ্জালকে দেখবে তখন বলবে, 'হে লোক সকল! এই তো সেই দাজ্জাল যার প্রসঙ্গে রাসূলুল্লাহﷺ বলে গেছেন।'
এরপর দাজ্জালের নির্দেশে তার দেহ হতে মাথা বিচ্ছিন্ন করে দেয়া হবে। তার পেট ও পিঠ উন্মুক্ত করে পিটানো হবে আর বলা হবে, 'তুমি কি আমার প্রতি ঈমান স্থাপন কর না?'
উত্তরে মু’মিন ব্যক্তি বলবে, 'তুমিই তো সেই মিথ্যাবাদী মাসীহ দাজ্জাল।'
সুতরাং তার নির্দেশে মু’মিন ব্যক্তির মাথার সিঁথি হতে দু’পায়ের মধ্য পর্যন্ত করাত দিয়ে চিরে দু’টুকরা করা হবে। দাজ্জাল তার দেহের এ দুই অংশের মধ্য দিয়ে এদিক হতে ওদিকে গমন করবে। এরপর সে মু’মিন ব্যক্তির দেহকে সম্বোধন করে বলবে,' পূর্বের মত হয়ে যাও।'
তখন সে আবার পরিপূর্ণ মানব হয়ে দাঁড়িয়ে যাবে। আবার সে বলবে, 'এখন কি তুমি ঈমান পোষণ কর?'
মু’মিন মানবটি বলবে,' তোমার সম্পর্কে এখন আমি আরো প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করলাম।'
সে মানবদেরকে ডেকে বলবে, 'হে মানবমণ্ডলী! আমার পর এ আর কারো কিছু করতে পারবে না।'
দাজ্জাল পুনরায় তাকে হত্যা করতে চাইবে। কিন্তু আল্লাহ তার ঘাড়কে গলার নিচের হাড় পর্যন্ত পিতলে মুড়িয়ে দেবেন। ফলে সে তাকে হত্যা করার আর কোন উপায় পাবে না। বাধ্য হয়ে সে তার দু’হাত ও দু’পা ধরে ছুঁড়ে ফেলবে। মানুষে ধারণা করবে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করেছে। কিন্তু প্রকৃত পক্ষে সে বেহেশতে নিক্ষিপ্ত হবে।
রাসূলুল্লাহﷺ ইরশাদ করেছেন, 'এই ব্যক্তি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে মানবের মধ্যে সবচেয়ে উন্নত স্তরের শহীদের মর্যাদা লাভ করবে।'
( মুসলিম)
.
.
[ রিয়াদুস সালেহীন থেকে সংগৃহিত। হাদিস নং - ১৮১৭]
.
.
দাজ্জাল ও ক্বিয়ামাতের নিদর্শনের বর্ণনা -২
.
দাজ্জাল ও ক্বিয়ামাতের নিদর্শনের বর্ণনা -১
.
.
এ বিষয় সংক্রান্ত আরও হাদিস দেখতে চাইলে ঘুরে আসুন আলোকের ঝর্ণাধারা থেকে।
বিষয়: বিবিধ
১৫৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন