ওরে মিথ্যাবাদী নাস্তিকের দল। আর পারবি না- তোদের দিন শ্যাষ! গল্পকার। তোমার ফিনিশিং ভালো হয় নাই! তাই মাইনাস।
লিখেছেন লিখেছেন কথার_খই ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৫২:০১ সকাল
.....রাজায় কইছে চুদির ভাই - তাই আনন্দের সীমা নাই.....
L O L.......হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাইতেছি! কেউ আমারে একটু ধরেন ......ওবামার মুখে নাকি কেবল জয়...জয়...আর জয়!
নিউজের প্রোডাকশন ....ঢাকার গোয়েবলস কারখানা।
বাংলার মানুষকে বোকা বানানোর জন্য চমৎকার রসালো উপস্থাপনা হলো “রেশমা” নাটকের মতন। খোজ নিয়ে জানা গেলো কেবল হাই হ্যালো হয়েছে। আর পুত্রধনকে এগিয়ে নিয়ে পরিচয় করাতে গিয়ে সিকিউরিটির ধাক্কা খেতে হইছে!
কিন্তু আমেরিকান স্মার্ট এড্রেস “হাই” থেকে বানিয়ে ফেললো “ষ্মার্ট বয়।”
তবে গল্পকাররা এক যায়গায় ভুল করে ফেলেছেন। আর সেটা হচ্ছে, পুত্রকে নিয়ে কথিত ”ওবামার প্রশংসা” শুনেও পুত্রের মা নাকি ধন্যবাদ দিতে ভুলে গেছে...এমনকি তিনি বিষয়টা এড়িয়ে গেছেন!!! হায় হায় ক্যামতে?
যেই না নাচনেওয়ালি...অমন কিছু হইলে নাচতে নাচতে নিজের কাপড়ই খসায়া দিগম্বর হইয়া রাস্তায় ঘুরতো। এখনও অমন খবর পাওয়া যায় নাই।
জানা গেছে, মার্কিন ষ্টেট ডিপার্টমেন্টের উর্ধতন কর্মকর্তারা লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে গুরুতপূর্ন বৈঠক করায় আওয়ামী শিবিরে প্রচন্ড হতাশা বিরাজ করছে। এর পরে সিদ্ধান্ত হয় “ষ্মার্ট বয়” গল্প ছাড়া হবে। যদি বাংলার মানুষকে ঘোলাপানি খাওয়ানো যায়!!
ওরে মিথ্যাবাদী নাস্তিকের দল। আর পারবি না- তোদের দিন শ্যাষ!
গল্পকার। তোমার ফিনিশিং ভালো হয় নাই! তাই মাইনাস। Click this link
বিষয়: বিবিধ
১৮০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন