হে প্রভু!!! দাও হুসাইনের হিম্মত

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২২ আগস্ট, ২০১৩, ০৭:৪২:০১ সন্ধ্যা

.

হুসাইনের তাকবীর শুনে এগিয়ে এলেন যাঁরা,

হাসিমুখে দিলেন জীবন বিলিয়ে পিছু হটেননি তাঁরা।

তারা চেয়েছেন মজলুম আর মরবেনা কভু ধুঁকে,

খিলাফত রবে কিয়ামত তক্‌ এই পৃথিবীর বুকে।

.

জুলুমশাহীর বিষদাঁত ভেঙ্গে আনতে চেয়েছেন বিজয়,

কারবালা তুমি হিসেব রেখেছ হলো কত প্রাণ ক্ষয় ?

ফোরাত তোমার বুক রঞ্জিত হলো শহীদের খুনে,

কতশত প্রাণ হলো যে বিলীন রেখেছ কি তাহা গুনে ?

.

দিকে দিকে আজ ইয়াজিদ ঐ দিয়ে যায় হুংকার,

হুসাইন তুমি চলে এসে হেথা হাতে তুলে নাও ভার।

তোমার পিতার জুলফিকারের আজ বড় প্রয়োজন,

তাঁর মত বীর এ ধরায় আজ আছে বল কয়জন?

.

খিলাফাহ্‌র রবি সেই যে ডুবল উঠবে কি আর কভু ?

আজ মোরা তব সহায়তা চাই দুর্বল মোরা প্রভু ।

আশাবাদি মোরা হাল ছাড়ছিনা চাই তব রহ্‌মত,

তুমি সাথে থেকে বাঁচাও মোদের; দাও হুসাইনের হিম্মত।

.

.

[এই কবিতাটি আমি 'সোনার বাংলাদেশ' এবং 'আমার বর্ণমালা' ব্লগে (নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে ২০১২) দিয়েছিলাম। যারা আগে পড়েছিলেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।]

বিষয়: বিবিধ

২১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File